ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ে ২০ হাজার কোটি টাকার আমানতের মাইলফলক

বিজ্ঞপ্তি
প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১৭: ৪৬

এজেন্ট ব্যাংকিংয়ে ২০ হাজার কোটি টাকা আমানত সংগ্রহ করে নতুন মাইলফলক স্থাপন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ব্যাংকটির এ সাফল্য দেশের এজেন্ট ব্যাংকিং চ্যানেলে মোট আমানতের প্রায় ৪২ শতাংশ, যা এই খাতে সর্বোচ্চ।

২০১৭ সালে কার্যক্রম শুরু করে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং। প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনতে ব্যাংকটির এই উদ্যোগ দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে। বর্তমানে ৫৩ লাখের বেশি গ্রাহক রয়েছে, যাদের অর্ধেকই নারী এবং সিংহভাগ গ্রামীণ এলাকার বাসিন্দা।

ব্যাংকটির তথ্য অনুযায়ী, প্রতিদিন গড়ে ১ হাজার কোটির বেশি লেনদেন হচ্ছে এজেন্ট ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে।

এছাড়া, প্রবাসী আয় বিতরণেও এজেন্ট ব্যাংকিংয়ে শীর্ষে রয়েছে ইসলামী ব্যাংক। ২০২৪ সালে এ মাধ্যমে ব্যাংকটি ১৫ হাজার ৩৫২ কোটি টাকার রেমিট্যান্স আহরণ করেছে, যা এ খাতের মোট রেমিট্যান্সের ৫৪ শতাংশের বেশি। ২০২৫ সালের জুন পর্যন্ত এই পরিমাণ দাঁড়িয়েছে ৮ হাজার ৯৮৪ কোটি টাকা।

বর্তমানে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং দেশের ৪৭২টি উপজেলায় ২ হাজার ৭৯১টি আউটলেটের মাধ্যমে পরিচালিত হচ্ছে। অধিকাংশ আউটলেটই প্রত্যন্ত গ্রামীণ এলাকায় অবস্থিত, যেখানে প্রচলিত ব্যাংকিং সেবা পৌঁছায় না।

ব্যাংকটির পল্লী উন্নয়ন প্রকল্প (আরডিএস)–এর আওতায় ১৩৫টি আউটলেট থেকে ৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ সুবিধা দেওয়া হচ্ছে, যা গ্রামীণ উদ্যোক্তা তৈরিতে সহায়ক ভূমিকা রাখছে।

ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, শরীয়াহভিত্তিক পরিচালনা, স্বচ্ছতা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং গ্রাহকবান্ধব সেবা তাদের এ সাফল্যের মূল ভিত্তি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ফাঁস হওয়া ফোনালাপ সাক্ষ্য হিসেবে উপস্থাপন করা হবে : প্রসিকিউটর

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম কয়েকটি গণমাধ্যমকে এ কথা বলেন। এদিন সকালে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি আই ও বিবিস বাংলা জুলাই অভ্যুত্থানে পুলিশি হত্যাকাণ্ড নিয়ে ‘অনুসন্ধান প্রতিবেদন’ প্রকাশ করে।

৩ ঘণ্টা আগে

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও পরিবারের ৫৭৬ কোটি টাকা ফ্রিজ

বুধবার (৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ এ তথ্য জানান।

৩ ঘণ্টা আগে

ডেঙ্গুতে ৪০৬ জন হাসপাতালে, মৃত্যু ১

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে ৭৮ জন ছাড়াও ঢাকা বিভাগে ৬৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৬ জন, খুলনা বিভাগে ৩৫ জন, রাজশাহী বিভাগে ৩১ জন, রংপুর বিভাগে ৫ জন, ময়মনসিংহ বিভাগে ৪ জন এবং সিলেট বিভাগে ২ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

৪ ঘণ্টা আগে

পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি

প্রজ্ঞাপনে বলা হয়, অতিরিক্ত ডিআইজিদের মধ্যে পুলিশ সদর দপ্তরের রেবেকা সুলতানাকে সিআইডিতে, রাজশাহীর সারদার ফয়সল মাহমুদকে সিলেট রেঞ্জে, এটিইউয়ের মো. আশরাফুল ইসলামকে পুলিশ সদর দপ্তরে, পুলিশ সদর দপ্তরের ফারুক আহমেদকে এপিবিএন হেডকোয়ার্টার্সে এবং এসবির মো. মিজানুর রহমানকে ঢাকার টিডিএসে বদলি করা হয়েছে।

৪ ঘণ্টা আগে