দেশে স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রকাশ: ২০ মে ২০২৫, ০৯: ২৬
প্রতীকী ছবি

স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে। গতকাল সোমবার বিষয়টি ফোন কলের মাধ্যমে নিশ্চিত করা হয়। মঙ্গলবার (২০ মে) সকালে প্রতিষ্ঠানটির এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে তথ্যটি প্রকাশ করা হয়। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্টারলিংক অফিসিয়ালি বাংলাদেশের বাজারে প্রবেশ করেছে। সোমবার বিকেলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ফোন কলের মাধ্যমে তাকে এই তথ্য জানানো হয় এবং আজ সকালে তাদের এক্স হ্যান্ডেলে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ফয়েজ আহমদ তৈয়্যব জানান, শুরুতে স্টারলিংক দুটি প্যাকেজ চালু করবে—স্টারলিংক রেসিডেন্স এবং রেসিডেন্স লাইট। মাসিক খরচ যথাক্রমে ৬ হাজার ও ৪২০০ টাকা। তবে সেটআপের জন্য এককালীন ৪২ হাজার টাকা খরচ হবে। এখানে স্পিড বা ডাটা লিমিট নেই। গ্রাহকরা সর্বোচ্চ ৩০০ এমবিপিএস গতিতে আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন।

তিনি আরও জানান, বাংলাদেশের গ্রাহকরা আজ থেকেই অর্ডার দেওয়ার সুযোগ পাবেন। এর মাধ্যমে ৯০ দিনের মধ্যে যাত্রার সূচনা নিয়ে প্রধান উপদেষ্টার প্রত্যাশা পূরণ হলো।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, খরচ স্বল্প হলেও এটি প্রিমিয়াম গ্রাহকদের জন্য উচ্চমান ও উচ্চগতির ইন্টারনেট সেবার একটি টেকসই বিকল্প হিসেবে প্রতিষ্ঠিত হবে। পাশাপাশি যেসব অঞ্চলে এখনও ফাইবার বা দ্রুতগতির ইন্টারনেট পৌঁছায়নি, সেখানে ব্যবসা সম্প্রসারণের সুযোগ তৈরি হবে। এছাড়া এনজিও, ফ্রিল্যান্সার ও উদ্যোক্তারা সারাবছর নিরবচ্ছিন্ন ও দ্রুতগতির ইন্টারনেটের সুবিধা পাবেন।

তিনি আরও জানান, এই সফলতায় প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য, বাংলাদেশে যাত্রা শুরু করে স্টারলিংক দক্ষিণ এশিয়ার নতুন বাজারে প্রবেশ করেছে, যা দেশের প্রত্যন্ত অঞ্চলেও উচ্চগতির ইন্টারনেট সেবা পৌঁছানোর নতুন সম্ভাবনার দিগন্ত খুলে দিয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বাড়ি ফিরল মাইলস্টোনের দুই শিক্ষার্থী, ৪ জনের অবস্থা আশঙ্কাজনক

এদিকে বার্ন ইনস্টিটিউট থেকে জানানো হয়েছে, এই ঘটনায় এখনও চারজন শঙ্কাটাপন্ন অবস্থায় রয়েছে। শনিবার দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দীন।

১৩ ঘণ্টা আগে

চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা

একই প্রসঙ্গ টেনে বৈঠক থেকে বের হয়ে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, প্রধান উপদেষ্টা আমাদেরকে জানান, আগামী অল্প কয়েকদিনের মধ্যে জুলাই সনদের সঙ্গে নির্বাচন কবে হবে এবং প্রক্রিয়া কী হবে, এ নিয়ে অফিসিয়াল ব্রিফিং করে ওনার তরফ থেকে জাতির জন্য পরিষ্কার করে

১৪ ঘণ্টা আগে

কেবল আইন দিয়ে হবে না, মানবাধিকারের সংস্কৃতি গড়ে তুলতে হবে: আসিফ নজরুল

তিনি আরও বলেন, মানবাধিকারের বিষয়ে সবার উপলব্ধি লাগবে, আত্মশুদ্ধি লাগবে। আমাদের আগে আত্মসমালোচনা করতে হবে। এগুলোর সঙ্গে যখন আমরা আইনগত পরিবর্তন করবো, প্রাতিষ্ঠানিক পরিবর্তন করবো, তখন একটা সত্যিকার অর্থে পরিবর্তন আসতে পারে।

১৫ ঘণ্টা আগে

ডেঙ্গু কাড়ল আরও ৩ প্রাণ, হাসপাতালে ভর্তি ৩৩১

এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন করে বরিশাল বিভাগে ১৩২ জন, চট্টগ্রাম বিভাগে ৩০ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৭৩ জন, ঢাকা উত্তর সিটিতে ২৮ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৪৭ জন, খুলনা বিভাগে ১৮ জন ও ময়মনসিংহ বিভাগে ৩ জন ভর্তি হয়েছেন।

১৫ ঘণ্টা আগে