৫ দিনব্যাপী চতুর্থ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্র উৎসব শুরু ২৭ মে

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রকাশ: ২২ মে ২০২৫, ১৯: ২৬

চলতি মে মাসের শেষে সময়ে দেশজুড়ে শুরু হচ্ছে তরুণ চলচ্চিত্র নির্মাতাদের এক বহুমাত্রিক যাত্রা। বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের উদ্যোগে আয়োজিত ‘চতুর্থ বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্র চলচ্চিত্র উৎসব ২০২৫’ অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৭ থেকে ৩১ মে ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে। উৎসবে প্রদর্শিত হবে মোট ৮৯টি চলচ্চিত্র, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক কাজ এসেছে নতুন প্রজন্মের নির্মাতাদের হাত ধরে।

এই উৎসবে বিশেষভাবে দৃষ্টি কেড়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নির্মিত ৮টি স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্র। বিষয়বস্তুর বৈচিত্র্য, নির্মাণশৈলীর গভীরতা এবং চিন্তার দৃষ্টিকোণ থেকে এই চলচ্চিত্রগুলো পেয়েছে আলাদা গুরুত্ব।

শুরুর দিকেই রয়েছে সায়দুস সালেহীন জায়েম পরিচালিত ‘কালাপাথর’, যেখানে মানুষের সীমাহীন লোভ এবং প্রকৃতির সঙ্গে সংঘাতের ভয়াবহ পরিণতি উঠে এসেছে এক রূঢ় অথচ অনিবার্য বাস্তবতায়। এই চলচ্চিত্রটি ইতিমধ্যেই বিউপি চলচ্চিত্র উৎসবে পুরস্কার অর্জন করেছে।

আহসাবুল ইয়ামিনের ‘যায় যায় দিন’ এক নিঃসঙ্গ ছাত্রের গল্প, যিনি করোনাকালীন লকডাউনে আটকে পড়েন ছাত্রাবাসে। নিঃশব্দ সেই সময়ের মাঝে তার একাকিত্ব ও অস্তিত্বের প্রশ্ন তৈরি করে এক গভীর আত্মজৈবনিক প্রভাব।

মোহীন রাখাইনের ‘A Snail Without Shell’ আমাদের নিয়ে যায় গারো পাহাড়ে, উচ্ছেদের মুখে পড়া এক বৃদ্ধ দম্পতির জীবনে—যাঁরা অপেক্ষা করছেন দূর সম্পর্কের নাতির জন্য, ঠিক যেন শেষ আলোটুকু ধরে রাখার চেষ্টা। এই দুটি চলচ্চিত্রই প্রযোজনা করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অভিনেতা মনোজ প্রামাণিক, তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান মনপাচিত্র-এর ব্যানারে। উল্লেখ্য যে, ‘যায় যায় দিন’ ও ‘A Snail Without Shell’ দেশে ও বিদেশে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত ও প্রশংসিত হয়েছে।

এক ব্যতিক্রমী নির্মাণ ইউসুফ কোরাইশির ‘লাশ’, যেখানে একটি মৃতদেহের কাহিনিকে ঘিরে সমাজের নৈতিকতা, অবকাঠামোর দুর্বলতা এবং মানবিকতার সংকটকে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে উপস্থাপন করা হয়েছে।

চলচ্চিত্র তালিকায় নতুন সংযোজন ‘সাউন্ড অফ সাইলেন্স’—যা যৌথভাবে নির্মাণ করেছেন সৌমিক বক্সি দীপ্ত, ইরফানুল হক, সানজিদা স্বর্ণা ও পিয়াল সরকার। এক ব্যক্তি খরগোশ খাওয়ার পর থেকে কানে শুনতে না পারার অভিজ্ঞতা ধীরে ধীরে তাকে মানসিকভাবে ভেঙে ফেলে। শ্রবণশক্তির অবক্ষয় এখানে হয়ে ওঠে এক প্রকার অস্তিত্ব সংকট, যা গা ছমছমে ও বিমূর্ত এক পরিণতির দিকে দর্শককে টেনে নিয়ে যায়।

ইকবাল হাসান খানের প্রামাণ্যচিত্র ‘বাড়ি ফিরে বুদ্ধ’-তে দেখা যায় বান্দরবানের এক পাহাড়ি বিহারে এক মারমা শিশু সিদ্ধার্থের আত্ম-অনুসন্ধান। সে যখন শ্রমণ জীবনের পথে পা রাখে, তার চোখে ধরা দেয় এক অদৃশ্য ভেতরের বুদ্ধ—এই গল্প হয়ে ওঠে আত্মপরিচয়ের, নীরবতার এবং আধ্যাত্মিক জাগরণের এক অনন্য প্রতিফলন।

গোলাম মুনতাকিমের ‘যন্তর’, প্রযোজনায় অভীক চন্দ্র তালুকদার, তুলে ধরে এক পোল্ট্রি ফিড কারখানার শ্রমিকদের জীবন—যেখানে মানুষ ও মেশিনের সম্পর্ক, পরিশ্রম ও যন্ত্রণা, যেন এক অদৃশ্য প্রেক্ষাপটে সংঘর্ষ তৈরি করে।

সবশেষে, রয়েছে ইশতিয়াক জিহাদ পরিচালিত ‘Whisper of the Ink’। জুলাই বিপ্লব চলাকালে কারফিউর মধ্যে একজন কার্টুনিস্টের স্ত্রীর প্রসব ব্যথা শুরু হয়, আর সেই ভয়াবহ পরিস্থিতিতে কীভাবে তাঁরা হাসপাতালে পৌঁছাবেন, সেটিই গড়ে তোলে এই থ্রিলিং মানবিক কাহিনির মূল বাঁক।

এছাড়াও, একই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ফজলে হাসান শিশিরের সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘ঝিড়িপথ পেড়িয়েও’ উৎসবে জায়গা করে নিয়েছে।

এই আয়োজন শুধু এক উৎসব নয়—বরং তরুণদের কণ্ঠে দেশের গল্প বলার এক মুক্ত মঞ্চ। যেখানে লুকিয়ে আছে বাংলার পাহাড়-সমতল, শহর-গ্রাম, শোক-প্রতীক্ষা আর অন্তর্লোকের সবকিছু। এই চলচ্চিত্রগুলো প্রমাণ করে, নতুন প্রজন্ম শুধু ক্যামেরা নয়, গল্প বলার ভঙ্গিমাও বদলে দিচ্ছে—নিরীক্ষা, আবেগ আর প্রতিশ্রুতির সীমানা ছুঁয়ে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

৩১ মে ঢাকায় আসছেন চীনা বাণিজ্যমন্ত্রী

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, চীনা বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও’য়ের নেতৃত্বে ১৫০ ব্যবসায়ী প্রতিনিধি দল আগামী ৩১ মে থেকে ২ জুন ঢাকা সফর করবেন। প্রতিনিধি দল ঢাকা সফরকালে বিডা আয়োজিত এক সেমিনারে যোগ দেবেন। এ ছাড়া জয়েন্ট ইকোনমিক কমিটির বৈঠকে যোগ দেবে প্রতিনিধি দল। একইসঙ্গে বাংলাদেশের বেশ কয়েকটি

৫ ঘণ্টা আগে

শাওন-ডিবি হারুনসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সৎ মায়ের দায়ের করা মামলায় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

৬ ঘণ্টা আগে

শিক্ষকদের দাবির মুখে সরে দাঁড়ালেন কুয়েটের অন্তর্বর্তীকালীন উপাচার্য

এর আগে গত ১ মে শিক্ষা মন্ত্রণালয় চুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক মো. হযরত আলীকে কুয়েটের অন্তর্বর্তীকালীন উপাচার্য পদে নিয়োগ দেয়। শিক্ষক-শিক্ষার্থীদের পালটাপালটি আন্দোলন চলাকালে গত ১৯ মে তিনি দাপ্তরিক কাজে ঢাকায় যাওয়ার কথা বলে ক্যাম্পাস ছেড়েছিলেন।

৭ ঘণ্টা আগে

১ জুলাই থেকে মহার্ঘ ভাতা কার্যকর

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন হারে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। আগামী ১ জুলাই থেকে নতুন হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। বৃহস্পতিবার (২২ মে) সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন হারে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে অর্থ মন্ত্রণালয়।

৮ ঘণ্টা আগে