সুস্পষ্ট হয়েছে লঘুচাপ, বন্দরে সতর্কসংকেত অব্যাহত

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রকাশ: ২৮ মে ২০২৫, ১২: ২৪

বঙ্গোপসাগরের উত্তরপশ্চিম ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, এটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে ঝোড়ো হাওয়ার শঙ্কা থেকে দেশের চার সমুদ্রবন্দরেই তিন নম্বর সতর্কসংকেত বহাল রাখা হয়েছে। বুধবার (২৮ মে) সকালে আবহাওয়া অধিদপ্তর এ লঘুচাপের জন্য সামুদ্রিক সতর্কবার্তা জারি করেছে।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের সই করা সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

সতর্কসংকেতের তথ্য জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এর আগে সোমবার সঞ্চালনশীল মেঘমালার কারণে বুধবার থেকে তিন দিন দেশের চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। এখন লঘুচাপের কারণে বৃষ্টি অব্যাহত থাকবে চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগসহ অধিকাংশ উপকূলীয় এলাকায়। বুধবারের নিয়মিত আবহাওয়া বিজ্ঞপ্তিতে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান রাজনীতি ডটকমকে বলেন, লঘুচাপটি সুস্পষ্ট হয়েছে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় এরই মধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছেম ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আরও দুই থেকে তিন দিন অব্যাহত থাকতে পারে।

রাজনীতি ডটকমের প্রতিনিধি জানিয়েছেন, গতকাল মঙ্গলবার কক্সবাজারে থেমে থেমে বৃষ্টি হয়েছে। এ দিন ১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে কক্সবাজার আবহাওয়া অফিস। আজ বুধবার ভোরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তে শুরু করে। সকাল সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, মঙ্গলবার চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গাতেও বৃষ্টি হয়েছে। এ দিন সবচেয়ে বেশি ২৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের আমবাগানে। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে খেপুপাড়ায়। এ ছাড়া চট্টগ্রাম ও যশোরে ১৯ মিলিমিটার করে এবং পটুয়াখালীতে ১৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

ad
ad

ফিচার থেকে আরও পড়ুন

গ্যাস্ট্রিক দূর করবেন যেভাবে

গ্যাস্ট্রিকের মূল কারণ হলো পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিড তৈরি হওয়া। এই অ্যাসিড আমাদের খাবার হজমে সাহায্য করে ঠিকই, কিন্তু যখন এটি প্রয়োজনের চেয়ে বেশি তৈরি হয় বা পাকস্থলীর দেওয়াল দুর্বল হয়ে পড়ে, তখনই শুরু হয় সমস্যা।

২০ ঘণ্টা আগে

প্রযুক্তির হাত ধরে ন্যায়ভিত্তিক রাষ্ট্রে পৌঁছাবে বাংলাদেশ?

নারীদের মধ্যে ইন্টারনেট ব্যবহারের হার এখনও পুরুষদের তুলনায় অনেক কম, এবং প্রযুক্তি ব্যবহারে তাঁদের সামাজিক প্রতিবন্ধকতাও রয়েছে।

২০ ঘণ্টা আগে

মধু কেন খাবেন?

প্রচলিত কফ সিরাপের তুলনায় মধু অনেক বেশি কার্যকর। বিশেষ করে শিশুদের সর্দি-কাশিতে মধু একটি প্রাকৃতিক এবং নিরাপদ বিকল্প।

২০ ঘণ্টা আগে

পি এল আইডি: কারণ, লক্ষণ ও ফিজিওথেরাপি চিকিৎসার ভূমিকা

প্রলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক (PLID)— সংক্ষেপে পি এল আইডি—একটি পরিচিত মেরুদণ্ডজনিত সমস্যা। এটি তখন ঘটে, যখন কোমরের হাড়ের (কশেরুকা) মাঝখানের নরম ডিস্ক স্বাভাবিক স্থানচ্যুতি হয়ে পাশের স্নায়ুর ওপর চাপ সৃষ্টি করে। ফলে দেখা দেয় কোমর ব্যথা, সায়াটিকা এবং পেশীর দুর্বলতাসহ একাধিক সমস্যা।

১ দিন আগে