top ad image
top ad image
home iconarrow iconখবরাখবর

ঢাকা দক্ষিণের মেয়র ইশরাক, গেজেট প্রকাশ

ঢাকা দক্ষিণের মেয়র ইশরাক, গেজেট প্রকাশ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র হিসেবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নাম ঘোষণা করে গেজেট জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। পাঁচ বছর আগে ইশরাক এই সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থী হিসেবে পরাজিত হয়েছিলেন।

নির্বাচন কমিশন রোববার (২৭ এপ্রিল) ঢাকা দক্ষিণ সিটির নতুন মেয়রের এই গেজেট জারি করেছে। ইসি সূত্র বলছে, আদালতের নির্দেশনার ভিত্তিতেই এই গেজেট তারা জারি করেছে।

এই গেজেট জারির ফলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ নিতে ইশরাকের সামনে আর কোনো বাধা নেই। তবে ইশরাক জানিয়েছেন, গেজেট হলে দলীয় ফোরামে আলোচনা করে শপথের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন

এর আগে গত ২২ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ইশরাককে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করতে হবে কি না, এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত জানতে চেয়ে চিঠি দেয় নির্বাচন কমিশন (ইসি)। সেখানে থেকে ইতিবাচক সাড়া পাওয়ার পর সিইসি অন্যান্য কমিশনার ও কর্মকর্তাদের নিয়ে এক সভা করেন। ওই সভাতেই ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট জারির সিদ্ধান্ত হয়।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। দক্ষিণের নির্বাচনে ইশরাককে হারিয়ে মেয়র নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপস। নির্বাচনে ফজলে নূর পেয়েছিলেন চার লাখ ২৪ হাজার ৫৯৫ ভোট। ইশরাক পেয়েছিলেন দুই লাখ ৩৬ হাজার ৫১২ ভোট। ৫ আগস্টের পর অন্য সব স্থানীয় সরকার প্রতিনিধির মতো তাপসকেও অপসারণ করা হয়।

ওই নির্বাচনে ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে আদালতে মামলা করেন ইশরাক। মামলার শুনানি নিয়ে নির্বাচনের ফল বাতিল করে সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গত ২৭ মার্চ রায় দেন আদালত।

r1 ad
top ad image