top ad image
top ad image
home iconarrow iconখবরাখবর

২ উপদেষ্টার সাবেক এপিএসের দুর্নীতি নিয়ে গোয়েন্দা কার্যক্রমে দুদক

২ উপদেষ্টার সাবেক এপিএসের দুর্নীতি নিয়ে গোয়েন্দা কার্যক্রমে দুদক
দুর্নীতি দমন কমিশন (দুদক)

দুর্নীতির অভিযোগ ওঠায় দুই উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তাকে (এপিএস) অব্যাহতি দেওয়ার ঘটনা ঘটেছে কদিন আগেই। এবার সেই দুজনের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের বিষয়ে গোয়েন্দা কার্যক্রম শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৭ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে দুদক মহাপরিচালক আক্তার হোসেন বলেন, তাদের বিরুদ্ধে যাচাই-বাছাই শুরু হয়েছে। একইসঙ্গে প্রাথমিক তথ্য-উপাত্ত সংগ্রহে গোয়েন্দা কার্যক্রম শুরু করেছে দুদকের গোয়েন্দা ইউনিট।

ওই দুজন হলেন— স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক এপিএস তুহিন ফারাবী।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এবং বর্তমান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে গত কয়েক মাসে নানা অনিয়মের অভিযোগ ওঠে। একই সঙ্গে স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তার বিরুদ্ধেও একই ধরনের অভিযোগের সংবাদ প্রকাশ করে স্থানীয় গণমাধ্যমগুলো। এ সপ্তাহের শুরুর দিকে তুহি ফারাবিকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

সোমবার মোয়াজ্জেম হোসেনকে তার পদ থেকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে একটি ফেসবুক স্ট্যাটাসে মোয়াজ্জেম হোসেন দাবি করেছেন, তাকে অপসারণ করা হয়নি, বরং তিনি নিজেই পদত্যাগ করেছেন। গত শুক্রবার উপদেষ্টা আসিফ মাহমুদ নিজেও জানিয়েছিলেন, মোয়াজ্জেম হোসেনকে অব্যাহতির পেছনে এসব অভিযোগের কোনো ভূমিকা নেই।

অনেক প্রতিপক্ষ রয়েছে উল্লেখ করে উপদেষ্টা আসিফ বলেন, পদত্যাগ করলে নেগেটিভ ক্যাম্পেইন হতে পারে— এ ব্যাপারে আমরা আলোচনা করেছিলাম। তারপরও মোয়াজ্জেমের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই দুদককে ইনভলভ্ করব।

এরই মধ্যে রোববার দুদকের মহাপরিচালক সাবেক এই দুই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ যাচাই-বাছাই ও গোয়েন্দা কার্যক্রম শুরুর কথা জানিয়েছেন।

r1 ad
top ad image