জুলাই আন্দোলনে শহিদের মেয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার

পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের আলগি গ্রামের এক কলেজছাত্রী (১৭) দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। মেয়েটির বাবা জুলাই-আগস্ট গণআন্দোলনের সময় রাজধানী ঢাকায় নিহত হয়েছিলেন।
মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যার এ ঘটনায় বুধবার (১৯ মার্চ) দুমকি থানায় দুজনকে আসামি করে মামলা করেছে ওই কলেজছাত্রী। এর মধ্যে পুলিশ ১৭ বছর বয়সী প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে। আরেক আসামি পলাতক।
ধর্ষণের শিকার মেয়েটি দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। সে সরকারি জনতা কলেজের শিক্ষার্থী।
মামলার এজাহারে বলা হয়েছে, মেয়েটির নানাবাড়ি একই এলাকায়। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিক থেকে সে নিজেদের বাড়ি থেকে নানাবাড়ি যাচ্ছিল। পথে দুই আসামি তাকে তুলে পাশের জলিল মুন্সীর নির্জন বাগানে নিয়ে যায়। সেখানেই তাকে একাধিকবার ধর্ষণ করা হয়। ধর্ষণের ঘটনার ভিডিও মোবাইলে ধারণ করে এ ঘটনা কাউকে জানালে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় আসামিরা। পরে বুধবার ওই কলেজছাত্রী দুমকি থানায় মামলা করেছে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, দুজনকে আসামি করে মেয়েটি মামলা করেছি। আসামিদের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আরেকজনকে গ্রেপ্তারে অভিযান চলছে। ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে পটুয়াভালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।