প্রতিবেদক, রাজনীতি ডটকম
মৌসুমী বায়ুর সক্রিয়তায় উত্তর বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালার প্রভাবে উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। এ অবস্থায় দমকা ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনায় দেশের চার সমুদ্রবন্দরকেই ৩ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (২১ আগস্ট) আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। এদিকে পৃথক আরেক বিজ্ঞপ্তিতে সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে দেশের চার বিভাগে আগামী ৭২ ঘণ্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতাও জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
সতর্কবার্তায় বলা হয়েছে, মৌসুমি বায়ুর সক্রিয়তার প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের আরেক সতর্কবার্তায় বলা হয়েছে, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের হিসাবে, কোনো এলাকায় ২৪ ঘণ্টা সময়ে ৪৪ মিলিমিটার থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে তাকে ভারী বৃষ্টিপাত বলা হয়। আর ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ৮৯ মিলিমিটার বা তার বেশি হলে তাকে বলা হয় অতি ভারী বৃষ্টিপাত।
এ ছাড়া অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বসের আশঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রাজনীতি ডটকমের কক্সবাজার প্রতিনিধি জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল থেকেই বৃষ্টি হচ্ছে কক্সবাজার জুড়ে। দুপুর ১২টায় এ প্রতিবেদন লেখার সময়ও বৃষ্টি অব্যাহত রয়েছে। পাশাপাশি সাগরও উত্তাল রয়েছে।
মৌসুমী বায়ুর সক্রিয়তায় উত্তর বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালার প্রভাবে উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। এ অবস্থায় দমকা ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনায় দেশের চার সমুদ্রবন্দরকেই ৩ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (২১ আগস্ট) আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। এদিকে পৃথক আরেক বিজ্ঞপ্তিতে সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে দেশের চার বিভাগে আগামী ৭২ ঘণ্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতাও জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
সতর্কবার্তায় বলা হয়েছে, মৌসুমি বায়ুর সক্রিয়তার প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের আরেক সতর্কবার্তায় বলা হয়েছে, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের হিসাবে, কোনো এলাকায় ২৪ ঘণ্টা সময়ে ৪৪ মিলিমিটার থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে তাকে ভারী বৃষ্টিপাত বলা হয়। আর ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ৮৯ মিলিমিটার বা তার বেশি হলে তাকে বলা হয় অতি ভারী বৃষ্টিপাত।
এ ছাড়া অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বসের আশঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রাজনীতি ডটকমের কক্সবাজার প্রতিনিধি জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল থেকেই বৃষ্টি হচ্ছে কক্সবাজার জুড়ে। দুপুর ১২টায় এ প্রতিবেদন লেখার সময়ও বৃষ্টি অব্যাহত রয়েছে। পাশাপাশি সাগরও উত্তাল রয়েছে।
বাংলাদেশ দূতাবাস (লিবিয়া) বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসনের লক্ষ্যে স্থানীয় কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।
৫ ঘণ্টা আগেগাজায় খাদ্য, জ্বালানি ও ওষুধ সরবরাহ বন্ধ করে দেওয়া এবং লাগাতার সামরিক হামলার কারণে ভয়াবহ দুর্ভিক্ষ নেমে এসেছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) সতর্ক করেছে, ইসরায়েলের অবরোধ চলায় গাজায় অপুষ্টি মারাত্মকভাবে বেড়ে যাচ্ছে। সংস্থাটি বলেছে, “এটি কেবল ক্ষুধা নয়, এটি হচ্ছে অনাহার।”
৬ ঘণ্টা আগে