‘জাতীয় সনদ চূড়ান্তের সময়সীমা ৩০ জুলাই’

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১৫: ০৫

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক ঐকমত্য গঠনের মাধ্যমে একটি জাতীয় সনদ প্রণয়নের চেষ্টা চলছে। এ প্রক্রিয়া ৩০ জুলাইয়ের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, প্রয়োজনে তা একদিন বাড়িয়ে ৩১ জুলাই পর্যন্ত যেতে পারে।

রোববার (১৩ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপের ১২তম দিনের আলোচনার সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিনের আলোচ্য বিষয় ছিল, জরুরি অবস্থা ঘোষণা, প্রধান বিচারপতি নিয়োগ ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা।

আলী রীয়াজ বলেন, ‘আমরা চাই জুলাই মাসের মধ্যেই একটি যৌক্তিক সিদ্ধান্তে পৌঁছাতে। এটি হবে শহীদদের প্রতি আমাদের দায়বদ্ধতার প্রতিফলন। চলমান সংলাপ দেখে নাগরিকরাও আশাবাদী, আমরা যেন দ্রুত জাতীয় সনদের দিকে এগিয়ে যাই।’

তিনি অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আপনারা নিয়মিত আলোচনায় অংশ নিয়ে প্রমাণ করছেন, সংস্কার এবং ভবিষ্যতের পথরেখা তৈরিতে আপনারা আন্তরিক।’

আলোচনার অগ্রগতি সম্পর্কে আলী রীয়াজ জানান, ‘আমরা চাই ৩০ জুলাইয়ের মধ্যেই এই প্রক্রিয়া শেষ হোক। বিলম্ব হলে নির্বাচনি প্রক্রিয়ায় দলগুলোর অংশগ্রহণ ও সাংগঠনিক প্রস্তুতি বাধাগ্রস্ত হবে, যা আমরা কেউই চাই না।’

তিনি আরও বলেন, ‘বেশকিছু মৌলিক বিষয়ে আমরা ইতোমধ্যেই একমত হয়েছি। কিছু বিষয়ে আমরা কাছাকাছি অবস্থানে আছি। আজকের আলোচ্য বিষয় প্রধান বিচারপতির নিয়োগ এবং জরুরি অবস্থা ঘোষণা। এই দুটি ইস্যুতে আমরা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছি।’

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বড় শয়তান এখনো কাঁধে শ্বাস ফেলছে : মাহফুজ আলম

মাহফুজ আলম তার পোস্টে বলেন, ‘এখনো ঐক্যই দরকার। হঠকারীদের স্পেস দিলে বরং দেশের ক্ষতি হবে। বিরোধিতা আর প্রতিদ্বন্দ্বিতা কোনোভাবেই বিদ্বেষ এবং শত্রুতায় নিয়ে ঠেকানো যাবে না।’

৪ ঘণ্টা আগে

ডেঙ্গু নিয়ে একদিনে আরও হাসপাতালে ভর্তি ৪২০

এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন করে বরিশাল বিভাগে ১১৬ জন, চট্টগ্রাম বিভাগে ৭৯ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৬০ জন, ঢাকা উত্তর সিটিতে ২৫ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৫৭ জন, খুলনা বিভাগে ২৬ জন, রাজশাহী বিভাগে ৪৫ জন, ময়মনসিংহ বিভাগে ৯ জন এবং রংপুর বিভাগে ৩ জন ভর্তি হয়েছেন।

৪ ঘণ্টা আগে

রাজধানীর বেশ কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

আজকের গণবিজ্ঞপ্তিতে ডিএমপি বলছে, এতদ্দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী সোমবার (১৪ জুলাই) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বি

৫ ঘণ্টা আগে

বরিশাল সিটি কর্পোরেশনে নিয়োগ, পদসংখ্যা ২৩

৫ ঘণ্টা আগে