১০৪% শুল্ক সামাল দিতে পারবে চীন?

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১৩: ৩৭

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি নিয়ে অসন্তোষ জানালেও পালটা ব্যবস্থা নেয়নি প্রায় কোনো দেশই। ব্যতিক্রম চীন। আগের ২০ শতাংশ শুল্কের পর ট্রাম্প বাড়তি ৩৪ শতাংশ হারে শুল্ক আরোপের ঘোষণা দিলে চীনও যুক্তরাষ্ট্রের পণ্যে পালটা শুল্ক আরোপের ঘোষণা দেয়। তাতে আরও চটে যান ট্রাম্প। পূর্বঘোষণা অনুযায়ী চীনা পণ্যে আবারও যোগ করে দেন ৫০ শতাংশ শুল্ক।

আজ বুধবার (৯ এপ্রিল) থেকে সারা বিশ্বের জন্যই কার্যকর হবে যুক্তরাষ্ট্রের নতুন শুল্কহার। এ ক্ষেত্রে চীনা পণ্যের ওপর মোট শুল্কহার পড়বে ১০৪ শতাংশ।

গাড়ি, সেমিকন্ডাক্টর, স্টিল ও অ্যালুমিনিয়ামের মতো কিছু পণ্যের ওপর তুলনামূলক কম শুল্ক বসানো হলেও চীনের বেশির ভাগ পণ্যের ওপরই এই ১০৪ শতাংশ শুল্কহার কার্যকর হবে।

বিশ্লেষকদের মতে, নতুন এই শুল্কনীতির কারণে চীনকে বড় ধরনের চাপের মুখে পড়তে হবে। এখন তাদের নিজেদের অর্থনীতিকে পুনর্গঠনের দিকে জোর দিতে হবে। পাশাপাশি, বহির্বিশ্বের ভোক্তাদের চেয়ে দেশের অভ্যন্তরীণ ভোক্তাদের ওপর বেশি নির্ভরশীল হতে হবে।

গত ২ এপ্রিল বিভিন্ন দেশ থেকে পণ্য আমদানিতে নতুন করে শুল্কহার ঘোষণা করেন ট্রাম্প। সে দিন চীনের ওপর বাড়তি শুল্ক আরোপ করা হয় ৩৪ শতাংশ। এর আগে মার্চেই চীনা পণ্যে ২০ শতাংশ শুল্ক আরোপ করায় চীনের ওপর শুল্কের পরিমাণ দাঁড়ায় ৫৪ শতাংশ। এই শুল্কহার ৯ এপ্রিল থেকে কার্যকরের ঘোষণা দেন ট্রাম্প।

একদিন পরই ৪ এপ্রিল চীনের অর্থ মন্ত্রণালয় ঘোষণা দেয়, তারা ১০ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের সব পণ্যের ওপর অতিরিক্ত ৩৪ শতাংশ শুল্ক আরোপ করবে। গুরুত্বপূর্ণ কিছু কাঁচামালের ওপর রপ্তানি নিয়ন্ত্রণও করবে। এ ছাড়া বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলাও করে দেশটি।

ট্রাম্প ঘোষণা দিয়ে রেখেছিলেন, যদি কোনো দেশ আরোপ করা নতুন শুল্কহারের পালটা প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের পণ্যে বাড়তি শুল্ক আরোপ করে, তাহলে তিনি আরও বেশি শুল্ক আরোপ করবেন। সে অনুযায়ীই চীনের পালটা শুল্ক আরোপের ঘোষণায় চীনের ওপর আরও ৫০ শতাংশ বাড়তি শুল্ক যোগ করেছে যুক্তরাষ্ট্র।

চীনের ওপর আরোপ করা ১০৪ শতাংশ শুল্ক প্রসঙ্গে ইউরেশিয়া গ্রুপ কনসালট্যান্সির ড্যান ওয়াং বলেন, বাস্তবতা হলো— ৩৫ শতাংশের বেশি শুল্ক আরোপ করা হলে চীনের ব্যবসাগুলো মার্কিন যুক্তরাষ্ট্র বা দক্ষিণ-পূর্ব এশিয়ায় পণ্য রপ্তানি করে কোনো মুনাফাই করতে পারবে না।

৩৫ শতাংশের বেশি শুল্ককে ‘কেবল প্রতীকী’ হিসেবে ধরা যায় বলে অভিমত ড্যানের। তিনি সতর্ক করে দিয়ে বলেন, বৈশ্বিক বাণিজ্যে যদি চীনের প্রবেশ বন্ধ হয়ে যায়, তাহলে দেশটির বার্ষিক প্রায় পাঁচ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা অর্জন করা কঠিন হবে।

ড্যান ওয়াং আরও বলেন, কোভিডের পর থেকে রপ্তানিই ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত প্রবৃদ্ধিতে অবদান রেখেছে। সুতরাং, রপ্তানি কমে গেলে চীনের প্রবৃদ্ধিতে ধাক্কা লাগবে।

ব্রোকারেজ প্রতিষ্ঠান কেসিএম ট্রেডের টিম ওয়াটারার বলেন, যেহেতু চীনের অর্থনীতি রপ্তানিনির্ভর, তাই এই ১০৪ শতাংশ শুল্ক চীনের জন্য দীর্ঘমেয়াদে টেকসই হবে না।

ওয়াটারার মনে করেন, চীন স্বল্পমেয়াদে এই চাপ সামলাতে পারবে। কিন্তু দীর্ঘমেয়াদে টিকে থাকতে হলে তাদের অর্থনীতিকে পুনর্গঠন করতে হবে, অর্থনীতির ভারসাম্য আনতে হবে।

অক্সফোর্ড ইকোনমিক্স কোম্পানির প্রধান অর্থনীতিবিদ লুইস লু বিবিসিকে বলেন, চীনাদের কাছ থেকে প্রতিশোধ ও পালটা প্রতিশোধের প্রতিক্রিয়াতেই পরিস্থিতি এই পর্যায়ে পৌঁছেছে।

সিঙ্গাপুরভিত্তিক এই অর্থনীতিবিদ বলেছেন, চীনের প্রতিশোধমূলক পদক্ষেপগুলো আনুপাতিক হতে পারে। তবে এটাও নির্দেশ করে যে বেইজিং বাণিজ্য আলোচনার দরজা খোলা রেখে চলেছে।

ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদেও বাণিজ্য নিয়ে যুদ্ধে জড়ায় চীন ও যুক্তরাষ্ট্র। এবার ফের দুই দেশের মধ্যে বাণিজ্য নিয়ে উত্তেজনা বাড়ছেই।

ট্রাম্পের নতুন শুল্কহার ঘোষণায় অবশ্য কেবল চীন নয়, গোটা বিশ্বের অর্থনীতিতেই অস্থিরতা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। এর মধ্যে বিশ্বের বড় বড় কয়েকটি পুঁজিবাজারে দরপতন শঙ্কা তৈরি করেছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ছাড়াও এশিয়ার পুঁজিবাজারেও ব্যাপক দরপতন দেখা দেয়। এর মধ্যে হংকংয়ের হ্যাং সেং সূচক একদিনেই ১৩ শতাংশ পড়ে গেছে, যা ১৯৯৭ সালের পর সবচেয়ে বড় পতন।

বিবিসি অবলম্বনে

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বাংলাভাষীদের ‘বাংলাদেশি’ বা ‘রোহিঙ্গা’ অপবাদ রাজনৈতিক উদ্দেশ্যে: মমতা

মমতা অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলা ভাষাভাষী মানুষকে ‘বাংলাদেশি’ বা ‘রোহিঙ্গা’ বলে অপবাদ দেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘তারা (কেন্দ্র সরকার) সব বাঙালিকে বাংলাদেশি বলছে। রোহিঙ্গারা তো মিয়ানমার থেকে এসেছে, তারা বাংলা বলবে কী করে? যারা এসব বলছে, তাদের এটা পর্যন্ত জানার ক্ষমতা নেই।’

২ দিন আগে

ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী ইউলিয়া

৩৯ বছর বয়সি ইউলিয়া ২০২০ সাল থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা ডেনিস স্যামিহালের স্থলাভিষিক্ত হলেন। স্যামিহাল এখন দেশটির প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব নেবেন। এই মন্ত্রণালয়টি একাধিক দুর্নীতির কেলেঙ্কারির মুখে পড়েছে।

২ দিন আগে

বিদেশি নির্বাচন নিয়ে মার্কিন কূটনীতিকদের মন্তব্য নিষিদ্ধ

বিশ্বের বিভিন্ন দূতাবাসে নিযুক্ত মার্কিন কূটনীতিকরা এখন থেকে আর ভিনদেশের নির্বাচন নিয়ে মতামত দিতে পারবেন না।

২ দিন আগে

বাংলাদেশে অনেক পরিমাণে ভিসা দেওয়া হচ্ছে: ভারত

দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বৃহস্পতিবার (১৭ জুলাই) এক প্রশ্নের উত্তরে বলেন, ‘আমরা তো (বাংলাদেশিদের) ভিসা দিচ্ছি। নানা কারণেই ভিসা দেওয়া হচ্ছে, অনেক পরিমাণে দেওয়া হচ্ছে।’

৩ দিন আগে