বনানীতে ধর্ষণের শিকার ৯ বছরের পথশিশু

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১৩: ২৯
প্রতীকী ছবি

রাজধানীর বনানী থানার অধীন ক্যান্সার হাসপাতালের পেছনের এলাকায় ৯ বছর বয়সী এক পথশিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

সোমবার (১৪ জুলাই) রাতে বনানী ক্যান্সার হাসপাতালের পেছন থেকে শিশুটিকে গুরুতের আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার (১৫ জুলাই) তার ফরেনসিক পরীক্ষা করা হয়েছে।

ঢামেক হাসপাতালের ওসিসির ভারপ্রাপ্ত সমন্বয়ক ডা. তাইয়েবা সুলতানা জানান, বনানী থানা পুলিশ (সোমবার) রাতে শিশুটিকে নিয়ে আসে। (আজ মঙ্গলবার) সকালে ফরেনসিকসহ কয়েকটি পরীক্ষায় প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে।

পুলিশ জানায়, সোমবার রাত ৮টার দিকে মহাখালী ক্যান্সার হাসপাতালের পেছনে ওই শিশু ধর্ষণের শিকার হয়। ধর্ষণকারীকে সে চিনতে পারেনি। রাত সাড়ে ১০টার দিকে তার কান্না শুনে ও রক্তক্ষরণ দেখে স্থানীয়রা বনানী থানায় খবর দেয়।

বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক বলেন, খবর পেয়ে রাতেই তাকে উদ্ধার করে ঢামেকে নেওয়া হয়। প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, শিশুটি ফুটপাতেই থাকত। তবে কে বা কারা তাকে ধর্ষণ করেছে, সে বিষয়ে এখনো কিছু জাানা যায়নি। ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে পাওয়া যায়।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার জানান, শিশুটির বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায়। তার মাকে খবর দেওয়া হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। বিস্তারিত জানতে তদন্ত চলছে।

পুলিশ আরও জানায়, ধর্ষণে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে কাজ চলছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ডেঙ্গুতে আরো ৩৭৫ জন হাসপাতালে

এ ছাড়া, ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৬৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৭ জন, রাজশাহী বিভাগে ৫৫ জন ও চট্টগ্রাম বিভাগে ৩৩ জন, খুলনা বিভাগে ২৬ জন এবং ময়মনসিংহ ও রংপুর বিভাগে ৩ জন করে রোগী ভর্তি হয়েছে।

২ ঘণ্টা আগে

১৬ জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রীয় শোক পালন করার উদ্দেশ্যে বাংলাদেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশের বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

২ ঘণ্টা আগে

রাশিয়ার মান সংস্থার সঙ্গে বিএসটিআই’র সমঝোতা স্মারক স্বাক্ষর

রাজধানীর তেজগাঁওয়ে বিএসটিআই প্রধান কার্যালয়ে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন বিএসটিআই’র মহাপরিচালক এস এম ফেরদৌস আলম এবং রাশিয়ার ফেডারেল এজেন্সি অন টেকনিক্যাল রেগুলেটিং অ্যান্ড মেট্রোলজির (GOST-R) পক্ষে সংস্থাটির প্রধান আন্তন শালায়েভ স্বাক্ষরিত কপি পাঠান।

২ ঘণ্টা আগে

ডিএমপির মাসিক অপরাধ সভায় জুনে শ্রেষ্ঠ হলেন যারা

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জুন মাসের অপরাধ পর্যালোচনা সভায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়েছে। মঙ্গলবার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এনডিসি।

২ ঘণ্টা আগে