এবার স্কুল ভবন ধসে রাজস্থানে ৪ শিশুর মৃত্যু, ধ্বংসস্তূপে আটকা ৪০

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ১৩: ২৫
ছবি: সংগৃহীত

ভারতের রাজস্থানে একটি স্কুল ভবন ধসে ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৭ জন। এছাড়া আরও অন্তত ৪০ শিক্ষার্থী ধ্বংসস্তূপে আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, আজ শুক্রবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে রাজ্যের ঝালাওয়ার জেলার মনোহর থানার পিপলোদি সরকারি বিদ্যালয় ভবনের ছাদ ধসে পড়লে এই দুর্ঘটনা ঘটে। 

ঝালাওয়ারের পুলিশ সুপার অমিত কুমার জানান, এখন পর্যন্ত ৪ শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করা গেছে। এ ঘটনায় আরও ১৭ শিশু আহত হয়েছে।

আহত শিশুদের প্রথমে মনোহর থানার হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে ১০ জনকে ঝালাওয়ার জেলার বড় হাসপাতালে স্থানান্তর করা হয় বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এদের মধ্যে ৩-৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে ছুটে আসেন। দুর্ঘটনাস্থলে অন্তত চারটি জেসিবি মেশিন এনে ধ্বংসস্তুপ সরানোর কাজ চলছে।

জেলা প্রশাসক ও দুর্যোগ ব্যবস্থাপনা দল ঘটনাস্থলে পৌঁছেছেন এবং উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

ঘটনার পর রাজস্থানের শিক্ষামন্ত্রী মদন দিলাওয়ার জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, যেন আহত শিশুদের চিকিৎসায় কোনো ঘাটতি না হয়।

তিনি জানান, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং কেন ভবনটি ধসে পড়লো তা খতিয়ে দেখা হবে। ''আমি জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি, যেন ক্ষতিগ্রস্ত পরিবারদের সর্বোচ্চ সহায়তা দেওয়া হয়।''

জানা যায়, বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল। বিষয়টি নিয়ে একাধিকবার অভিযোগ করা হলেও কর্ণপাত করেনি কেউ-ই। বিদ্যালয়টিতে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

শর্তহীন যুদ্ধবিরতির আহবান কম্বোডিয়ার

প্রতিবেশী দেশ থাইল্যান্ডের সঙ্গে সীমান্তে তুমুল লড়াইয়ের মধ্যে ‘অবিলম্বে’ যুদ্ধবিরতির আহবান জানিয়েছে কম্বোডিয়া।

১ দিন আগে

এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ২২১ এমপির চিঠি

এবার অবিলম্বে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যুক্তরাজ্য সরকারকে খোলা চিঠি লিখেছেন দেশটির ২০০ জনেরও বেশি সংসদ সদস্য।

১ দিন আগে

ইসরায়েলি হামলায় আরও ৮৯ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় একদিনে কমপক্ষে আরও ৮৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময়ে আহত হয়েছেন আরও সাড়ে চার শতাধিক মানুষ।

২ দিন আগে

ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে ফ্রান্স

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া হবে।

২ দিন আগে