দেড় মাস পর ক্লাসে ঢাকা মেডিকেলের শিক্ষার্থীরা

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১১: ৪৯

শিক্ষার্থীদের আন্দোলনের কারণে প্রায় দেড় মাস বন্ধ থাকার পর ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) শিক্ষা কার্যক্রম চালু হয়েছে। ক্লাস শুরুর একদিন আগেই খুলে দেওয়া হয়েছে ছাত্রাবাসও।

আজ শনিবার (১২ জুলাই) সকাল থেকে ক্লাসে ফিরেছেন ডিএমসির সকল বর্ষের শিক্ষার্থীরা।

নিরাপদ আবাসন সুবিধা নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবিতে গত ২৮ মে থেকে ক্লাস বর্জন করে আসছিলেন শিক্ষার্থীরা। গত ২১ জুন ডিএমসি ক্যাম্পাসে মানববন্ধনও করেন তারা। এর মধ্যেই ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিজ্ঞপ্তি দেয় কর্তৃপক্ষ। সেই সঙ্গে শিক্ষার্থীদের ২২ জুন দুপুর ১২টার মধ্যে হলত্যাগ করার নির্দেশ দেয়া হয়। তবে শিক্ষার্থীরা জানান, তারা হল ছাড়বেন না; দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সেখানেই অবস্থান করবেন।

এরপর থেকে দেড় মাস ধরে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম বন্ধ ছিল।

ঢাকা মেডিকেল কলেজের এক শিক্ষার্থী জানান, শনিবার থেকে তারা ক্লাসে ফিরেছেন। তবে দীর্ঘদিন ক্লাস বন্ধ থাকায় পড়ালেখার ক্ষতি হয়েছে।

এর আগে, গত মঙ্গলবার (৮ জুলাই) ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় শিক্ষা কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী গতকাল শুক্রবার (১১ জুলাই) খুলে দেওয়া হয় ছাত্রাবাসও।

ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ কামরুল আলম জানান, শিক্ষার্থীরা সবাই ক্লাসে ফিরেছে। এতদিন বন্ধ থাকায় তাদের পড়ালেখার কিছুটা ঘাটতি হয়েছে। কীভাবে সেটা পুষিয়ে নেওয়া যায় তা নিয়ে কাজ করছেন তারা।

শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি ছিল—ছাত্রাবাস ও ছাত্রীনিবাসের জন্য দ্রুত বাজেট পাস করা, নতুন আবাসন না হওয়া পর্যন্ত বিকল্প আবাসনের ব্যবস্থা, নতুন ও বিকল্প উভয় আবাসনের জন্য পৃথক বাজেট বরাদ্দ, পুরোনো একাডেমিক ভবনগুলো ঝুঁকিপূর্ণ ঘোষণা করে পরিত্যক্ত ঘোষণা এবং আন্দোলন চলাকালে কার্যক্রমের অগ্রগতি ও স্বচ্ছতা নিশ্চিত করতে শিক্ষার্থীদের প্রতিনিধি নিযুক্ত করা।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

'ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করতে চাই'

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখানে পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল তাদের সঙ্গে কথা বলা ও থাকা-খাওয়ার মান দেখা। একই সঙ্গে আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে এখানে একটি প্রশিক্ষণ প্রোগ্রাম চালু করবো।

৩ ঘণ্টা আগে

সোহাগ হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে: আসিফ নজরুল

ঢাকার মিটফোর্ড হাসপাতাল এলাকায় ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

৩ ঘণ্টা আগে

কথা-কাটাকাটির জেরে প্রবাসীকে পেটালেন মাইক্রোচালক

ময়মনসিংহের নান্দাইলে এক প্রবাসীকে মারধর করার অভিযোগ উঠেছে মাইক্রোচালকের বিরুদ্ধে। নান্দাইল পৌরশহরের একটি গ্যারেজের ভেতর আটকে রেখে ওই প্রবাসীকে মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। এ সময় অভিযুক্ত চালককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

৪ ঘণ্টা আগে

সুনামগঞ্জ, ঠাকুরগাঁও সীমান্তে ২ বাংলাদেশিকে গুলি করে মারল বিএসএফ

সীমান্তে বাংলাদেশিদের গুলি করে হত্যার ঘটনা থামছেই না। এবার সুনামগঞ্জ ও ঠাকুরগাঁও সীমান্তে এক রাতেই ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

৫ ঘণ্টা আগে