ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড চাঁদাবাজির কারণে নয়: ডিএমপি

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১৮: ১০

রাজধানীর মিটফোর্ড এলাকায় প্রকাশ্যে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যাকাণ্ড চাঁদাবাজির কারণে নয়, বরং ভাঙারি দোকানের মালিকানা ও আয়-ব্যয় নিয়ে বিরোধের ফলাফল বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার (১২ জুলাই) লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ জসীম উদ্দিন এক ব্রিফিংয়ে বলেন, দোকানের দখল ও অর্থনৈতিক দ্বন্দ্বই এই হত্যার মূল কারণ। এখনও পর্যন্ত চাঁদাবাজির কোনো প্রমাণ মেলেনি।

তিনি জানান, পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এবং রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি মাহমুদুল হাসান মহিন (৪১) ও তারেক রহমান রবিনকে (২২) গ্রেপ্তার করে। এ সময় রবিনের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল জব্দ করা হয়।

এর আগে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আলমগীর (২৮) ও মনির ওরফে ছোট মনির (২৫) নামে দুইজনকে গ্রেপ্তার করে র‌্যাব।

পরে শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে মো. টিটন গাজী (৩২) নামে আরও এক এজাহারনামীয় আসামিকে গ্রেপ্তার করে কোতয়ালি থানা পুলিশ।

এ নিয়ে মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হলো।

এই ঘটনায় পুলিশ তৎপর রয়েছে। এই চাঞ্চল্যকর ঘটনায় মূল রহস্য উৎঘাটন, সংশ্লিষ্ট সব অপরাধী গ্রেপ্তার এবং ভিকটিম কেন এই ঘটনার শিকার হলো তা উৎঘাটনে একটি চৌকস টিম গঠন করা হয়েছে বলেও জানান ডিসি মোহাম্মদ জসীম উদ্দিন।

এর আগে গত ৯ জুলাই বিকেল ৬টার দিকে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের তিন নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর সোহাগকে এলোপাতাড়িভাবে আঘাত করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মব জাস্টিসের খবর পেলেই গ্রেপ্তার করছি: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ দূষণ রোধে উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে উপদেষ্টা বলেন, ‘মেগা প্রকল্প ছাড়াও ছোট প্রকল্প দিয়েও মানুষের উন্নয়ন সম্ভব। পরিবেশদূষণ রোধে নিজেদের সচেতন হতে হবে। যতক্ষণ পর্যন্ত মানসিকতায় প্রাণ-প্রকৃতিকে গুরত্বপূর্ণ স্থানে না রাখব ততক্ষণ পর্যন্ত পরিবেশের উন্নয়ন হবে না।’

৬ ঘণ্টা আগে

সত্য তথ্য প্রদানের শর্তে রাজসাক্ষী মামুনকে ক্ষমা করবে ট্রাইব্যুনাল

ট্রাইব্যুনালের আদেশে উল্লেখ করা হয়েছে, আব্দুল্লাহ আল মামুনকে সুবিধাজনক সময়ে বিচারের সাক্ষী হিসেবে ডাকা হবে। এছাড়া তাকে কারাগারে আলাদা সেলে রাখা এবং তার নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

৮ ঘণ্টা আগে

‘সায়মা ওয়াজেদের ছুটি জবাবদিহিতার পথে গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ’

সায়মা ওয়াজেদের বিরুদ্ধে ডব্লিউএইচও’র পদক্ষেপকে স্বাগত জানিয়ে প্রেস সচিব লিখেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এর একটি স্থায়ী সমাধান প্রয়োজন। যেখানে সায়মা ওয়াজেদকে তার পদ থেকে অপসারণ করা হবে, তার সব সুযোগ-সুবিধা বাতিল করা হবে এবং এই মর্যাদাপূর্ণ দায়িত্বের সততা ও জাতিসংঘ ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধা

৮ ঘণ্টা আগে

মিটফোর্ডের সামনে হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে কাজ করছে র‍্যাব

পুরান ঢাকার হত্যাকাণ্ড নিয়ে তিনি বলেন, গত ৯ জুলাই রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটের সামনে ভাঙারি ব্যবসায়ী মো. সোহাগ নামে একজনকে মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যার ঘটনা ঘটে। ওই হত্যাকাণ্ডের ঘটনায় ভুক্তভোগীর বড় বোন বাদী হয়ে ডিএমপির কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দা

৯ ঘণ্টা আগে