অনাহারে ১০ জনসহ গাজায় আরও ১১০ প্রাণহানি

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় একদিনে আরও ১১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অনাহারে ১০ জন মারা গেছেন।

আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলয়া হয়, ত্রাণ সহায়তায় ইসরায়েলের অবরোধের কারণে গাজায় ভয়াবহ খাদ্য সংকট দেখা দিয়েছে। এমতাবস্থায় অনাহারে নতুন করে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ইসরায়েলি হামলায় একদিনে অন্তত আরও ১০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গতকাল বুধবার (১৩ জুলাই) ইসরাইলি হামলায় ৩৪ জন ত্রাণসহায়তা প্রার্থীসহ কমপক্ষে ১০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানান, খাদ্যের অভাবে ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে গাজায়। অনাহারে প্রতিনিয়ত মারা যাচ্ছে মানুষ। গতকাল (বুধবার) উপত্যকাজুড়ে অনাহারে আরও অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ২০ মাসে অপুষ্টিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১১১ জনে। এদের মধ্যে বেশিরভাগই গত কয়েক সপ্তাহে মারা গেছে।

এদিকে, গাজায় অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা নিশ্চিত করতে হবে জাতিসংঘসহ ১১১টি আন্তর্জাতিক সংস্থা একযোগে দাবি জানিয়েছে।

বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, গাজায় খাদ্য সংকট ভয়াবহ মাত্রায় পৌঁছেছে। উপত্যকার প্রায় এক তৃতীয়াংশ মানুষ দিনে একবারও খেতে পারছেন না। দ্রুত ত্রাণ না পেলে বিপুল সংখ্যক নারী-শিশু মারা যাবে।

অন্যদিকে, গাজার এমন অবস্থার দায় হামাসের ওপর-ই চাপিয়েছে ইসরাইল। দেশটির প্রেসিডেন্টের দাবি, তাদের সেনারা আন্তর্জাতিক আইন মেনেই চলছে। উল্টো হামাসই ত্রাণ পৌঁছাতে বাধা সৃষ্টি করছে। যদিও হামাস এই অভিযোগ অস্বীকার করে বলেছে, সংকটের মূল কারণ ইসরাইলি অবরোধ ও ত্রাণ কেন্দ্রের বাইরে হামলা।

যুক্তরাষ্ট্র ও ইসরাইল পরিচালিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) নামে একটি সংস্থা গত কয়েক সপ্তাহ ধরে গাজার কয়েকটি এলাকায় ত্রাণ সরবরাহ করছে। তবে ত্রাণ সহায়তা প্রার্থীদের ওপর প্রতিদিনই গুলি চালাচ্ছে ইসরাইলি বাহিনী। এতে এখন পর্যন্ত ৮ শতাধিক ক্ষুধার্ত ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

নেতৃত্ব পরিবর্তনের খবর ভিত্তিহীন: পাকিস্তানের সেনাপ্রধান

সাক্ষাৎকারে ফিল্ড মার্শাল মুনির পাকিস্তানের দীর্ঘ অভিজ্ঞতার কথা তুলে ধরেন, যেখানে দেশটি চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে। তিনি বলেন, ‘আমরা কোনো বন্ধুকে অন্যজনের জন্য বলি দেব না।’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকেই ওয়াশিংটনের সঙ্গে ইসলামাবাদ

১৮ ঘণ্টা আগে

ট্রাম্প এবার বসছেন জেলেনস্কির সঙ্গে, থাকছেন ইউরোপীয় মিত্ররাও

ন্যাটো মহাসচিব মার্ক রুট এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারসহ আরও কয়েকজন নেতা ওয়াশিংটনে জেলেনস্কির সঙ্গে যোগ দেবেন ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আয়োজিত এই বৈঠকে।

১ দিন আগে

যুদ্ধ থামাতে ক্রিমিয়া ও ন্যাটো ছাড়তে হবে ইউক্রেনকে: ট্রাম্প

পোস্টে ট্রাম্প বলেন, ‘ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি চাইলে প্রায় সঙ্গে সঙ্গেই রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে পারেন, অথবা লড়াই চালিয়ে যেতে পারেন।

১ দিন আগে

গাজায় ইসরায়েলি হামলায় ৪৭ জন নিহত, অনাহারে আরও ৭ জনের মৃত্যু

ইসরায়েলের অব্যাহত হামলায় গাজায় নিহতের সংখ্যা প্রায় ৬২ হাজারে পৌঁছেছে। এর মধ্যে শুধু গত ২৪ ঘণ্টায় অপুষ্টি ও অনাহারে আরও ৭ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে ।

১ দিন আগে