বাঁধনের পাশে ঘুমালেন পান্না

আপডেট : ২০ আগস্ট ২০২৫, ০৪: ৪১

ঢাকার বনানী কবরস্থানে স্ত্রী আইরিন পারভীন বাঁধনের কবরের পাশে শনিবার রাতে সমাহিত করা হয়েছে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্নার মরদেহ।

রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতে পালানোর সময় পান্নার মৃত্যুর খবর নিয়ে বেশ কয়েকদিন চলছিল নানা রহস্য।

পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানায়, ময়না তদন্ত প্রতিবেদনে তাঁর মৃত্যুর কারণ হিসেবে শ্বাসরোধের কথা বলা হয়েছে। এ ছাড়া তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্নও রয়েছে।

পান্নার ঘনিষ্ঠ একাধিক সূত্র বলছে, বাংলাদেশ সীমান্ত পার হয়ে ওপার যাওয়ার পর দালাল ও দুর্বৃত্তরা পান্নাকে হত্যা করে টাকা ছিনিয়ে নেয়।

গত বৃহস্পতিবার মেঘালয় পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ আগস্ট পূর্ব জৈন্তিয়া পাহাড়ের একটি সুপারিবাগান থেকে পান্নার অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করা হয়। পিরোজপুরের কাউখালী উপজেলার বাসিন্দা ইসহাক আলী খান পান্না ১৯৯৪ সালে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হন। জনপ্রিয় এই ছাত্রনেতার স্ত্রী বাঁধন ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুন্নাহার হলের ভিপি ছিলেন, ক্যান্সার আক্রান্ত হয়ে ২০১৬ সালে তিনি মারা যান।

ad
ad

দৃশ্যমান থেকে আরও পড়ুন