top ad image
top ad image
home iconarrow iconখবরাখবর

সিরিজ বাঁচাতে সোমবার মাঠে নামছে বাংলাদেশ

সিরিজ বাঁচাতে সোমবার মাঠে নামছে বাংলাদেশ

সিরিজ বাঁচানো, হোয়াইটওয়াশ এড়ানো—চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের সামনে মোটা দাগে বড় দুই চ্যালেঞ্জ। প্রতিপক্ষ জিম্বাবুয়ে। দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে হারায় সিরিজ জেতার সম্ভাবনা নেই বাংলাদেশের।

বাংলাদেশ সময় সোমবার সকাল ১০টায় শুরু হওয়া ম্যাচটি রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি সরাসরি সম্প্রচার করবে।

বাংলাদেশ জিতলে ড্র হবে সিরিজ। আর হারলে ঘরের মাঠে জিম্বাবুয়ের কাছে হোয়াইটওয়াশ। ম্যাচ যদি ড্র হয়, তাতেও সিরিজ নিজেদের করে নেবে সফরকারীরা। এমন সব সমীকরণ নিয়ে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়।

ম্যাচের আগে বাংলাদেশ দলে এসেছে একাধিক পরিবর্তন। প্রায় তিন বছর বিরতির পর জাতীয় দলে ডাক পেলেন এনামুল হক বিজয়। তার সঙ্গে ডাক পড়েছে আরেক ক্রিকেটার তানভীর ইসলামের। পিএসএল খেলতে পাকিস্তান যাওয়ায় দ্বিতীয় টেস্টের দলে নেই পেসার নাহিদ রানা।

মাঠ ও মাঠের বাইরে, কোথাও সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ দলের। হতাশ হয়ে পড়েছেন ভক্ত-সমর্থকরা। বাংলাদেশ কোচ ফিল সিমন্স অবশ্য বলছেন, ধৈর্য ধরতে। ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে সিমন্স বলেন, ‘আমি বলব ধৈর্য ধরতে। আমি জানি, ক্রিকেটের প্রতি এ দেশের মানুষের প্যাশন কতটা। আমি অনুরোধ করব তাদের, কারণ আমরা চেষ্টা করছি সঠিক জায়গায় সঠিক কাজটা করতে। মাঠে আরও ভালো করতে।’

সিলেট টেস্টে হারের অন্যতম কারণ ব্যাটিংয়ের দুর্দশা। অন্যতম না বলে মূল কারণ বললে ভুল হবে না। ঘরের মাঠের উইকেটে জিম্বাবুয়ের বোলারদের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং। দুই ইনিংসেই ব্যাটারদের ব্যর্থতার খেসারত দিতে হয়েছে ম্যাচ হেরে। সিমন্সও মেনে নিয়েছেন সেটি। ব্যাটিং ব্যর্থতার কথা অকপটে স্বীকার করেছেন। তবে, আশা করছেন দ্বিতীয় টেস্টে জ্বলে উঠবেন ব্যাটাররা।

জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিন আবার সিরিজ জয় ছাড়া অন্যকিছু ভাবতে চান না। সংবাদ সম্মেলনে আরভিন বলেছেন, ‘আমরা অতিরিক্ত প্রত্যাশা করছি না। প্রত্যাশার চাপ নিয়ে খেলতে চাই না। আমাদের কাজ যেটা, মাঠে তা করতে চাই। সিরিজ জিততেই খেলব।’

সিরিজ শুরুর আগেও যা ছিল অপ্রত্যাশিত, এক ম্যাচের এখন সেটিই দিনের আলোর মতো পরিষ্কার। বাংলাদেশের মাঠে বাংলাদেশ নামবে সিরিজ বাঁচাতে, যেখানে জিম্বাবুয়ের সামনে জেতার সুযোগ।

বাংলাদেশের স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।

r1 ad
top ad image