top ad image
top ad image
home iconarrow iconঘরের রাজনীতি

সোমবার দেশে ফিরতে পারেন খালেদা জিয়া

সোমবার দেশে ফিরতে পারেন খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এএফপি ফাইল ছবি

লন্ডনে ছেলের বাসায় অবস্থানরত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী সোমবার (৫ মে) দেশে ফিরতে পারেন। এ বছরের শুরুতেই চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি।

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন একটি গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

দলের সূত্রগুলো বলছে, প্রায় চার মাস পর দেশে ফেরার জন্য খালেদা জিয়া শারীরিকভাবে এখন প্রস্তুত। আগামী ৪ মে তার সঙ্গে বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা সৈয়দা শামিলা রহমানেরও দেশে ফেরার কথা রয়েছে।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়া এখন শারীরিকভাবে অনেক ভালো আছেন। তার স্বাস্থ্যের চূড়ান্ত কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। শুক্রবারের মধ্যে এগুলো শেষ হয়ে যাবে। আশা করা যায় সেগুলোর ফলাফল নেওয়ার পর সোমবার তিনি দুই পুত্রবধূকে সঙ্গে নিয়ে দেশে ফিরবেন।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারে পতনের পর থেকেই চিকিৎসার জন্য খালেদা জিয়ার লন্ডনে যাওয়ার কথা ছিল। পাসপোর্ট-ভিসাসহ সব ধরনের প্রস্তুতি শেষে গত ৭ জানুয়ারি লন্ডনের পথে রওয়ানা দেন তিনি।

Khaleda-Zia-At-London-01-05-2025

লন্ডনে তারেক রহমান ও তার স্ত্রী-সন্তানের সঙ্গে খালেদা জিয়া। ছবি: তারেক রহমানের ফেসবুক থেকে

কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের হিথরো বিমানবন্দরে পৌঁছান খালেদা জিয়া। সেখানে তাকে দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। চিকিৎসা প্রক্রিয়া শেষে ছেলে তারেক রহমানের বাড়িতে অবস্থান করছেন তিনি।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হৃদ্‌রোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।

r1 ad
top ad image