ইয়েমেন উপকূলে নৌকাডুবি, অর্ধশতাধিক অভিবাসীর মৃত্যু আশঙ্কা

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ১২: ৫১
ইয়েমেন উপকূল। ছবি: সংগৃহীত

প্রতিকূল আবহাওয়ায় ইয়েমেনের উপকূলে মর্মান্তিক নৌকাডুবির ঘটনা ঘটেছে। প্রায় দেড়শো অভিবাসী যাত্রী নিয়ে নৌকাটি উল্টে যায়। এতে ৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

রোববার (৩ আগস্ট) আবিয়ান প্রদেশের উপকূলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই দুর্ঘটনায় এখন পর্যন্ত মাত্র ১০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও বহু যাত্রী। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বলেছে, নিহতদের বেশিরভাগই ইথিওপিয়ার নাগরিক বলে ধারণা করা হচ্ছে।

বিবিসি জানায়, কাজের সন্ধানে হর্ন অব আফ্রিকা থেকে উপসাগরীয় আরব দেশগুলোর উদ্দেশ্যে যাত্রা করা অভিবাসীদের জন্য ইয়েমেন একটি গুরুত্বপূর্ণ পথ হিসেবে রয়ে গেছে। আইওএমের হিসাব অনুযায়ী, সাম্প্রতিক মাসগুলোতে শত শত অভিবাসী নৌকাডুবিতে মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন।

আইওএম প্রধান আবদুসাত্তোর এসোয়েভ ইসভ জানান, দক্ষিণাঞ্চলীয় জেলা খানফারের তীরে ৫৪ জনের মৃতদেহ পাওয়া গেছে এবং আবিয়ান প্রদেশের রাজধানী জিঞ্জিবারের একটি হাসপাতাল মর্গে ১৪ জনের লাশ নেওয়া হয়েছে।

আবিয়ান নিরাপত্তা ডিরেক্টরেট এক বিবৃতিতে জানিয়েছে, বড় ধরনের অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম চলছে এবং সাগর তীরে বড় এলাকা জুড়ে অনেকের লাশ পাওয়া গেছে।

আইওএমের একজন মুখপাত্র বলেছেন, হৃদয়বিদারক এ প্রাণহানির ঘটনায় তারা গভীরভাবে শোকাহত এবং অভিবাসীদের জন্য আরো নিরাপত্তার ওপর জোর দিয়েছেন।

সংস্থাটি বলছে, “আরও কার্যকর সুরক্ষামূলক ব্যবস্থা কতটা জরুরি তা এ হৃদয়বিদারক ঘটনা দেখিয়ে দিয়েছে; বিশেষ করে অসাধু দালালরা যখন অভিবাসীদের দুর্বলতা ও অসহায়ত্বকে কাজে লাগিয়ে তাদের বিপজ্জনক যাত্রায় ঠেলে দেয়।”

আইওএম বলছে, হর্ন অব আফ্রিকা থেকে ইয়েমেন পর্যন্ত যাত্রাপথ ‘বিশ্বের সবচেয়ে ব্যস্ত ও ঝুঁকিপূর্ণ অভিবাসন পথগুলোর একটি’।

চলতি বছরের মার্চে ইয়েমেনের ধুবাব জেলার উপকূলে ১৮০ জনের বেশি অভিবাসী বহনকারী দুটি নৌকা বৈরী আবহাওয়ায় ডুবে যায়। তাদের মধ্যে কেবল দুজন ক্রুকে উদ্ধার করা সম্ভব হয়েছিল, আর বাকি সবাই নিখোঁজ ও মৃত বলে ধারণা করা হয়।

ইয়েমেনের অভিবাসন সহায়তা কেন্দ্রে পৌঁছানো অভিবাসীদের বরাতে আইওএমের এক প্রতিবেদনে জানিয়েছে, উপকূল রক্ষীদের নজর এড়াতে দালালরা ইচ্ছাকৃতভাবে নৌকাগুলোকে ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে পাঠাচ্ছে।

এই ঝুঁকির কথা জেনেও অনেক অভিবাসী এখনও এই পথ ধরে যাত্রা করছেন। কেবল ২০২৪ সালে ৬০ হাজারের বেশি অভিবাসী ইয়েমেনে পৌঁছেছে।

আইওএমের ‘মিসিং মাইগ্র্যান্টস প্রজেক্ট’ এর তথ্য অনুযায়ী, গত এক দশকে এ পথে ৩,৪০০ জনের বেশি মানুষ মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন। তাদের মধ্যে ১,৪০০ জনের মৃত্যু হয়েছে নৌকাডুবিতে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

৮৫ নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহাল করে প্রজ্ঞাপন জারি

এর আগে বিএনপি ও জামায়াতে ইসলামীর তৎকালীন জোট সরকারের আমলে নিয়োগ পাওয়া ৮৫ জন কর্মকর্তাকে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেয়ার অভিযোগে তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর চাকরিচ্যুত করা হয়।

১১ ঘণ্টা আগে

সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত

আবহাওয়া অফিস জানায়, উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িষ্যার উপকূলের অদূরে পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ ওড়িষ্যার উপকূল এলাকায় অবস্থান করছে

১২ ঘণ্টা আগে

হীড বাংলাদেশে ২ জনের নিয়োগ, বেতন প্রায় ৪৮ হাজার টাকা

১২ ঘণ্টা আগে

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৮০

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৭ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭০ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৪ জন, খুলনা বিভাগে (সিটি করপোর

১২ ঘণ্টা আগে