প্রতিবেদক, রাজনীতি ডটকম
অর্থ আত্মসাতসহ বিভিন্ন অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদের বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও তার পরিবারের সদস্যদের তলব করেছে দুর্নীতি দমন কমিশন বা দুদক ।
মঙ্গলবার এ বিষয়ে একটি চিঠি পাঠানো হয়েছে বলে দুদকের একজন কর্মকর্তা জানিয়েছেন। এতে আগামী ২৫ ও ২৬ মে তাদের সংস্থার প্রধান কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়েছে।
এর মধ্যে প্রথম দিন অর্থাৎ ২৫ মে সোবহান, তার স্ত্রী, বড় ছেলে ও তার স্ত্রীকে হাজির হতে বলা হয়েছে। আর বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর ও তার স্ত্রীসহ আরও কয়েকজনকে ডাকা হয়েছে।
এর আগে গত বছর ডিসেম্বরেই বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্প গোষ্ঠী বসুন্ধরা গ্রুপের মালিকদের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার ও কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়াই অর্থ সরানোসহ বিভিন্ন অভিযোগ সম্পর্কে বহুমুখী অনুসন্ধান করেছিলো সরকারের বিভিন্ন সংস্থা। এসব অনুসন্ধান শেষ হলে তার ভিত্তিতে গ্রুপটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তখন জানিয়েছিলেন সংশ্লিষ্টরা।
শেখ হাসিনা সরকারের পতনের পর পাঁচই সেপ্টেম্বরে পুলিশের সিআইডি বসুন্ধরা চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের ঘোষণা দেয়।
সিআইডির ওই বিজ্ঞপ্তিতে তখন সায়েম সোবহান আনভীরকে ‘দেশের সোনা চোরাচালান সিন্ডিকেটের অন্যতম নিয়ন্ত্রক’ বলে উল্লেখ করা হয়েছিলো।
।
অর্থ আত্মসাতসহ বিভিন্ন অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদের বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও তার পরিবারের সদস্যদের তলব করেছে দুর্নীতি দমন কমিশন বা দুদক ।
মঙ্গলবার এ বিষয়ে একটি চিঠি পাঠানো হয়েছে বলে দুদকের একজন কর্মকর্তা জানিয়েছেন। এতে আগামী ২৫ ও ২৬ মে তাদের সংস্থার প্রধান কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়েছে।
এর মধ্যে প্রথম দিন অর্থাৎ ২৫ মে সোবহান, তার স্ত্রী, বড় ছেলে ও তার স্ত্রীকে হাজির হতে বলা হয়েছে। আর বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর ও তার স্ত্রীসহ আরও কয়েকজনকে ডাকা হয়েছে।
এর আগে গত বছর ডিসেম্বরেই বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্প গোষ্ঠী বসুন্ধরা গ্রুপের মালিকদের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার ও কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়াই অর্থ সরানোসহ বিভিন্ন অভিযোগ সম্পর্কে বহুমুখী অনুসন্ধান করেছিলো সরকারের বিভিন্ন সংস্থা। এসব অনুসন্ধান শেষ হলে তার ভিত্তিতে গ্রুপটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তখন জানিয়েছিলেন সংশ্লিষ্টরা।
শেখ হাসিনা সরকারের পতনের পর পাঁচই সেপ্টেম্বরে পুলিশের সিআইডি বসুন্ধরা চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের ঘোষণা দেয়।
সিআইডির ওই বিজ্ঞপ্তিতে তখন সায়েম সোবহান আনভীরকে ‘দেশের সোনা চোরাচালান সিন্ডিকেটের অন্যতম নিয়ন্ত্রক’ বলে উল্লেখ করা হয়েছিলো।
।
দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান শুরুর পর থেকে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি/ব্যক্তিরা স্থাবর সম্পত্তি অন্যত্র হস্তান্তর, স্থানান্তর, বন্ধক বা বেহাত করার জন্য বিভিন্ন প্রচেষ্টা করছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযোগের সাথে সংশ্লিষ্ট স্থাবর সম্পত্তিগুলো অবিলম্বে ক্রোক করা আবশ
৯ ঘণ্টা আগে