top ad image
top ad image
home iconarrow iconখবরাখবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর পুকুরে ভেসে উঠল শিশুর মরদেহ

নিখোঁজের ৮ ঘণ্টা পর পুকুরে ভেসে উঠল শিশুর মরদেহ

দুপুরে বাড়ির উঠানে হাঁটছিল পাঁচ বছর বয়সী শিশু রোহিত। কিছুক্ষণ পর চলে যায় সবার চোখের আড়ালে। অনেক খুঁজেও তার কোনো সন্ধান মেলেনি। শেষ পর্যন্ত আট ঘণ্টা পর বাড়িসংলগ্ন পুকুরে ভেসে উঠল শিশুটির মরদেহ।

ঘটনাটি ঘটেছে পটুয়াখালী শহরের সাহাপাড়ার পশ্চিম আরামবাগ এলাকায়। ওই এলাকায় বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর থেকে নিখোঁজ থাকা শিশু রোহিতের মরদেহ রাত ১০টার দিকে পাওয়া যায় পুকুরে।

শিশুটির বাবার নাম শ্যামল সরকার। পরিবার জানিয়েছে, শিশু রোহিত সাহাপাড়া এলাকায় বি-টাইপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। বৃহস্পতিবার দুপুরে সে বাড়ির উঠানেই খেলছিল। দুপুর ২টার দিক থেকে তাকে আর খুঁজে পায়নি পরিবার। বিভিন্ন স্থানে খুঁজেও তাকে না পাওয়ায় একপর্যায়ে পুলিশকেও জানানো হয়। পরে রাত ১০টার দিকে বাড়িসংলগ্ন পুকুরে তার মরদেহ ভেসে ওঠে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, পরিবার শিশুটিকে খুঁজে না পেয়ে পুলিশকে জানিয়েছিল। পুলিশও তাকে খুঁজেছে। পরে রাতে পুকুরে পাওয়া যায় শিশুটির মরদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

r1 ad
top ad image