top ad image
top ad image
home iconarrow iconখবরাখবর

ধর্ষণের অভিযোগে কথিত মানবসেবক গ্রেপ্তার

ধর্ষণের অভিযোগে কথিত মানবসেবক গ্রেপ্তার
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার আব্দুল হামিদ। ছবি: পুলিশ

নেত্রকোনায় ধর্ষণের অভিযোগে কথিত মানবসেবক ও ভেষজ ওষুধের কবিরাজ আব্দুল হামিদকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। ১৬ বছর বয়সী এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের মামলা রয়েছে তার বিরুদ্ধে।

সোমবার (১৭ মার্চ) জেলা পুলিশ গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। গ্রেপ্তার আব্দুল হামিদ (৬৭) জেলার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের রামপুর গ্রামের বাসিন্দা মৃত সিরাজ আলী মুন্সীর ছেলে।

গ্রেপ্তার আব্দুল হামিদ নিজেকে মানবসেবক ও বৃক্ষপ্রেমী হিসেবে নিজেকে পরিচয় দিয়ে থাকেন। কবিরাজি পেশার মাধ্যমে তিনি জীবিকা নির্বাহ করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানিয়েছে, নেত্রকোনা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে সোমবার মধ্যরাতে নেত্রকোনা পৌরসভার নেওয়াজ নগরের ভাড়া বাসা থেকে আব্দুল হামিদকে গ্রেপ্তার করে। নেত্রকোনা পৌর এলাকার খতিবনগুয়ার বাসিন্দা ১৬ বছর বয়সী এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে কবিরাজি চিকিৎসা দেওয়ার কথা বলে একাধিকবার ধর্ষণ করেছেন বলে অভিযোগ রয়েছে আব্দুল হামিদের বিরুদ্ধে।

ধর্ষণের ঘটনা জানাজানি হলে ওই কিশোরীর মা নেত্রকোনা মডেল থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগটি সোমবার মামলা হিসেবে গ্রহণ করেছে পুলিশ।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, গ্রেপ্তার আসামি আব্দুল হামিদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। পরে তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

r1 ad
top ad image