যাত্রীর সঙ্গে দুজনের বেশি ঢুকতে পারবেন না শাহজালাল বিমানবন্দরে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ১৪: ১৯
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ড্রাইভওয়ে ও ক্যানোপি এলাকায় একজন যাত্রীর সঙ্গে দুজনের বেশি সঙ্গী প্রবেশ করতে পারবেন না।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে এক বার্তায় বিমানবন্দর কর্তৃপক্ষ এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষের বার্তায় বলা হয়েছে, আগামী রোববার থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের বিদায় বা স্বাগত জানাতে বিমানবন্দর এলাকার ডিপারচার ড্রাইভওয়ে ও অ্যারাইভাল ক্যানোপিতে যাত্রীর সঙ্গে সর্বোচ্চ দুজন ব্যক্তি প্রবেশ করতে পারবেন।

যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রাখার পাশাপাশি যানজট এড়ানো ও নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

এতদিন বিমানবন্দরে কোনো যাত্রীকে বিদায় দেওয়া বা স্বাগত জানানোর জন্য ড্রাইভওয়ে ও ক্যানোপিতে দর্শনার্থীর সংখ্যা নিয়ে কোনো বিধিনিষেধ ছিল না। বিমানবন্দরের কর্মকর্তারা বলছেন, এর ফলে বিপুলসংখ্যক দর্শনার্থী সামলাতে প্রায়ই হিমশিম খেতে হতো তাদের।

বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য বলছে, বছরে প্রায় সোয়া এক কোটি যাত্রী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যাতায়াত করে থাকেন। দেশের বৃহত্তম এই বিমানবন্দরে প্রতিদিন ১৪০ থেকে ১৫০টি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালিত হয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ভর্তির অফার পাওয়ার পরপরই ভিসা আবেদনের পরামর্শ যুক্তরাষ্ট্র দূতাবাসের

বৃহস্পতিবার (৩১ জুলাই) দূতাবাসের ফেসবুক পোস্টে গত ১৭ জুলাই দেওয়া এক বার্তার পুনরাবৃত্তি করে জানানো হয়েছে— এসইভিডি অনুমোদিত মার্কিন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ভর্তি অফার পাওয়ার পরপরই যেন শিক্ষার্থীরা ভিসার জন্য আবেদন করেন।

৫ ঘণ্টা আগে

পিআর পদ্ধতিতেই ১০০ আসনের উচ্চকক্ষ গঠনের সিদ্ধান্ত

দীর্ঘ সংলাপ চললেও দলগুলোর মধ্যে পূর্ণ ঐকমত্য না হওয়ায় উচ্চকক্ষ গঠনের পদ্ধতি নির্ধারণের দায়িত্ব কমিশনের ওপর অর্পণ করা হয়। সেই দায়িত্বের আলোকে কমিশন পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের সুপারিশ চূড়ান্ত করে।

৮ ঘণ্টা আগে

কিছু দিনের মধ্যে নির্বাচনের ঘোষণা: আইন উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ কিছু দিনের মধ্যে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বৃহস্পতিবার (৩১ জুলাই) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

৮ ঘণ্টা আগে

নাহিদের আশ্রয়ে ছিলেন রিয়াদ— জানালেন জুলকারনাইন

এনসিপি নেতা নাহিদ ইসলামের উদ্দেশে জুলকারনাইন সায়ের বলেন, ‘নাহিদ ইসলাম, আপনার অবগতির জন্যে জানাচ্ছি, আমি বৈষম্যবিরোধী চাঁদাবাজ রিয়াদকে কোনো রকমের সার্ভেলেন্সে রাখি নাই। আর সে চাঁদা আনতে গিয়ে যে সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেটা লাগানোতেও আমার কোনো ভূমিকা নাই।’

১০ ঘণ্টা আগে