top ad image
top ad image
home iconarrow iconবিশ্ব রাজনীতি

ঝড়-বর্ষণে বিপর্যস্ত দিল্লি, ৩ সন্তানসহ নারীর মৃত্যু

ঝড়-বর্ষণে বিপর্যস্ত দিল্লি, ৩ সন্তানসহ নারীর মৃত্যু
প্রবল বর্ষণে অচল হয়ে পড়েছে দিল্লির জনজীবন। ছবি: পিটিআিই

প্রবল ঝড় ও ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের রাজধানী দিল্লিসহ এর আশপাশের এলাকা। এর মধ্যে দিল্লির দ্বারকায় প্রবল বাতাসে ঘরের ওপর একটি গাছ ভেঙে পড়লে এক নারী ও তার তিন সন্তান প্রাণ হারিয়েছেন।

এনডিটিভির খবরে বলা হয়েছে, প্রবল বর্ষণে দিল্লির বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে দ্বারকা, খানপুর, সাউথ এক্সটেনশন রিং রোড, মিন্টো রোড, লাজপত নগর ও মতিবাগের বিভিন্ন রাস্তাঘাট।

ক্ষয়ক্ষতি ও হতাহতের পাশাপাশি দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শুক্রবার (২ মে) সকালে দুই শতাধিক ফ্লাইট বিলম্বিত হয়েছে। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর আগে তিনটি ফ্লাইট আহমেদাবাদ ও জয়পুরে পাঠিয়ে দেওয়া হয়েছে। জয়পুরে ডাইভার্ট করা বিমানগুলোর মধ্যে একটি ব্যাঙ্গালোর-দিল্লি এবং আরেকটি পুনে-দিল্লি ফ্লাইট ছিল।

এদিকে প্রবল বাতাসের বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে পড়েছে। রেল।লাইনের ওপর গাছ পড়ার কারণে প্রায় ১৫ থেকে ২০টি ট্রেনও বিলম্বিত হয়েছে।

বৃহস্পতিবার শুরু হওয়া ঝড়বৃষ্টিতে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করতে পারেনি কর্তৃপক্ষ। বাসিন্দাদের যতটাসম্ভব ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ভারতের আবহাওয়া বিভাগ শনিবার (৩ মে) পর্যন্ত দিল্লিতে হলুদ সতর্কতা জারি করেছে। এ সময়ে ভারী বৃষ্টিপাত, বজ্রপাত ও তীব্র ঝোড়ো বাতাসের পূর্বাভাসও দেওয়া হয়েছে।

r1 ad
top ad image