নেপালে মার্কিন কর্মকর্তার সঙ্গে তাসনিম জারার গোপনীয় বৈঠক

ডেস্ক, রাজনীতি ডটকম

নেপালের কাঠমান্ডুতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া ব্যুরোর সিনিয়র ব্যুরো কর্মকর্তা এরিক মেয়ারের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা প্রাতঃরাশ বৈঠক করেছেন। এরিক মেয়ার একজন অভিজ্ঞ কূটনীতিক, যিনি আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তানসহ দক্ষিণ ও মধ্যএশিয়ার বিস্তৃত অঞ্চলে যুক্তরাষ্ট্রের নীতি কার্যক্রম তদারকি করেন।

গত ১৭ আগস্ট এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে বুধবার (২০ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম নর্থইস্ট নিউজ এক প্রতিবেদনে জানায়।

জারা ১৭ আগস্ট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি-৩৭১) একটি ফ্লাইটে ঢাকা থেকে কাঠমান্ডু যান।

বাংলাদেশের নিরাপত্তা সংস্থার সূত্রের উদ্ধৃতি দিয়ে নর্থইস্ট নিউজ জানায়, এই সফর ছিল ‘মূলত গোপনীয়’ এবং তা হয়েছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের প্রত্যক্ষ উদ্যোগে।

নর্থইস্ট নিউজের প্রতিবেদন অনুসারে, এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা কাঠমান্ডুর একটি পাঁচ তারকা হোটেলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এই গুরুত্বপূর্ণ কর্মকর্তার সঙ্গে সকালে নাস্তা করেন। এই বৈঠক দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলে। যার পর আরও একটি বৈঠক হয় বলে ধারণা করা হচ্ছে। যদিও তাদের আলোচনার বিষয় সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

জারার সঙ্গে একই ফ্লাইটে ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

তারা হিন্দুকুশ হিমালয় পার্লামেন্টারিয়ান'স মিট-২০২৫ (The hindu Kush Himalaya parliamentarian's Meet 2025) আয়োজিত ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব, দুর্যোগ ঝুঁকি ও সংসদ সদস্যদের ভূমিকা’ শীর্ষক আলোচনায় অংশ নেন।

নর্থইস্ট নিউজ জানায়, এই বৈঠক বাংলাদেশে পরবর্তী নির্বাচন নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা এবং বিতর্কের পর প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের আসছে ফেব্রুয়ারিতে নির্বাচনের সময় ঘোষণা দেওয়ার মতো প্রেক্ষাপটে যথেষ্ট গুরুত্ব বহন করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশের কয়েকজন সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে নর্থইস্ট নিউজ জানায়, “বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে নির্বাচন নিয়ে অনিশ্চয়তার কারণে, মেয়ার এই বৈঠকে হয়তো ‘বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান পরিবর্তনের কারণ’ ব্যাখ্যা করেছেন।”

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

লিবিয়া থেকে ১৭৫ বাংলাদেশি দেশে ফিরেছেন

বাংলাদেশ দূতাবাস (লিবিয়া) বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসনের লক্ষ্যে স্থানীয় কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।

১ দিন আগে

গাজা সিটি দখলে ইসরায়েলি হামলা শুরু, নিহত ৮১

গাজায় খাদ্য, জ্বালানি ও ওষুধ সরবরাহ বন্ধ করে দেওয়া এবং লাগাতার সামরিক হামলার কারণে ভয়াবহ দুর্ভিক্ষ নেমে এসেছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) সতর্ক করেছে, ইসরায়েলের অবরোধ চলায় গাজায় অপুষ্টি মারাত্মকভাবে বেড়ে যাচ্ছে। সংস্থাটি বলেছে, “এটি কেবল ক্ষুধা নয়, এটি হচ্ছে অনাহার।”

১ দিন আগে

পুতিন চুক্তি করতে চাইবেন না— আশঙ্কা ট্রাম্পের

প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন এই 'সংঘাত' এর সমাধান করা 'কঠিন একটি কাজ'। তিনি এটিও স্বীকার করেছেন যে রাশিয়ার প্রেসিডেন্ট সম্ভবত সংঘাতের ইতি টানতে আগ্রহী নন।

২ দিন আগে

স্পেনে ভয়াবহ তাপপ্রবাহে ১৬ দিনে ১১ শতাধিক মানুষের মৃত্যু

৩ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত সময়ে মোট ১ হাজার ১৫০ জনের বেশি মানুষ মারা গেছে। সংস্থার ধারণা, এই অতিরিক্ত মৃত্যু মূলত অস্বাভাবিক উচ্চ তাপমাত্রার কারণে ঘটেছে।

২ দিন আগে