মীমাংসা ছাড়াই শেষ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনার ২য় দিন

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ১১: ৩৯

তিন দিনব‍্যাপী বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনার দ্বিতীয় দিন কোনো মীমাংসা ছাড়াই শেষ হয়েছে। কিছু কিছু বিষয়ে দুই দেশ একমত হলেও অধিকাংশ ইস্যুই এখনো অমীমাংসিত রয়ে গেছে।

গতকাল বৃহস্পতিবার (১০ জুলাই) দুই দেশের মধ‍্যে বর্তমান ও ভবিষ্যত বাণিজ‍্যের গতি-প্রকৃতি কেমন হবে, এসব বিষয় উপস্থাপন ও যুক্তি-তর্ক হয়। তবে বৈঠক শেষে উভয় পক্ষ কোনো মতানৈক্যে পৌঁছাতে পারেনি।

আজ শুক্রবার (১১ জুলাই) ওয়াশিংটন সময় সকাল ৯টায় তৃতীয় দিনের আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।

আলোচনার দ্বিতীয় দিনে, বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন একান্তে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ অ‍্যাম্বাসেডর জেমিসন গ্রিয়ারের সঙ্গে বৈঠক করেন। ট্রাম্প প্রশাসনে মন্ত্রী পদমর্যাদার গুরুত্বপূর্ণ ব‍্যক্তি গ্রিয়ারের সঙ্গে শুল্কবিষয়ক আলোচনার পাশাপাশি দুই দেশের বাণিজ্য ও স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন বশির উদ্দিন। আলোচনায় বাণিজ্য উপদেষ্টা বাংলাদেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন।

বাংলাদেশ যুক্তরাষ্ট্রে রপ্তানির পাশাপাশি আমদানির পরিমাণও বৃদ্ধি করতে প্রতিশ্রুতিবদ্ধ। এরই মধ্যে বাংলাদেশ সেই কাজ শুরুও করেছে বলে জানান উপদেষ্টা বশির। এ সময় শুল্কের ক্ষেত্রে বাংলাদেশ ন্যায্যতা পাবে বলে আশা প্রকাশ করেন তিনি। তিনি বলেন, বাণিজ্যের পরিবেশ যেন বাংলাদেশের জন্য প্রতিযোগিতামূলক থাকে।

বৈঠকে গ্রিয়ার এ বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

দ্বিতীয় দিনের আলোচনায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাণিজ্যসচিব মাহবুবুর রহমান, অতিরিক্ত সচিব ড. নাজনীন কাওসার চৌধুরী। ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশেষজ্ঞরা।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সারা দেশে আরও ১০ দিন বৃষ্টির সম্ভাবনা

বাংলাদেশে আগামী ১০ দিন পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শুক্রবার দেশের আটটি বিভাগেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিও হতে পারে।

৪ ঘণ্টা আগে

ঢাকা-সিলেট মহাসড়কে ২৫ কিলোমিটার দীর্ঘ যানজট

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইলের শাহবাজপুর পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। খানাখন্দে ভরা মহাসড়কের এ অংশে যানজটের ভয়াবহতা এতটাই তীব্র যে, পাঁচ মিনিটের পথ ঘণ্টাতেও পার হওয়া যাচ্ছে না।

৬ ঘণ্টা আগে

বন্যায় ফেনীর আরও ১০ গ্রাম প্লাবিত

ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। জেলাটিতে নতুন করে আরও ১০টি গ্রাম প্লাবিত হয়েছে।

৬ ঘণ্টা আগে

প্রথমবারের মতো কুয়েতে বাংলাদেশি শ্রমিকদের জন্য বেতন কাঠামো ঘোষণা

কুয়েতে বাংলাদেশি শ্রমিকদের জন্য প্রথমবারের মতো ন্যূনতম বেতন কাঠামো ঘোষণা করেছে দেশটির বাংলাদেশ দূতাবাস।

৯ ঘণ্টা আগে