২ উপদেষ্টার সাবেক এপিএসের দুর্নীতি নিয়ে গোয়েন্দা কার্যক্রমে দুদক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ১৯: ৫১
দুর্নীতি দমন কমিশন (দুদক)

দুর্নীতির অভিযোগ ওঠায় দুই উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তাকে (এপিএস) অব্যাহতি দেওয়ার ঘটনা ঘটেছে কদিন আগেই। এবার সেই দুজনের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের বিষয়ে গোয়েন্দা কার্যক্রম শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৭ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে দুদক মহাপরিচালক আক্তার হোসেন বলেন, তাদের বিরুদ্ধে যাচাই-বাছাই শুরু হয়েছে। একইসঙ্গে প্রাথমিক তথ্য-উপাত্ত সংগ্রহে গোয়েন্দা কার্যক্রম শুরু করেছে দুদকের গোয়েন্দা ইউনিট।

ওই দুজন হলেন— স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক এপিএস তুহিন ফারাবী।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এবং বর্তমান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে গত কয়েক মাসে নানা অনিয়মের অভিযোগ ওঠে। একই সঙ্গে স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তার বিরুদ্ধেও একই ধরনের অভিযোগের সংবাদ প্রকাশ করে স্থানীয় গণমাধ্যমগুলো। এ সপ্তাহের শুরুর দিকে তুহি ফারাবিকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

সোমবার মোয়াজ্জেম হোসেনকে তার পদ থেকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে একটি ফেসবুক স্ট্যাটাসে মোয়াজ্জেম হোসেন দাবি করেছেন, তাকে অপসারণ করা হয়নি, বরং তিনি নিজেই পদত্যাগ করেছেন। গত শুক্রবার উপদেষ্টা আসিফ মাহমুদ নিজেও জানিয়েছিলেন, মোয়াজ্জেম হোসেনকে অব্যাহতির পেছনে এসব অভিযোগের কোনো ভূমিকা নেই।

অনেক প্রতিপক্ষ রয়েছে উল্লেখ করে উপদেষ্টা আসিফ বলেন, পদত্যাগ করলে নেগেটিভ ক্যাম্পেইন হতে পারে— এ ব্যাপারে আমরা আলোচনা করেছিলাম। তারপরও মোয়াজ্জেমের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই দুদককে ইনভলভ্ করব।

এরই মধ্যে রোববার দুদকের মহাপরিচালক সাবেক এই দুই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ যাচাই-বাছাই ও গোয়েন্দা কার্যক্রম শুরুর কথা জানিয়েছেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ফ্লাইট ছাড়ার আগে অজ্ঞাত ফোনকল, বলল—বিমানে বোমা

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) এ বি এম রওশন কবীর গণমাধ্যমকে জানান, একটি অচেনা নম্বর থেকে ফোনকলের মাধ্যমে জানানো হয় বিমানের ফ্লাইটে বোমা রয়েছে। সে সময় ফ্লাইটটি উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তাৎক্ষণিকভাবে সবাইকে উড়োজাহাজ থে

৬ ঘণ্টা আগে

ভারি বৃষ্টিতে পানির নিচে ২১ জেলার ৭২ হাজার হেক্টর ফসলি জমি

প্রতিবেদনে বলা হয়েছে, কুমিল্লা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় অস্থায়ী জলাবদ্ধতার কারণে আউশ, আমন বীজতলা, বোনা আমন, পাট, শাকসবজি, ফল বাগান, পান ও তরমুজের মতো গুরুত্বপূর্ণ ফসল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

৬ ঘণ্টা আগে

রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন সালমান এফ রহমান

শুক্রবার (১১ জুলাই) রিমান্ড শেষে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই জাহিদুল ইসলাম তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

৬ ঘণ্টা আগে

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে কাজের সুযোগ, স্নাতক পাসেই আবেদন

৭ ঘণ্টা আগে