ডিজিটাল সেবা

জন্ম সনদ হারিয়ে গেলে কী করবেন?

শানজীদা শারমিন
প্রকাশ: ১৫ মে ২০২৫, ২৩: ৪৩

শামীম ও রোজিনা দম্পতি কানাডায় থাকেন। সেখানে তাদের মেয়ে মেহেরের জন্ম হয়। কানাডায় থাকা অবস্থাতেই মেয়ের জন্মসনদ করেন। এক বছর পর দেশে ফেরার সিদ্ধান্ত নেন। তারা তাদের ছেলে আলিফের পাসপোর্ট নবায়ন এবং সদ্য জন্ম নেওয়া মেয়ে মেহেরের নতুন পাসপোর্ট করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু একদিন তারা লক্ষ্য করলেন, আলিফের পুরোনো পাসপোর্ট ও জন্মসনদ খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথাও খুঁজে না পেয়ে শামীম দূতাবাসে খোঁজ নিয়ে জানতে পারলেন, আলিফের নতুন পাসপোর্ট করতে হবে এবং এর জন্য জন্মনিবন্ধন সনদ লাগবে।

শামীমের মনে পড়ল, আগে তিনি তার নিজের জন্ম নিবন্ধন অনলাইনে করেছিলেন। আলিফের ক্ষেত্রেও তিনি সেটা করতে পারবেন।

শামীম bdris.gov.bd ওয়েবসাইটে গিয়ে আলিফের জন্ম সনদ পুনরুদ্ধার করার জন্য ফরম পূরণ শুরু করলেন। তবে, যেহেতু তাদের কাছে আলিফের হারানো সনদের নম্বর ছিল না, শামীমকে জন্ম সনদ পুনরুদ্ধার করতে অভিভাবকের তথ্য এবং আলিফের জন্মের অন্যান্য তথ্য দিয়ে আবেদন করতে হবে। শামীম সঠিকভাবে আলিফের জন্মতারিখ, পিতামাতার নাম, এবং জন্মস্থান পূর্ণ করে “Search” বাটনে ক্লিক করলেন।

কিন্তু, সনদ নম্বর ছাড়া সঠিক তথ্য দিয়েও কোনো ডেটা মেলেনি। শামীম কিছুটা হতাশ হয়ে গেলেন। তিনি দেশে থাকা তার ভাইকে তাদের ইউনিয়ন পরিষদ অফিসে গিয়ে খোঁজ নিতে বললেন। শামীমের ভাই খোঁজ নিয়ে পুলিশ রিপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন। কিছু দিনের মধ্যে, শামীম ও রোজিনা তাদের আলিফের নতুন জন্ম সনদ সংগ্রহ করতে সক্ষম হলেন।

যদি আলিফের জন্ম সনদ নম্বর সেভ করা থাকত, তবে শামীম এবং রোজিনা সরাসরি bdris.gov.bd ওয়েবসাইটে গিয়ে সনদ নম্বর এবং জন্ম তারিখ দিয়ে অনলাইনে আবেদন করতে পারতেন। এতে প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হতো এবং তারা পাসপোর্ট রিনিউয়ের জন্য বাংলাদেশ দূতাবাস-এ সরাসরি সনদ জমা দিয়ে সহজেই পাসপোর্ট পেতে পারতেন।

এর বাইরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্যোগে ১০০-রও বেশি সরকারি সেবা নিয়ে চালু হচ্ছে ‘নাগরিক সেবা বাংলাদেশ’ নামে একটি নতুন আউটলেট। চলমান ডিজিটাল সেন্টারগুলোকেও এতে যুক্ত করা হবে। সেখানেও পাওয়া যাবে উল্লিখিত সেবাটি।

ad
ad

ফিচার থেকে আরও পড়ুন

আঙুর ফলের উপকারিতা কী?

আঙুর খেলে হৃৎপিণ্ড ভালো থাকে—এ কথা শুধু লোককথা নয়, বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত। আঙুরে থাকা পটাশিয়াম এবং পলিফেনল নামক অ্যান্টি-অক্সিডেন্ট রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

১৪ ঘণ্টা আগে

বাবা বিদেশে নিখোঁজ, ছেলে কীভাবে ওয়ারিশ হবেন

মালয়েশিয়ায় থাকা রফিকের এক বন্ধুর মাধ্যমে তাঁরা জানতে পারলেন, বিদেশে থাকাকালীন রফিকের নামে প্রভিডেন্ট ফান্ড, বীমা পলিসি ও অন্যান্য সম্পত্তি রয়েছে। কিন্তু কোনো কাগজপত্র ছাড়া এসব সম্পত্তি রফিকের স্ত্রী লতিকা ও তাঁদের সন্তানরা দাবি করতে পারবেন না।

১৫ ঘণ্টা আগে

ডার্ক ম্যাটার কী আলো কিংবা বরফের মতো?

এই রহস্যময় পদার্থটির উৎস ও প্রকৃতি নিয়ে বহু গবেষণা হয়েছে, কিন্তু এখনো কোনো চূড়ান্ত উত্তর মেলেনি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ডার্টমাউথ কলেজের দুই পদার্থবিজ্ঞানী গুয়ানমিং লিয়াং ও রবার্ট কল্ডওয়েল একটি নতুন ও চমকপ্রদ তত্ত্ব তুলে ধরেছেন।

২ দিন আগে

মেয়েদের মাথার খুশকি দূর করার উপায় কী?

খুশকির মূল কারণ একটাই নয়। অনেক ক্ষেত্রেই এটি শরীরের ভিতরের অবস্থার সঙ্গে জড়িয়ে থাকে। আবার আবহাওয়া, স্ট্রেস, খাদ্যাভ্যাস কিংবা স্ক্যাল্পের পরিচর্যার অভাবও এর জন্য দায়ী।

২ দিন আগে