নিষিদ্ধ ছাত্রলীগ-আ.লীগের ‘গোপন বৈঠক’ ও প্রশিক্ষণ, সেনা হেফাজতে মেজর সাদিক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রকাশ: ০১ আগস্ট ২০২৫, ০১: ৪৪

দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির মাধ্যমে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে রাজধানীর বসুন্ধরা এলাকার একটি কনভেনশন সেন্টারে ‘গোপন বৈঠক’ হয়েছে বলে তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ‘ষড়যন্ত্রে’ জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ২২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এদিকে ওই বৈঠকে সংশ্লিষ্টতা এবং আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ উঠেছে এক সেনা কর্মকর্তার বিরুদ্ধে। এ অভিযোগে মেজর সাদিক নামের ওই কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সেনা সদরে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেনা কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। গত ৮ জুলাই বসুন্ধরাসংলগ্ন একটি কনভেনশন সেন্টারে আওয়ামী লীগ-ছাত্রলীগের ওই ‘গোপন বৈঠক’ অনুষ্ঠিত হয়।

এ ঘটনায় রাজধানীর ভাটারা থানায় একটি মামলা হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই বৈঠকে ছাত্রলীগ, আওয়ামী লীগ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা মিলিয়ে তিন থেকে চার শজন অংশ নেন। বৈঠকে পরিকল্পনা করা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পাওয়ার পর সারা দেশ থেকে লোকজন এসে ঢাকায় সমবেত হবেন। তারা ঢাকার শাহবাগ মোড় দখল করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি ও আতঙ্ক ছড়িয়ে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিশ্চিত করবেন। তারা সেখানে এসব ষড়যন্ত্র করেছিলেন।

ওই বৈঠক ও এতে মেজর সাদিকের সংশ্লিষ্টতা প্রসঙ্গে বৃহস্পতিবারের ব্রিফিংয়ে সেনা সদরের মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উদ-দৌলা বলেন, মেজর সাদিকের বিষয়টি আমাদের নজরে এসেছে। সেনাবাহিনী তাকে হেফাজতে নিয়েছে। বিষয়টি তদন্তাধীন। তদন্তে তিনি দোষী প্রমাণিত হলে নিঃসন্দেহে সেনাবাহিনীর প্রচলিত নিয়মে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, জিজ্ঞাসাবাদে বরগুনার যুবলীগ নেতা সোহেল রানা ও গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতা শামীমা নাসরিন বলেছেন, মেজর সাদিকের নির্দেশে দেশের বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগ কর্মীদের সংগঠিত করে বিভিন্ন স্থানে নাশকতা চালানোর প্রশিক্ষণ দেওয়ার জন্য বসুন্ধরা আবাসিক এলাকার ওই কনভেনশন সেন্টারের দ্বিতীয় তলা ভাড়া নেওয়া হয়।

জিজ্ঞাসাবাদে তারা আরও জানান, মেজর সাদিক সেদিন সরকার উৎখাতে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন। একটি সূত্র জানিয়েছে, সোহেল রানা ও শামীমা নাসরিনকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করে তথ্য যাচাইয়ের পর মেজর সাদিকুল হক ওরফে মেজর সাদিককে সেনা হেফাজতে নেওয়া হয়।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, ওই কনভেনশন সেন্টারের ব্যবস্থাপক পরিকল্পিতভাবে সারা দিন সেখানকার সব সিসি ক্যামেরা বন্ধ রেখেছিলেন। সেখানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীসহ বাকিদের নাশকতার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। ঢাকায় আরও এমন অন্তত চারটি প্রশিক্ষণ হয়েছে।

এ ঘটনার মামলাটি তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। সেখানকার একটি সূত্র জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা ‘প্রিয় স্বদেশ’, ‘এফ ৭১ গেরিলা’, ‘বঙ্গবন্ধু প্রজন্ম’, ‘প্রজন্ম ৭১’, ‘শেখ হাসিনা’সহ বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য। তারা সবাই ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কাজ করছেন।

গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে গত ১২ জুলাই উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে যুবলীগ নেতা সোহেল রানাকে গ্রেপ্তার করে ভাটারা থানা। একই দিন একই এলাকা থেকে শামীমা নাসরিনকেও গ্রেপ্তার করা হয়। তাদের দুজনকে গ্রেপ্তারের পর ১৩ জুলাই ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন পুলিশের একজন কর্মকর্তা।

ডিএমপির একজন কর্মকর্তা জানিয়েছেন, গ্রেপ্তার ২২ জনকেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এ ছাড়া ৮ জুলাইসহ এর আগের বিভিন্ন প্রশিক্ষণে যারা ছিলেন তাদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে কাজের সুযোগ, কর্মস্থল ঢাকা

২ ঘণ্টা আগে

মিনিস্টারে কাজের সুযোগ, পদসংখ্যা ৪০

২ ঘণ্টা আগে

জাতীয় নির্বাচনে ফিরছে ‘না’ ভোট

তিনি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটে অনিয়ম হলে পুরো নির্বাচনী আসনের ভোট বাতিলের ক্ষমতা ফিরিয়ে এনে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ ছাড়া ফিরিয়ে আনা হয়েছে ‘না’ ভোটের বিধান।

২ ঘণ্টা আগে

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৩৪

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬২ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৯৩ জন, খুলনা বিভাগে (সিটি করপোর

৩ ঘণ্টা আগে