প্রযুক্তি
ফেসবুকের ফ্রেন্ডলিস্ট যেভাবে লুকিয়ে রাখবেন

আজকাল ফেসবুক আমাদের জীবনের এক বড় অংশ হয়ে উঠেছে। এখানে আমরা পরিবারের সদস্য, বন্ধুবান্ধব, সহপাঠী বা সহকর্মীদের বন্ধু হিসেবে যুক্ত করি। কিন্তু সমস্যা হয় তখন, যখন অপরিচিত কেউ আমাদের ফ্রেন্ডলিস্ট ঘেঁটে আমাদের পরিচিতদের কাছে বন্ধুত্বের অনুরোধ পাঠায়। এতে অনেক সময় অস্বস্তিকর পরিস্থিতিও তৈরি হয়।
এই সমস্যার সহজ সমাধান আছে—আপনার ফেসবুক বন্ধুতালিকা লুকিয়ে রাখা। চলুন জেনে নিই, কীভাবে মোবাইল বা কম্পিউটার থেকে আপনি খুব সহজেই এটা করতে পারেন।
কম্পিউটার ব্যবহারকারীদের জন্য
- ফেসবুকে লগ ইন করুন।
- ডান পাশে উপরে থাকা প্রোফাইল ছবিতে ক্লিক করুন।
- 'Settings & Privacy'-তে যান, তারপর 'Settings' এ ক্লিক করুন।
- বাম পাশে থাকা 'Audience and Visibility' অপশনটি খুঁজে বের করুন।
- সেখান থেকে 'How people find and contact you'-এ ক্লিক করুন।
- এবার 'Who can see your friends list?' অপশনটি পাবেন।
- এখানে আপনি চাইলে ‘Public’, ‘Friends’ বা ‘Only me’—এই তিনটি অপশন থেকে একটি বেছে নিতে পারেন।
🔸 যদি আপনি ‘Only me’ নির্বাচন করেন, তাহলে একমাত্র আপনিই আপনার ফ্রেন্ড লিস্ট দেখতে পারবেন।
🔸 ‘Friends’ দিলে শুধু আপনার ফেসবুক বন্ধুরা দেখতে পারবে।
🔸 আর ‘Public’ দিলে সবাই দেখতে পারবে, এটা নিরাপদ নয়।
মোবাইল ব্যবহারকারীদের জন্য
১. ফেসবুক অ্যাপ খুলুন।
২. ওপরের ডানদিকে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।
৩. স্ক্রল করে ‘Settings & Privacy’ সিলেক্ট করুন, তারপর ‘Settings’-এ যান।
৪. ‘Audience and Visibility’ অপশন খুঁজে বের করুন।
৫. সেখানে ‘How people find and contact you’-তে যান।
৬. এবার ‘Who can see your friends list?’-এ গিয়ে আপনার পছন্দমতো প্রাইভেসি সেটিংস বেছে নিন।
ফ্রেন্ডলিস্ট লুকিয়ে রাখার এই সহজ পদ্ধতিতে আপনি নিজের ব্যক্তিগততা আরও ভালোভাবে রক্ষা করতে পারবেন। তাই আজই আপনার ফেসবুক সেটিংস একটু দেখে নিন।
সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।