রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস, নিহত ৭ রোহিঙ্গাসহ ৯

প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশ: ১৯ জুন ২০২৪, ১১: ২২
বালুখালীর পানবাজার ও হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসের পর উদ্ধারকাজ চলছে। ছবি : সংগৃহীত

ভারী বর্ষণের ফলে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে সাত রোহিঙ্গাসহ নয়জন নিহত হয়েছেন। বুধবার (১৯ জুন) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোহিঙ্গাদের মধ্যে রয়েছেন ৮ নম্বর শিবিরে দুইজন, ৯ নম্বর শিবিরে দুইজন, ১০ নম্বর শিবিরে একই পরিবারের চারজন ও ১৪ নম্বর শিবিরে একজন।

১০ নম্বর শিবিরের নিহত ব্যক্তিরা হলেন; আবু মেহের (২৫), শাহানা (২২), আবুল কালাম (৫০) ও সেলিমা খাতুন (৪৫)।

৯ নম্বর শিবিরে নিহত ব্যক্তিরা হলেন মোহাম্মদ হোসেন (৫০) ও আনোয়ারা বেগম (১৮)।

৮ ও ১৪ নম্বর শিবিরে নিহত ব্যক্তিদের সবার নাম নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহত ব্যক্তিদের মধ্যে ৮ নম্বর শিবিরে একজন স্থানীয় বাংলাদেশি শিক্ষার্থী রয়েছে বলে জানা গেছে। অপর বাংলাদেশির নাম–পরিচয়ও জানা যায়নি।

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রোহিঙ্গা আশ্রয়শিবিরে নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক আমির জাফর বলেন, নিহত ব্যক্তিদের মধ্যে দুজন বাংলাদেশের নাগরিক। অন্য সাতজন রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা।

সাংবাদিকদের তিনি বলেন, বালুখালীর পানবাজার ও হাকিমপাড়া ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় উদ্ধারকাজ চলছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) অলক বিশ্বাস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাতে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের একাধিক স্থানে একাধিক পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

যুক্তরাজ্যে গোপনে সম্পত্তির মালিকানা ছাড়ছেন হাসিনা ঘনিষ্ঠরা

হাসিনার সরকারের পতন ঘটাতে বাংলাদেশে যখন ছাত্রদের নেতৃত্বে আন্দোলন চূড়ান্ত রূপ নেয়, তখন নিরাপত্তা বাহিনীর গুলিতে শত শত বিক্ষোভকারী প্রাণ হারায়। এরপর হাসিনাসহ তার মন্ত্রিসভার প্রায় সব সদস্য গা ঢাকা দেন। কেউ কেউ পাড়ি জমান যুক্তরাজ্যে।

৩ ঘণ্টা আগে

গণহত্যা মামলায় ৪৫ জনের বিরুদ্ধে ৩ মাসে তদন্ত শেষ করার নির্দেশ

গত বছরের ১৭ ডিসেম্বর জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা দুই মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে তদন্ত দুই মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। সেই সময় পরে আরও দুবার বাড়ানো হয়।

৩ ঘণ্টা আগে

'নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কোনো অসুবিধা হবে না'

নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন সুষ্ঠু করতে পারবে না এমন কথা ঠিক নয়। আমাদের হাতে এখনো সময় আছে। প্রস্তুতি চলছে, প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কোনো অসুবিধা হবে না।’

৪ ঘণ্টা আগে

রূপায়ণ গ্রুপে চাকরি, পদসংখ্যা ১০, বেতন সর্বোচ্চ ৫০ হাজার টাকা

৪ ঘণ্টা আগে