কুমিল্লায় ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১২: ৩৪
নিহত আল মামুন।

কুমিল্লার দাউদকান্দিতে ২৩ মামলার এক আসামিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গতকাল শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাস স্টেশনে এ ঘটনা ঘটে।

নিহত আল মামুন (৪০) তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের মোশাররফ হোসেন ওরফে মকবুল মেম্বারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, তিতাসের শীর্ষ সন্ত্রাসী আল মামুন খুন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, অস্ত্র ও মাদক ব্যবসায় জড়িত ছিলেন। এসব কারণে এলাকায় তার প্রতিপক্ষ রয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি দিবাগত রাত ৪টায় গৌরীপুর মোড়ে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ চেকপোস্টে মামুন ১৮০ পিস ইয়াবা ও ৩০ লিটার দেশীয় মদসহ আটক হয়ে কারাগারে যায়। জামিনে মুক্তি পেয়ে তিনি ঢাকায় আত্মগোপনে ছিলেন।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, শীর্ষ সন্ত্রাসী আল মামুন শুক্রবার রাতে ৩ নারীকে নিয়ে কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে ঢাকা থেকে বাসে উঠেন। গৌরিপুর বাস স্টেশনে বাসটি থামার পর পানি কিনতে মামুন গাড়ি থেকে নিচে নামার পর ৩/৪ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলা করে। এ সময় তাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে। কারা এবং কেন এ ঘটনা ঘটিয়েছে তা তদন্তের পর বিস্তারিত বলা যাবে। তার বিরুদ্ধে দাউদকান্দি ও তিতাসসহ বিভিন্ন থানায় হত্যা, মাদক ও চাঁদাবাজিসহ ২৩টি মামলা রয়েছে,' যোগ করেন ওসি জুনায়েত।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ডেঙ্গু কাড়ল আরও ৩ প্রাণ, হাসপাতালে ভর্তি ৩৩১

এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন করে বরিশাল বিভাগে ১৩২ জন, চট্টগ্রাম বিভাগে ৩০ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৭৩ জন, ঢাকা উত্তর সিটিতে ২৮ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৪৭ জন, খুলনা বিভাগে ১৮ জন ও ময়মনসিংহ বিভাগে ৩ জন ভর্তি হয়েছেন।

৩ ঘণ্টা আগে

মাথায় হাত বুলিয়ে কাজ করাতে হয়: অর্থ উপদেষ্টা

সালেহউদ্দিন আহমেদ বলেন, ভালো প্রতিষ্ঠান এখন আর নেই বললেই চলে। আইনের ব্যত্যয় ঘটছে। রাষ্ট্রের প্রক্রিয়াগুলো ধ্বংস হয়ে গেছে। কিন্তু মানুষগুলো রয়ে গেছে আগের মতোই তাদের মধ্যে কোনো পরিবর্তন আসেনি। তাই এখন তাদের মাথায় হাত বুলিয়ে, আবার কখনো ধমক দিয়ে কাজ করাতে হচ্ছে।

৩ ঘণ্টা আগে

১৩ দল ও এক জোটের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

তৃতীয় দফায় দেশের ১৩টি রাজনৈতিক দল এবং একটি জোটের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শনিবার বিকাল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরু হয়েছে।

৪ ঘণ্টা আগে

'সবার আগে রাষ্ট্রের প্রধান ৩ অঙ্গের সমস্যা সমাধান করতে হবে'

সবার আগে রাষ্ট্রের প্রধান তিন অঙ্গ– নির্বাহী বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগের সমস্যা সমাধান করতে হবে। এগুলোর সমস্যা রেখে তথ্য কমিশন, হিউম্যান রাইটস কমিশন বা সেমিনার-সিম্পোজিয়াম করে কোনো লাভ নেই। আসল জায়গায় হাত দিতে হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

৪ ঘণ্টা আগে