ডাকসু নির্বাচন— বর্ধিত দিনে মনোনয়ন সংগ্রহ আরও ৯৩ জনের

ঢাবি প্রতিনিধি
মঙ্গলবার মনোনয়ন ফরম বিতরণ শেষে ব্রিফ করেন ডাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক জসীম উদ্দীন। ছবি: রাজনীতি ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে আগ্রহীদের মনোনয়ন সংগ্রহের জন্য বাড়তি একদিন সময় দিয়েছিল কর্তৃপক্ষ। এ দিন আরও ৯৩ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এ নিয়ে ডাকসু নির্বাচনে ২৮ পদে প্রার্থী হতে মোট ৬৫৮ জন মনোনয়ন সংগ্রহ করলেন।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানান। তবে সহসভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদকসহ (জিএস) কোন পদে কতজন মনোনয়ন নিয়েছেন, সে বিষয়ে কোনো তথ্য জানাননি তিনি।

ব্রিফিংয়ে জানানো হয়, এ দিন হল সংসদগুলোর জন্যও কয়েকজন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তবে সে সংখ্যা সুনির্দিষ্টভাবে জানানো হয়নি। এ ছাড়া এ দিন মনোনয়ন ফরম জমা দিয়েছেন ১০৬ জন।

এর আগে গত ১২ আগস্ট ডাকসু নির্বাচনের মনোনয়ন বিতরণ কার্যক্রম শুরু হয়। এ কার্যক্রম শেষ হওয়ার কথা ছিল গতকাল সোমবার। পরে গতকালই এক বিজ্ঞপ্তি দিয়ে এ সময় একদিন বাড়িয়ে মঙ্গলবার করা হয়। এ ছাড়া মনোনয়ন জমা দেওয়ার শেষ সময়ও আজ মঙ্গলবার থেকে বাড়িয়ে আগামীকাল বুধবার করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী মনোনয়ন সংগ্রহের বর্ধিত সময় শেষ হলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে ব্রিফ করা হয়।

মনোনয়ন সংগ্রহ ও জার সময় বাড়ানোর বিষয়ে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক জসীম বলেন, শিক্ষার্থীরা কাল (সোমবার) অনেক দূর থেকে এলেও সময় শেষ হয়ে যাওয়ায় মনোনয়ন ফরম দেওয়া হয়নি। পরে রাতে আমরা আলোচনা করেছি, ডাকসু নির্বাচন নিয়ে তাদের দীর্ঘ দিনের প্রত্যাশা রয়েছে। তাই আমরা মূল তফসিলের ডেডলাইনগুলো পরিবর্তন না করে আমাদের সক্ষমতায় যতটা ‘ফ্লেক্সিবল’ হওয়া যায় সে অনুযায়ী একদিন বাড়িয়ে মনোনয়নপত্র বিতরণ ও জমার সিদ্ধান্ত নিয়েছি।

ফজিলাতুন্নেছা মুজিব হলে মনোনয়নপত্র তুলতে বাধা দেওয়ার বিষয়ে জানতে চাইলে অধ্যাপক জসীম বলেন, তদন্ত কমিটি কাজ করছে। আমরা আশা করেছিলাম আজ (মঙ্গলবার) বিকেলের মধ্যে তদন্ত প্রতিবেদন পাব। তবে সেটি এখনো পাইনি। প্রতিবেদন পেলে সে অনুযায়ী ব্যবস্থা নিয়ে জানানো হবে।

এদিকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুলিয়াস সিজার এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্যানেলের সব প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়েছে ছাত্র ইউনিয়ন ঢাবি শাখা। এ বিষয়ে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার বলেন, অভিযোগ যা আসছে খতিয়ে দেখা হচ্ছে। সার্বিকভাবে সিদ্ধান্ত নিয়ে আমরা জানাব।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

নির্বাচনী রোডম্যাপের অপেক্ষায় বিএনপি: রিজভী

রিজভী বলেন, রাজনৈতিক বিবেচনায় যেসব ভোটকেন্দ্র করা হয়েছে সেগুলো বাতিল করে ভোটারবান্ধব কেন্দ্র হতে হবে। ফ্যাসিবাদের আমলে যেসব কেন্দ্র হয়েছে সেগুলো উদ্দেশ্য প্রণোদিত।

৭ ঘণ্টা আগে

এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত কোমো তথ্য দেওয়া হয়নি। তবে মাহিন সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য স্বতন্ত্রদের একটি প্যানেল 'ডিইউ ফার্স্টে'র হয়ে সাধারণ সম্পাদক (জিএস) হিসাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।

১ দিন আগে

ডাকসুর মনোনয়ন ফরম সংগ্রহ ও জমার সময় বাড়ল

বিজ্ঞপ্তি অনুযায়ী, এই নির্বাচনে অংশ নিতে আগ্রহীরা মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন। মনোনয়ন ফরম জমা দিতে পারবেন বুধবার (২০ আগস্ট) বিকেল ৫টা পর্যন্ত।

১ দিন আগে

ডাকসু নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি : ছাত্রদল

তিনি বলেন, ‘আজকে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সংসদ এবং কেন্দ্রীয় ডাকসুর মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন। তারই ধারাবাহিকতায় ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রদলের কিছু শিক্ষার্থী এবং কিছু সাধারণ শিক্ষার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করতে যায় বিকাল সাড়ে ৩টার পরে। ঠিক সেই সময় ফজিলাতুন্নেছা মুজিব হলের একদল উগ্র শ

১ দিন আগে