পানি বাড়ছে মুহুরী-কহুয়া-সিলোনিয়ায়, ফের প্লাবিত ফেনীর নিম্নাঞ্চল

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১২: ০৮
নদীতে পানি বেড়ে পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নে পশ্চিম অলকা গ্রামে নোয়াপাড়া-অলকা সড়কে পানি উঠে গেছে। ছবি: রাজনীতি ডটকম

ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীতে ফের পানি বাড়তে শুরু করেছে। এতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একাধিক স্থানে ভাঙন দেখা দিয়েছে। এসব স্থান দিয়ে পানি ঢুকে পরশুরাম উপজেলার অলকা গ্রামসহ কয়েকটি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে স্থানীয়রা জানান, গত তিন-চার দিন ফেনীতে বৃষ্টিপাত না হলেও ভারতের ত্রিপুরায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। ফলে ভারত থেকে নেমে আসা উজানের ঢল সোমবার (২১ জুলাই) সকাল থেকেই লোকালয়ে প্রবেশ করতে শুরু করে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, টানা বৃষ্টিপাত ও ভারতের উজান থেকে নেমে আসা ঢলে গত ৮ জুলাই থেকে পরশুরাম ও ফুলগাজী উপজেলায় তিনটি নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৪১টি স্থানে ভাঙন দেখা দেয়। এর মধ্যে ছয়টি ভাঙন স্থানে মেরামত কাজ শেষ হয়েছে। ২৮টি স্থানে কাজ চলছে। বাকি সাতটি স্থানে ভাঙন বড় হওয়ায় সেগুলোর কাজ শুরু করা যায়নি।

এলাকাবাসী বলছেন, গত বছরের ভয়াবহ বন্যাতেও ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১০৪টি স্থানে ভেঙে গিয়েছিল। পরে ২০ কোটি টাকার বেশি বরাদ্দে বাঁধগুলো মেরামত করা হয়। কিন্তু মেরামত কাজ সঠিকভাবে না করায় এ বছর আবার বাঁধে ভাঙন দেখা দিয়েছে বলে অভিযোগ তাদের।

স্থানীয়রা আরও জানান, ভাঙন দেখা দেওয়া স্থানগুলো দিয়ে পানি ঢুকে সোমবার সকাল থেকে পরশুরামের পশ্চিম অলকা, পূর্ব অলকা, নোয়াপুর ও চিথলিয়া ইউনিয়নের কয়েকটি গ্রাম ও ফুলগাজীর কিছু এলাকা প্লাবিত হচ্ছে। পাউবোর যথাযথ তদারকি ও অনিয়ম-দুর্নীতির কারণে বাঁধ ভেঙে প্রতিবছর এমন দুর্ভোগে পড়তে হয় বলে অভিযোগ করছেন তারা।

পরশুরামের পশ্চিম অলকার বাসিন্দা আবদুর রহমান বলেন, ভারতে ভারী বৃষ্টিপাত হচ্ছে বলে শুনেছি। এ জন্য কয়েকদিন আগে বাঁধের যেসব স্থান ভেঙেছে তা দিয়ে নতুন করে পানি ঢুকে ফের আমরা পানিতে ডুবছি। আমাদের এ দুর্ভোগ কখনো শেষ হবে না।

জানতে চাইলে ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন মজুমদার বলেন, ভারতের উজানে ভারী বৃষ্টিপাতের কারণে নদীর পানি দ্রুত বাড়ছে। মঙ্গলবার সকাল ৬টার দিকে মুহুরী নদীর পানি ৯ দশমিক ৬৪ মিটার উচ্চতায় বিপৎসীমার ২ দশমিক ৮৬ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগে ভেঙে যাওয়া স্থানগুলো দিয়ে পানি ঢুকে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে।

সম্প্রতি বন্যার পর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর ছোট ছোট বাঁধগুলো মেরামত করলেও বড়গুলো মেরামত করা যায়নি বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা।

ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, এখানে বৃষ্টিপাত না হলেও ভারতের উজানে ভারী বৃষ্টিপাতের কারণে নদীর পানি দ্রুত বাড়ছে। মুহুরী নদীর পানি এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

১০ দফা দাবিতে গাজীপুরে সড়ক অবরোধ, শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ

গাজীপুরের শ্রীপুরে ১০ দফা দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি সিরামিক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহন আটকা পড়ে প্রায় পাঁচ কিলোমিটার এলাকা যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দেয়।

৪ ঘণ্টা আগে

রাজধানীতে আজও বজ্রবৃষ্টির আভাস

রাজধানী ঢাকার আকাশ আগামী ছয় ঘণ্টা আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

৫ ঘণ্টা আগে

বার্নে প্রধান উপদেষ্টা, খোঁজ নিলেন আহতদের

সেখানে তিনি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মো. নাসির উদ্দীনের কাছ থেকে সে দিনের ঘটনার বর্ণনা শোনেন এবং আহত রোগীদের বর্তমান অবস্থা জানতে চান।

১৪ ঘণ্টা আগে

সাবেক এমপির কাছে চাঁদাবাজির অভিযোগ, বৈষম্যবিরোধী নেতাসহ গ্রেপ্তার ৫

এর আগে গত ১৭ জুলাই গুলশানে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তারের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন রিয়াদ ও অপুসহ কয়েকজন। সেদিন বাসায় থাকা শাম্মী আক্তারের স্বামীকে ভয়ভীতি দেখিয়ে ১০ লাখ টাকা আদায় করেন তারা।

১৫ ঘণ্টা আগে