ড. ইউনূসের বিরুদ্ধে মানহানি মামলা বাতিলের রায় বহাল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১৭: ১৬
অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দায়ের করা মানহানি মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছিল, সেটিই বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

রোববার (২৭ জুলাই) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ রাষ্ট্রপক্ষের দায়ের করা ‘লিভ টু আপিল’ খারিজ করে দেন। ফলে ড. ইউনূসের বিরুদ্ধে চলমান মামলার কার্যক্রম চূড়ান্তভাবে বন্ধ হয়ে গেল।

২০০৭ সালে এক সাক্ষাৎকারে দেওয়া ড. ইউনূসের বক্তব্যের প্রেক্ষিতে ২০১০ সালে তার বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলা করেন জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ জেলা বারের সদস্য অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু। মামলাটি বাতিল চেয়ে ২০১১ সালে হাইকোর্টে আবেদন করেন ইউনূস।

২০২৩ সালের ২৪ অক্টোবর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মামলাটির কার্যক্রম বাতিল করে রায় দেন।

তবে রাষ্ট্রপক্ষ ওই রায়ের বিরুদ্ধে ‘লিভ টু আপিল’ করে, যার শুনানি শেষে ২৭ জুলাই সুপ্রিম কোর্টের নিয়মিত আপিল বেঞ্চ চূড়ান্তভাবে তা খারিজ করে দেন।

এই আদেশের ফলে ড. ইউনূসের বিরুদ্ধে করা মানহানি মামলাটি আইনি ভাবে আর চালানো যাবে না। এটি ড. ইউনূসের জন্য একটি বড় ধরনের আইনগত স্বস্তির বার্তা বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

১০টা ভালো মানুষ নিয়েই লড়াই অব্যাহত রাখব: হাসনাত

তিনি বলেন, 'আমরা যদি নতুন বাংলাদেশ গড়তে চাই তাহলে প্রথমত আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দুর্নীতির বিরুদ্ধে এনসিপির ব্যানারে, এনসিপিকে সঙ্গে নিয়ে দুর্নীতির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ অবস্থান থাকতে হবে। নিজের বাবাও যদি দুর্নীতি করেন তাকেও ছাড় দেওয়া যাবে না। বাবাকে প্রশ্ন করতে হবে ৩০ হাজার টাকার বেতন দিয়ে ক

৬ ঘণ্টা আগে

গিরিয়ার যুদ্ধ এবং আলীবর্দী খাঁর উত্থান

গিরিয়ার যুদ্ধ মূলত বাংলার ক্ষমতা কাঠামো ও প্রশাসনিক নেতৃত্বে আমূল পরিবর্তন এনে দেয়। শাসন, রাজনীতি, সামরিক কৌশল ও কূটনীতির ইতিহাসে এই যুদ্ধ এক নতুন দৃষ্টান্ত তৈরি করে।

৭ ঘণ্টা আগে

মামলাবাজ, চাঁদাবাজদের দিন ফুরিয়ে আসছে: হাসনাত আব্দুল্লাহ

দেশে যারা মামলা বাণিজ্য ও চাঁদাবাজিতে লিপ্ত তাদের দিন ফুরিয়ে আসছে বলে সতর্ক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

৮ ঘণ্টা আগে

২০২৪ সালে বিএনপির আয় ১৫.৬৫ কোটি টাকা: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিগত এক বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে । ২০২৪ সালে দলটির আয় হয়েছে ১৫ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৮৪২ টাকা। আর ব্যয় হয়েছে ৪ কোটি ৮০ লাখ ৪ হাজার ৮২৩ টাকা। বর্তমানে দলটির ফান্ডে জমা আছে ১০ কোটি ৮৫ লাখ ৯০ হাজার ১৯ টাকা।

৯ ঘণ্টা আগে