১০ জেলায় শৈত্যপ্রবাহ, মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৩ ডিগ্রি তেঁতুলিয়ায়

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ১২: ১০

দেশে শৈত্যপ্রবাহ পরিস্থিতির আরও অবনতি হয়েছে। আগের দিন পাঁচ জেলায় শৈত্যপ্রবাহ থাকলেও তা এখন ১০ জেলায় ছড়িয়েছে। মৃদু ও মাঝারি এ শৈত্যপ্রবাহ কিছু এলাকায় অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এদিকে শুক্রবার (১০ জানুয়ারি) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে। চলতি মৌসুমে এটিই দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

শুক্রবার আবহাওয়া অধিদফতরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তির তথ্য বলছে, সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত থাকতে পারে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা।

যে ১০ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে সেগুলো হলো— রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড়, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ ও মৌলভীবাজার। এর মধ্যে পঞ্চগড়ে মাঝারি ও বাকি জেলাগুলোতে মৃদু শৈত্যপ্রবাহ বইছে।

পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার কথা আগেই বলা হয়েছে। এ ছাড়া শুক্রবার সকালে গোপালগঞ্জ ও কুষ্টিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া রাজশাহীতে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, পাবনার ঈশ্বরদীতে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, বাঘাবাড়ীতে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, দিনাজপুরে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, শ্রীমঙ্গলে ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস ও চুয়াডাঙ্গায় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়।

আবহাওয়া অধিদফতর বলছে, রংপুর ও রাজশাহী বিভাগে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে দেশের অন্য এলাকায় তা অপরিবর্তিত থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে।

শনিবার ও রোববারের আবহাওয়ার পূর্বাভাসেও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানানো হয়েছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি কুয়াশাও পড়তে পারে। তবে বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ের শেষ ভাগে গিয়ে দিন ও রাতের তাপমাত্রা আবারও কমতে পারে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শেখ হাসিনা-রেহানা-জয়কে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ

সেহেতু ১৯৫৮ সালের ক্রিমিনাল ‘ল’ এমেন্ডমেন্ট অ্যাক্ট ৬(১৩) ধারা বিধান অনুসারে তফসিল বর্ণিত মামলায় তাদের আগামী ধার্য তারিখের মধ্যে এই কোর্টে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় আপনাদের অনুপস্থিতিতেই বিচারকার্য সম্পন্ন করা হবে।

১৩ ঘণ্টা আগে

একদিনে আরও ৩১৭ জনের ডেঙ্গু শনাক্ত

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ১২ হাজার ২৭১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪৫ জনের।

১৪ ঘণ্টা আগে

'এই বিপ্লব সফল হয়েছে সব পেশাজীবী মানুষের রক্ত-ঘামের বিনিময়ে'

অন্তর্বর্তী সরকারের যুব, ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জুলাই গণ-অভ্যুত্থানের প্রতি ইঙ্গিত করে বলেছেন, ‘এই বিপ্লব সফল হয়েছে সব পেশাজীবী, শ্রমজীবী মানুষের রক্ত-ঘামের বিনিময়ে।’

১৬ ঘণ্টা আগে

মব সহিংসতায় জড়িতদের কাউকে ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

মব সহিংসতার ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “অপরাধী যতই শক্তিশালী হোক না কেন, তাকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।”

১৭ ঘণ্টা আগে