top ad image
top ad image
home iconarrow iconখবরাখবর

২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি, অডিওটি হাসিনার

২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি, অডিওটি হাসিনার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা‌ '২২৭টি মামলা হয়েছে ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি' অডিও বক্তব্যটির ফরেনসিক বিশ্লেষণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠ বলে প্রমাণ পেয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার শুনানিতে প্রসিকিউশন টিম এ কথা জানায়।

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, সম্প্রতি অনলাইনে ছড়িয়ে পড়া একটি অডিওতে শোনা যায়, ‘আমার বিরুদ্ধে ২২৭টি মামলা হয়েছে, তাই ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি।’ অডিওটির ফরেনসিক পরীক্ষা করে দেখা গেছে যে, অডিওটি শেখ হাসিনার।

তবে বক্তব্যটির প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকাজে হস্তক্ষেপ ও হুমকি দেওয়ার অভিযোগ এনে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দাখিল করা হয়েছে।

তবে এদিন জুলাই-আগস্ট আন্দোলনের সময় নারায়ণগঞ্জে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আশুলিয়ায় এক ব্যক্তিকে গুলি করে হত্যার পর দেহ পুড়িয়ে ফেলার ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাকে হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

তবে সাবেক মন্ত্রী দীপু মনি স্বামীর অসুস্থতার কারণে জামিন চেয়ে প্যারোলে মুক্তির আবেদন করেন। যদিও শুনানি শেষে ট্রাইব্যুনাল তাকে আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়ার নির্দেশ দেন।

r1 ad
top ad image