সাবেক সিইসি নুরুল হুদা এবারও ৪ দিনের রিমান্ডে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রকাশ: ২৭ জুন ২০২৫, ১৮: ৫০

শেরেবাংলা নগর থানার রাষ্ট্রদ্রোহিতা ও নির্বাচনে অনিয়মের মামলায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নুরুল হুদাকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আগেও আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

শুক্রবার (২৭ জুন) ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আওলাদ হোসাইন মুহাম্মদ জোনায়েদের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

প্রথম দফার চার দিনের রিমান্ড শেষে এ দিন মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) শামসুজ্জোহা সরকার আরও ১০ দিনের রিমান্ড আবেদন করেন। নতুন করে তিনটি ধারা যুক্ত করে এই আবেদন করে রাষ্ট্রপক্ষ। আসামিপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে জানান, সাবেক সিইসি নুরুল হুদা পাতানো নির্বাচন করে সরকারি অর্থ আত্মসাৎ করেছেন। ভোটারদের সঙ্গে প্রতারণা করেছেন। এসব বিষয়ে আরও জিজ্ঞাসাবাদের জন্য তাকে আবার রিমান্ডে নেওয়া প্রয়োজন।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বিরোধিতা করে জামিন চান। শুনানি শেষে আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এই মামলায় গত সোমবারও নূরুল হুদাকে ১০ দিনের রিমান্ডে চেয়েছিল পুলিশ। সেদিন শুনানি নিয়ে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে গত রোববার (২২ জুন) সন্ধ্যার দিকে ‘মব’ তৈরি করে নূরুল হুদাকে হেনস্তার পর পুলিশে সোপর্দ করা হয়। পরে পুলিশ জানায়, বিএনপির করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

'প্রহসনের নির্বাচন' করার অভিযোগে গত রোববারই ২৪ জনের নাম উল্লেখ করে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাহ উদ্দিন খান। মামলায় সাবেক সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ, কে এম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়ালকে আসামি করা হয়।

এ মামলায় হাবিবুল আউয়ালকে বুধবার (২৫ জুন) গ্রেপ্তার করা হয়। মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করে বৃহস্পতিবার (২৬ জুন) আদেশ দেন আদালত।

এদিকে সবশেষ ওই তিন 'বিতর্কিত' জাতীয় নির্বাচনে সিইসিসহ নির্বাচন কমিশনের কর্মকর্তা এবং পুলিশ-প্রশাসনের সংশ্লিষ্টদের ভূমিজা তদন্তে একটি কমিটি গঠন করে দিয়েছে সরকার৷ হাইকোর্টের সাবেক এক বিচারপতির নেতৃত্বে গঠিত কমিটিকে সেপ্টেম্বরের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটের ৫ম তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

৪ ঘণ্টা আগে

৬১ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে থাকা ৬১ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মার্কিন প্রশাসন।

৬ ঘণ্টা আগে

রাজধানীতে আ. লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

গ্রেপ্তাররা হলেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের ৩১নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক এস এম জালাল, ৩৩নং ওয়ার্ডের ২নং ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শিবলু (৪৮), কুমিল্লা জেলা আওয়ামী লীগের ১৩নং কার্যনির্বাহী সদস্য আফজালুন নেছা হাসান বাসেত (৪৫), কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের যুগ্

১৮ ঘণ্টা আগে

রাত ১০টার মধ্যে হলে না ঢুকলে সিট বাতিল— ছাত্রীদের হুঁশিয়ারি চবির সহকারী প্রক্টরের

চবির একাধিক শিক্ষার্থী জানান, বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে প্রক্টরিয়াল বডির টহলরত একটি গাড়ি থেকে ছাত্রীদের উদ্দেশে এ হুঁশিয়ারি দেওয়া হয়। এ সময় একজন সহকারী প্রক্টর উচ্চ স্বরে বলেন, সব মেয়েরা রাত ১০টার মধ্যে হলে ফিরে যাও। কেউ যদি ১০টা ১ মিনিটেও বাইরে থাকে, তাহলে তার সিট বাতিল করে দেওয়া হবে।

১৯ ঘণ্টা আগে