top ad image
top ad image
home iconarrow iconখবরাখবর

শান্তি-শৃঙ্খলা রক্ষায় ধৈর্য নিয়ে দায়িত্ব পালনের নির্দেশ সেনাপ্রধানের

শান্তি-শৃঙ্খলা রক্ষায় ধৈর্য নিয়ে দায়িত্ব পালনের নির্দেশ সেনাপ্রধানের
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি : সংগৃহীত

নির্বাচিত সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করতে সেনা সদস্যদের প্রতি নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সাভার ক্যান্টনমেন্টে ফায়ারিং প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সেনাপ্রধান বলেন, যতদিন না নির্বাচিত সরকার পাচ্ছি, ততদিন শান্তি-শৃঙ্খলা রক্ষায় আমাদের কাজ করে যেতে হবে। দায়িত্ব পালনের সময় উশৃঙ্খল কাজ করা যাবে না। এদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। যতটুকু না করলেই না, ততটুকু বল প্রয়োগ করে কাজ করতে হবে।

সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে ওয়াকার-উজ-জামান বলেন, আমরা ভেবেছিলাম যে দ্রুত কাজ শেষ করে ক্যান্টনমেন্টে ফিরে যাব। কিন্তু একটু বেশি সময় ধরে কাজ করে যেতে হচ্ছে। ফলে আমাদের ধৈর্য ধরে রাখতে হবে। পেশাদারিত্বের সঙ্গে দেশ ও জাতির জন্য কাজ করে যেতে হবে।

অনুষ্ঠানে সেনাপ্রধান ফায়ারিং প্রতিযোগিতায় শ্রেষ্ঠ তিন ফায়ারারকে সেনাবাহিনীর শ্রেষ্ঠ ফায়ারিং পুরস্কার প্রদান করেন। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ৩৩ পদাতিক ডিভিশন, রানার-আপ হয় ৭ পদাতিক ডিভিশন।

সেনাপ্রধান বলেন, একজন সেনা সদস্যের পেশাগত উৎকর্ষ অর্জনে ফায়ারিংয়ের দক্ষতা অত্যন্ত জরুরি। এটি মৌলিক প্রশিক্ষণের অবিচ্ছেদ্য অংশ। প্রতিবছর এ প্রতিযোগিতা সেনা সদস্যদের কাঙ্ক্ষিত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে, ৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মঈন খানসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণ শেষে সেনা সদস্যদের উৎসাহ দিতে সেনাপ্রধান নিজেও ফায়ারিংয়ে অংশ নেন।

r1 ad
top ad image