ডিজিটাল সেবা

বিদেশ থেকে কিভাবে জন্ম নিবন্ধন করবেন

শানজীদা শারমিন
প্রকাশ: ১৪ মে ২০২৫, ১০: ৪৯

প্রথম সন্তান আলিফের জন্মের বছর খানেক পর শামীম ও রোজিনা দম্পতি কানাডায় নতুন জীবন শুরু করেছিলেন। দুই বছর পর সেখানে তাদের মেয়ে মেহেরের জন্ম হয়। তারা চাচ্ছেন, মেয়ের বাংলাদেশি পাসপোর্ট করতে। শামীম তার এক সহকর্মীর মাধ্যমে জানতে পারেন, এর জন্য জন্মনিবন্ধন প্রয়োজন।

একপর্যায়ে শামীমের মনে পড়ল তিনি তার প্রথম সন্তান আলিফের জন্ম নিবন্ধন করতে গিয়ে নিজের জন্ম নিবন্ধন অনলাইনেই করেছিলেন।

শামীম ও রোজিনা bdris.gov.bd ওয়েবসাইটে গিয়ে ‘জন্ম নিবন্ধন আবেদন’ অপশনে ক্লিক করলেন। ফরমে মেহেরের নাম, জন্ম তারিখ, জন্মস্থান, পিতা-মাতার নাম ও বাংলাদেশের স্থায়ী ঠিকানা পূরণ করলেন। এরপর হাসপাতালের জন্ম সনদ এবং পাসপোর্ট স্ক্যান আপলোড করলেন। এ ক্ষেত্রে শামীমের যে কাগজপত্রের প্রয়োজন হয়:

  • মেহেরের জন্ম সনদ (হাসপাতাল থেকে পাওয়া)
  • পিতামাতার জাতীয় পরিচয়পত্রের কপি (পাসপোর্ট/এনআইডি)
  • পিতামাতার পাসপোর্ট/এনআইডি স্ক্যান কপি
  • বাংলাদেশে স্থায়ী ঠিকানার তথ্য (যদি থাকে)
  • মেহেরের পাসপোর্টের স্ক্যান কপি (যদি থাকে)
  • ফরম পূরণের জন্য তথ্য: যেমন সন্তানের নাম, জন্ম তারিখ, জন্মস্থান, পিতা-মাতার নাম, বাংলাদেশের স্থায়ী ঠিকানা

শামীম জানতেন, ফি পরিশোধ না করলে প্রক্রিয়া সম্পন্ন হবে না, তাই তিনি ব্যাংক পেমেন্ট করে ফরম জমা দিলেন। পরে তিনি আবেদন ফরমটি ডাউনলোড করে বাংলাদেশে থাকা তার ভাইকে পাঠিয়ে দিলেন। শামীমের ভাই ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে কাগজটি জমা দেন। মাত্র কয়েক দিনের মধ্যে বাংলাদেশে তাদের পরিবারের মাধ্যমে মেয়ের জন্মসনদটি তারা পেয়ে গেলেন।

সম্প্রতি প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্যোগে ১০০-রও বেশি সরকারি সেবা নিয়ে চালু হচ্ছে ‘নাগরিক সেবা বাংলাদেশ’ নামে একটি নতুন আউটলেট। চলমান ডিজিটাল সেন্টারগুলোকেও এতে যুক্ত করা হবে। সেখানেও পাওয়া যাবে উল্লিখিত সেবাটি।

নাগরিকদের সরকারি সেবা দিতে নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করতে ইতিমধ্যে বিভিন্ন জায়গার নাগরিক সেবা কেন্দ্রগুলোতে ব্র্যান্ডিং, ইউনিফর্ম, সনদপত্র, কম্পিউটার ও ফার্নিচারের জন্য বিশেষ সহায়তা এবং সহজ শর্তে অর্থায়ন সুবিধার কথা জানানো হয়েছে। একই সঙ্গে প্রশিক্ষণ ও মানসম্মত ইন্টারনেট সংযোগের সুবিধাও নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছে।

Picture1

ad
ad

ফিচার থেকে আরও পড়ুন

পিরিয়ডের সময় নারীদের কি দুধ খাওয়া উচিত

পিরিয়ড মানেই নারীর শরীরে নানা ধরনের হরমোনের ওঠানামা। ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন ইত্যাদি হরমোনের তারতম্যের ফলে শারীরিক ও মানসিক নানা পরিবর্তন ঘটে। পেটব্যথা, মাথাব্যথা, ক্লান্তি, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, হজমের সমস্যা—এই সবই পিরিয়ডের সময় অনেক নারীর নিত্যসঙ্গী।

১০ ঘণ্টা আগে

লাভজনক কমিউটার ট্রেন বেসরকারি খাতে হস্তান্তরে তোড়জোড়

লাভজনক হওয়া সত্ত্বেও বেনাপোল-খুলনা-মোংলা (যশোর হয়ে) রুটে চলাচলকারী যাত্রীবাহী বেতনা কমিউটার ট্রেন বেসরকারি খাতে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। রেল কর্তৃপক্ষ দাবি করছে, বর্তমান আয়ের তুলনায় বেশি অর্থ পেলে নীতিমালা অনুযায়ী লিজ দেওয়া যেতে পারে। যদিও এই উদ্যোগ ঘিরে উঠেছে নানা প্রশ্ন।

১৭ ঘণ্টা আগে

ইউটিউবের নতুন মনিটাইজেশন নীতি : কী থাকছে কনটেন্ট নির্মাতাদের জন্য

আগে অনেকেই এমন করতেন—ইতিমধ্যে তৈরি হয়ে যাওয়া কোনো ভিডিও বা ক্লিপ নিয়ে সেটি নিজের চ্যানেলে দিয়ে দিতেন, যাতে প্রচুর ভিউ হয় এবং সহজেই অর্থ আয় করা যায়। ইউটিউব এবার এটিকে বলছে ‘ইনঅথেন্টিকেটেড কন্টেন্ট’ বা ‘অসত্য কনটেন্ট’। এর মানে, যা নিজের নয় এবং তাতে নতুন কিছু যোগ করা হয়নি—সেই কনটেন্ট আর মানিটাইজ হবে না

২ দিন আগে

ব্যাটল অব ম্যারাথন: সভ্যতার মোড় ঘোরানো যুদ্ধ

সমস্যার শুরু যখন পারস্যের অধীনে থাকা আয়োনীয় (বর্তমান তুরস্কের উপকূলীয় অঞ্চল) কিছু গ্রিক নগররাষ্ট্র বিদ্রোহ করে এবং অ্যাথেন্স তাদের সাহায্য করে। দরিয়ুস এটাকে নিজের সাম্রাজ্যের জন্য হুমকি হিসেবে দেখেন এবং অ্যাথেন্সকে শিক্ষা দিতে একটি সামরিক অভিযানের পরিকল্পনা করেন।

২ দিন আগে