শিল্পকলায় তীরন্দাজ রেপার্টরির নতুন নাটকের মঞ্চায়ন কাল

ডেস্ক, রাজনীতি ডটকম
শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল নাটকের মহড়ার একটি দৃশ্য। ছবি: প্রেস বিজ্ঞপ্তি

তীরন্দাজ রেপার্টরির নতুন নাটক "শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল" আগামীকাল শুক্রবার (১ আগস্ট) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে। সন্ধ্যা ৭টায় নাটকটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দীপক সুমনের গল্প অবলম্বনে এবং ঋজু লক্ষ্মী অবরোধের নাট্যরূপ ও দীপক সুমনের নির্দেশনায় নাটকটি নির্মিত হয়েছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানের স্পিরিটকে উপজীব্য করে তৈরি নাটকটি পৃষ্ঠপোষকতা করেছে সংস্কৃতি মন্ত্রণালয়।

দীপক সুমন বলেন, "এ নাটকের কেন্দ্রীয় চরিত্র শুভঙ্কর। সে এই ভোগবাদী সমাজের স্বপ্ন ও বাস্তবতার বিস্তর ফারাক নিয়ে বড় হয়ে ওঠা এক নতজানু নাগরিক। তবে সময়ের প্রয়োজনে ঠিকই সে নামে রাজপথে। যুদ্ধের চিরাচরিত নিয়ম সম্ভবত এই যে কেউ পুড়ে যায় বলেই কেউ আলো পায়। আর সেই নিয়মের ভিড়ের ভেতর শুভঙ্কর হারিয়ে যায় অথবা আমরাই হয়তো হারিয়ে ফেলি তাকে।"

Natok 2

শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল নাটকের মহড়ায় অভিনয় করছেন দুই শিল্পী। ছবি: প্রেস বিজ্ঞপ্তি

"এ নাটকের বিভিন্ন চরিত্রের মধ্য দিয়ে আমরা মনে করিয়ে দিতে চাই, সব হারিয়ে যাওয়া জীবনের প্রতি আমাদের দায় আছে," যোগ করেন দীপক।

নির্দেশক ও অভিনেতা দীপক সুমন আরও বলেন, "গত এক বছর পৃথিবীর আর সব দেশের মতো এ দেশও অভ্যুত্থান-পরবর্তী সময়ে বেশ অস্থিরতার মধ্য দিয়ে পার করেছে। সেই অস্থিরতা, উদ্বিগ্নতার ছাপ আমাদের নাট্য প্রযোজনাতেও আছে। তাতে নাট্যের নান্দনিকতা ক্ষুণ্ন হয়েছে হয়তো, কিন্তু এ বাস্তবতা আমাদের এক নতুন অভিজ্ঞতার মুখোমুখি দাঁড় করিয়েছে। সেই অভিজ্ঞতা দর্শকদের সঙ্গে ভাগাভাগি করে নেব।"

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন নিলয় কুমার বিশ্বাস, সারাহ মীম, সাগর মৈত্রী, ফারজানা মেহেজাবীন, কৌশিক আহমেদ, মাহিমা সাদিক লিমা, সাদিয়া শাহীন অন্তু, মানসিফ তাজরিয়ান, বাপ্পি হায়দার প্রমুখ।

নাটকের সহকারী নির্দেশনায় আছেন মুনিরা মাহজাবিন মিমো। শব্দ ও সংগীত পরিকল্পনায় সালিম শাদমান, জামিল হোসেন সাজু, আলোক পরিকল্পনায় আছেন মোখলেসুর রহমান।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

৮৫ নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহাল করে প্রজ্ঞাপন জারি

এর আগে বিএনপি ও জামায়াতে ইসলামীর তৎকালীন জোট সরকারের আমলে নিয়োগ পাওয়া ৮৫ জন কর্মকর্তাকে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেয়ার অভিযোগে তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর চাকরিচ্যুত করা হয়।

১১ ঘণ্টা আগে

সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত

আবহাওয়া অফিস জানায়, উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িষ্যার উপকূলের অদূরে পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ ওড়িষ্যার উপকূল এলাকায় অবস্থান করছে

১২ ঘণ্টা আগে

হীড বাংলাদেশে ২ জনের নিয়োগ, বেতন প্রায় ৪৮ হাজার টাকা

১২ ঘণ্টা আগে

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৮০

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৭ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭০ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৪ জন, খুলনা বিভাগে (সিটি করপোর

১২ ঘণ্টা আগে