মাইলস্টোন ট্রাজেডি: দুপুরের পর বন্ধ থাকবে বিচারকাজ

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১১: ২১

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ বহু হতাহতের ঘটনায় দুপুরের পর বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের বিচারকাজ।

মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে ৯টায় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ এ সিদ্ধান্তের কথা জানান।

এ দিন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ এজলাসে বসেন। শুরুতেই মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে আপিল বিভাগ।

এরপর প্রধান বিচারপতি বলেন, আপিল বিভাগের নিয়মিত বিচারকাজ চলবে। তবে হতাহতদের শ্রদ্ধায় দুপুর ১টার পর সুপ্রিম কোর্টে আর বিচারকাজ চলবে না। হাইকোর্ট বিভাগের সব বেঞ্চকেও বিচারকাজ শুরুর আগে শ্রদ্ধা জানানোর নির্দেশ দেন তিনি।

রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঁইয়া বলেন, দেশের সব আদালতকেও দিনের কার্যক্রম শুরুর আগে দাঁড়িয়ে নীরবতা পালনের নির্দেশ দেন প্রধান বিচারপতি। এ ছাড়া আগামী তিন দিন কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান না করার নির্দেশ দেওয়া হয়।

মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ছয়জনের মরদেহ এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তাদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে।

নিহতদের মধ্যে ২৫ জনই শিশু। বাকি দুজনের একজন ছিলেন বিধ্বস্ত হওয়া বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম, আরেকজন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কো-অর্ডিনেটর মাহেরিন চৌধুরী।

এ পর্যন্ত ২০টি লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত ৭৮ জনকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে ১২ মিনিট পরেই সেটি রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে বিধ্বস্ত হয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বাড়ি ফিরল মাইলস্টোনের দুই শিক্ষার্থী, ৪ জনের অবস্থা আশঙ্কাজনক

এদিকে বার্ন ইনস্টিটিউট থেকে জানানো হয়েছে, এই ঘটনায় এখনও চারজন শঙ্কাটাপন্ন অবস্থায় রয়েছে। শনিবার দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দীন।

৬ ঘণ্টা আগে

চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা

একই প্রসঙ্গ টেনে বৈঠক থেকে বের হয়ে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, প্রধান উপদেষ্টা আমাদেরকে জানান, আগামী অল্প কয়েকদিনের মধ্যে জুলাই সনদের সঙ্গে নির্বাচন কবে হবে এবং প্রক্রিয়া কী হবে, এ নিয়ে অফিসিয়াল ব্রিফিং করে ওনার তরফ থেকে জাতির জন্য পরিষ্কার করে

৭ ঘণ্টা আগে

কেবল আইন দিয়ে হবে না, মানবাধিকারের সংস্কৃতি গড়ে তুলতে হবে: আসিফ নজরুল

তিনি আরও বলেন, মানবাধিকারের বিষয়ে সবার উপলব্ধি লাগবে, আত্মশুদ্ধি লাগবে। আমাদের আগে আত্মসমালোচনা করতে হবে। এগুলোর সঙ্গে যখন আমরা আইনগত পরিবর্তন করবো, প্রাতিষ্ঠানিক পরিবর্তন করবো, তখন একটা সত্যিকার অর্থে পরিবর্তন আসতে পারে।

৭ ঘণ্টা আগে

ডেঙ্গু কাড়ল আরও ৩ প্রাণ, হাসপাতালে ভর্তি ৩৩১

এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন করে বরিশাল বিভাগে ১৩২ জন, চট্টগ্রাম বিভাগে ৩০ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৭৩ জন, ঢাকা উত্তর সিটিতে ২৮ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৪৭ জন, খুলনা বিভাগে ১৮ জন ও ময়মনসিংহ বিভাগে ৩ জন ভর্তি হয়েছেন।

৭ ঘণ্টা আগে