জবি প্রতিবেদক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি আগামী অর্থবছর থেকে কার্যকর করাসহ তিন দফা দাবি পূরণে রাতভর সড়কে অবস্থান করেছেন শিক্ষার্থীরা।
অন্য দুটো দাবি হলো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করেই অনুমোদন করতে হবে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে।
বৃহস্পতিবার (১৫ মে) সরেজমিনে দেখা যায়, কেউ রাস্তার ওপর শুয়ে আছেন, কেউবা বসে আছেন। আবার কেউ অন্যকে উজ্জীবিত রাখতে স্লোগান দিচ্ছেন, কেউ আবৃতি করছে কবিতা- এভাবেই কাকরাইল মসজিদের সামনে ৩ দফা দাবিতে রাতভর অবস্থান নিয়েছেন জবি শিক্ষক-শিক্ষার্থীরা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের চলমান আন্দোলনের অবস্থান কর্মসূচিতে রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, শিবির, ছাত্রঅধিকার পরিষদ, ছাত্র ফ্রন্ট, বৈষম্যবিরোধীসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৫ শতাধিক সাধারণ শিক্ষার্থী সেখানে অবস্থান করছেন। শিক্ষার্থীরা বলছেন, ‘মার যখন খেয়েছি, মার আরও খাবো। তবুও অধিকার আদায় না করে ক্যাম্পাসে ফিরবো না।’
জবি শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, আমরা রাস্তায় যখন নেমেছি, রাস্তা থেকেই সব দাবির ফয়সালা হবে। সাধারণ শিক্ষার্থীদের পাশে সব ক্রিয়াশীল সংগঠনের পাশাপাশি ছাত্রদলও আন্দোলনে আছে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি আসাদুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের অধিকার আদায়ের আমরা সব সময় আপসহীন। পুলিশ আমাদের ভাই-বোনের ওপর নির্মমভাবে নির্যাতন করেছে। তারা এখন হাসপাতালে চিকিৎসাধীন, আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবো।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি আগামী অর্থবছর থেকে কার্যকর করাসহ তিন দফা দাবি পূরণে রাতভর সড়কে অবস্থান করেছেন শিক্ষার্থীরা।
অন্য দুটো দাবি হলো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করেই অনুমোদন করতে হবে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে।
বৃহস্পতিবার (১৫ মে) সরেজমিনে দেখা যায়, কেউ রাস্তার ওপর শুয়ে আছেন, কেউবা বসে আছেন। আবার কেউ অন্যকে উজ্জীবিত রাখতে স্লোগান দিচ্ছেন, কেউ আবৃতি করছে কবিতা- এভাবেই কাকরাইল মসজিদের সামনে ৩ দফা দাবিতে রাতভর অবস্থান নিয়েছেন জবি শিক্ষক-শিক্ষার্থীরা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের চলমান আন্দোলনের অবস্থান কর্মসূচিতে রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, শিবির, ছাত্রঅধিকার পরিষদ, ছাত্র ফ্রন্ট, বৈষম্যবিরোধীসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৫ শতাধিক সাধারণ শিক্ষার্থী সেখানে অবস্থান করছেন। শিক্ষার্থীরা বলছেন, ‘মার যখন খেয়েছি, মার আরও খাবো। তবুও অধিকার আদায় না করে ক্যাম্পাসে ফিরবো না।’
জবি শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, আমরা রাস্তায় যখন নেমেছি, রাস্তা থেকেই সব দাবির ফয়সালা হবে। সাধারণ শিক্ষার্থীদের পাশে সব ক্রিয়াশীল সংগঠনের পাশাপাশি ছাত্রদলও আন্দোলনে আছে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি আসাদুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের অধিকার আদায়ের আমরা সব সময় আপসহীন। পুলিশ আমাদের ভাই-বোনের ওপর নির্মমভাবে নির্যাতন করেছে। তারা এখন হাসপাতালে চিকিৎসাধীন, আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবো।
বৃহস্পতিবার টানা দ্বিতীয় দিনের মতো ঢাকার কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে দেখা গেছে আন্দোলনকারীদের কেউ কেউ রাস্তায় কাগজ বা কাপড় বিছিয়ে শুয়ে আছেন। কেউ বা বসে বা হেলান দিয়ে বিশ্রাম করছেন।
৪ দিন আগেআঘাত পেয়ে উপদেষ্টা বললেন, ‘যারা করেছে ভুল করেছে’। ‘যমুনামুখী রাজনীতি, চল চল যমুনায় চল এই মুভমেন্ট আমরা আর হতে দেব না,’ বলেন তথ্য উপদেষ্টা।
৪ দিন আগেরাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার সাম্য (২৫) হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
৫ দিন আগেসোহরাওয়ার্দী উদ্যানে সাম্য হত্যাকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রক্টরের সঙ্গে অসভ্য আচরণের ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
৫ দিন আগে