ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত যুক্তরাজ্যের, রাষ্ট্রদূতকে তলব

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রকাশ: ২১ মে ২০২৫, ০১: ১০
গাজায় নিরাপদ আশ্রয়ের সন্ধানে একটি পরিবার। ছবি: বিবিসি

গাজায় ‘অসহনীয়’ সামরিক অভিযানের জেরে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিতের পাশাপাশি দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে যুক্তরাজ্য। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি হাউজ অব কমন্সে জানিয়েছেন, তারা ইসরায়েলের সঙ্গে একটি নতুন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা স্থগিত করেছেন।

বিবিসির খবরে বলা হয়েছে, মঙ্গলবার (২০ মে) যুক্তরাজ্য এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। এ সিদ্ধান্তের ঘোষণা এমন সময়ে এলো যখন গাজায় অব্যাহত আক্রমণ বন্ধে ইসরায়েলের ওপর চাপ ক্রমেই বাড়ছে।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি সংসদকে বলেন, আমরা ২০৩০ দ্বিপাক্ষিক সম্পর্ক রোডম্যাপের আওতায় সহযোগিতার বিষয়টি পর্যালোচনা করব। নেতানিয়াহু সরকারের কর্মকাণ্ডই এ সিদ্ধান্তকে দরকারি করে তুলেছে।

ল্যামি বলছেন, ইসরায়েলের রাষ্ট্রদূতকে ফরেন অফিসে তলব করে জানানো হয়েছে, গাজায় ত্রাণ দেওয়ার ক্ষেত্রে ইসরায়েলের অবরোধ ‘অসমর্থনযোগ্য’। তার মতে, সেখানকার সংঘাত ‘অন্ধকারের একটি নতুন ধাপে’ প্রবেশ করেছে। গতকাল (সোমবার) ১০টিরও কম ত্রাণবাহী ট্রাককে গাজায় যেতে দেওয়া হয়েছে, যা অত্যন্ত ‘জঘন্য’।

ডেভিড ল্যামি বলেন, নেতানিয়াহুর সরকার ‘বিশ্বের চোখে ইসরায়েল রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করছে’। আমাদের প্রচেষ্টা সত্ত্বেও ইসরায়েল সরকারের জঘন্য কাজ ও কথাবার্তা অব্যাহত আছে।

ইসরায়েলের জনগণের উদ্দেশে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, গাজা যুদ্ধ আপনাদের সরকারের সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ করছে। বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার যুক্তরাজ্যের এই সিদ্ধান্তকে প্রয়োজনীয় করে তুলেছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু, অবরোধ এখনই শেষ করুন এবং গাজায় সাহায্য যেতে দিন।

এদিকে যুক্তরাজ্য সরকারের সিদ্ধান্তের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ও।

মুখপাত্র ওরেন মারমোরস্টেইন সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে লিখেছেন, বাইরের চাপ ইসরায়েলকে তার অস্তিত্ব রক্ষা ও যারা ইসরায়েলকে ধ্বংস করতে চায় সেই শত্রুদের বিরুদ্ধে নিরাপত্তা নিশ্চিত করার পথ থেকে সরাতে পারবে না।

ডেভিড ল্যামির বক্তব্যের আগে যুক্তরাজ্য সরকারের ওই আলোচনা একেবারেই অগ্রসর হয়নি উল্লেখ করে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ মুখপাত্র বলেন, যুক্তরাজ্য যদি ইসরায়েলবিরোধী মনোভাব ও অভ্যন্তরীণ রাজনীতির বিষয়টি বিবেচনায় নেওয়ার কারণে অর্থনীতির ক্ষতি করতে চায়, তাহলে সেটি দেশটির নিজের বিষয়।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

দ্রুত যুদ্ধবিরতির আলোচনা শুরু করবে রাশিয়া-ইউক্রেন: ট্রাম্প

রাশিয়া এবং ইউক্রেন অবিলম্বে যুদ্ধবিরতির জন্য আলোচনা শুরু করবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৯ মে) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোনে কথা বলার পর এ কথা জানান ট্রাম্প। তবে ক্রেমলিন জানিয়েছে, প্রক্রিয়াটিতে একটু সময় লাগতে পারে।

১ দিন আগে

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনির প্রাণহানি

ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের গাজায় কমপক্ষে আরও ৩৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলার জেরে নিহতের মোট সংখ্যা প্রায় ৫৩ হাজার ৫০০ জনে পৌঁছেছে। গত ১৮ মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে প্রায় ৩৩৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার পৃথকভাবে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা ও বার্তাসং

১ দিন আগে

ভারতীয় বিভিন্ন সংস্থার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা

ভারতীয় বিভিন্ন ভ্রমণ সংস্থার মালিক, প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতীয় এসব সংস্থা সচেতনভাবে অবৈধ অভিবাসনে সহায়তা করছে বলে অভিযোগ করেছে ওয়াশিংটন। খবর দ্য ইকোনোমিক টাইমসের।

১ দিন আগে

আজ ঢাকায় আসছেন নরওয়ের প্রতিমন্ত্রী

দুই দিনের সফরে আজ মঙ্গলবার (২০ মে) ঢাকা আসছেন নরওয়ের আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রী স্টাইন রেনাতে জেহিম। তার সফরে রোহিঙ্গা সমস্যা প্রাধান্য পাবে।

১ দিন আগে