এনসিপির পথসভায় যোগ দেননি কেন্দ্রীয় নেতারা, সমালোচনার ঝড়

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১৫: ৫৪
নান্দাইলে এনসিপির পথসভা মঞ্চে স্থানীয় নেতারা। এ সভায় দলটির কেন্দ্রীয় নেতারা যোগ না দেওয়ায় চলছে নানা আলোচনা-সমালোচনা। ছবি: রাজনীতি ডটকম

ময়মনসিংহের নান্দাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ডে শনিবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কর্তৃক আয়োজিত এক পথসভায় দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ যোগ দেননি। ফলে শত শত মানুষ রাত ১০টা পর্যন্ত অপেক্ষা করার পর আশাহত হয়ে ফিরে যান। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ নান্দাইলের রাজনৈতিক মহলের সর্বত্র সমালোচনার ঝড় বইছে।

কেন্দ্রীয় নেতৃবৃন্দের সভায় যোগ না দেওয়া প্রসঙ্গে পথসভার মঞ্চ থেকে নিরাপত্তার সমস্যার কথা বলে অপেক্ষমান জনতার কাছে ক্ষমা চান স্থানীয় নেতৃবৃন্দ। তাঁরা নেতৃবৃন্দের বক্তব্য শোনার জন্য আগামী ২৮ জুলাই ময়মনসিংহের সভায় যোগ দিতে বলেন।

তবে জেলার গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) দেবাশীষ কর্মকার এ প্রতিবেদককে বলেন, নান্দাইলে এনসিপির নেতৃবৃন্দের নিরাপত্তায় শনিবার নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কিশোরগঞ্জ সীমান্ত থেকে নান্দাইল সীমান্ত পর্যন্ত পর্যাপ্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছিল। আরেক প্রশ্নের উত্তরে বলেন, সভায় যোগ দেওয়া বা না দেওয়ার বিষয়টি এনসিপির নেতৃবৃন্দের বিষয়।

এ বিষয়ে বক্তব্য জানার জন্য নান্দাইল উপজেলার এনসিপির আহবায়ক মো. আশিকিন আলম রাজনের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও সাড়া পাওয়া যায়নি।

জানা যায়, শনিবার পথসভার জন্য এনসিপি নান্দাইল পৌরশহরের পুরাতন বাসস্ট্যান্ডে ডাচ বাংলা এটিএস বুথের সামনে সভামঞ্চ তৈরি করে। ওই সভায় উপস্থিত থাকার জন্য গত কয়েকদিন ধরে এনসিপি নেতা ও সংসদ সদস্য পদ প্রত্যাশী মো. আশিকিন আলম রাজনের বরাত দিয়ে নান্দাইলে ব্যাপক প্রচারণা চালানো। জুলাই শহীদদের স্বজনরাসহ শত শত মানুষ পথসভা মঞ্চের সামনে উপস্থিত হয়ে নেতৃবৃন্দের বক্তব্য শোনার অপেক্ষায় ছিলেন। কিন্তু এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের গাড়ি বহর সভামঞ্চের সামনে দিয়েই ময়মনসিংহের দিকে চলে গেলে আয়োজকরা হতবাক হয়ে পড়েন। পরে সুফী আবদুল্লাহ নামে এনসিপি নেতা মাইকে বলেন, নিরাপত্তাজনিত সমস্যার কারণে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সভামঞ্চে আসেননি। তিনি সকালের কাছে ক্ষমা চেয়ে সভা শেষ করার ঘোষণা দেন। সাড়ে ১০টার দিকে জেলা পর্যায়ে এক নেতা মাইক নিয়ে বক্তব্য দেন। ততক্ষণে উপস্থিত লোকজন সভামঞ্চ ছেড়ে চলে যান।

নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের চারকান্দা গ্রামের মো. আজিজুল হক (৩৫) নামে এক ব্যক্তি বলেন, সন্ধ্যা সাতটা থেকে সভামঞ্চের সামনে এসে অপেক্ষা করছিলাম ছাত্র নেতাদের বক্তব্য শোনার জন্য। কিন্তু তাঁরা আমাদের সামনে দিয়ে গাড়িতে করে ময়মনসিংহের দিকে চলে গেছেন। ওই ব্যক্তি বলেন, দেশের জন্য তাঁরা কী বলতে চান তা জানতে পারলাম না।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একজন লিখেছেন-জীবনের প্রথম মিটিং বা পথসভায় নান্দাইলবাসীকে আহত করেছে সময়ের আলোচিত দল এনসিপি। আরেকজন লিখেছেন আমরা বিব্রত। এ ধরনের মন্তব্যে ফেসবুকের পেজগুলো ভরে গেছে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ড. ইউনূসের বিরুদ্ধে মানহানি মামলা বাতিলের রায় বহাল

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দায়ের করা মানহানি মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছিল, সেটিই বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

৫ ঘণ্টা আগে

১০টা ভালো মানুষ নিয়েই লড়াই অব্যাহত রাখব: হাসনাত

তিনি বলেন, 'আমরা যদি নতুন বাংলাদেশ গড়তে চাই তাহলে প্রথমত আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দুর্নীতির বিরুদ্ধে এনসিপির ব্যানারে, এনসিপিকে সঙ্গে নিয়ে দুর্নীতির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ অবস্থান থাকতে হবে। নিজের বাবাও যদি দুর্নীতি করেন তাকেও ছাড় দেওয়া যাবে না। বাবাকে প্রশ্ন করতে হবে ৩০ হাজার টাকার বেতন দিয়ে ক

৬ ঘণ্টা আগে

গিরিয়ার যুদ্ধ এবং আলীবর্দী খাঁর উত্থান

গিরিয়ার যুদ্ধ মূলত বাংলার ক্ষমতা কাঠামো ও প্রশাসনিক নেতৃত্বে আমূল পরিবর্তন এনে দেয়। শাসন, রাজনীতি, সামরিক কৌশল ও কূটনীতির ইতিহাসে এই যুদ্ধ এক নতুন দৃষ্টান্ত তৈরি করে।

৭ ঘণ্টা আগে

মামলাবাজ, চাঁদাবাজদের দিন ফুরিয়ে আসছে: হাসনাত আব্দুল্লাহ

দেশে যারা মামলা বাণিজ্য ও চাঁদাবাজিতে লিপ্ত তাদের দিন ফুরিয়ে আসছে বলে সতর্ক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

৮ ঘণ্টা আগে