মীমাংসা ছাড়াই শেষ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনার ২য় দিন

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ১১: ৩৯

তিন দিনব‍্যাপী বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনার দ্বিতীয় দিন কোনো মীমাংসা ছাড়াই শেষ হয়েছে। কিছু কিছু বিষয়ে দুই দেশ একমত হলেও অধিকাংশ ইস্যুই এখনো অমীমাংসিত রয়ে গেছে।

গতকাল বৃহস্পতিবার (১০ জুলাই) দুই দেশের মধ‍্যে বর্তমান ও ভবিষ্যত বাণিজ‍্যের গতি-প্রকৃতি কেমন হবে, এসব বিষয় উপস্থাপন ও যুক্তি-তর্ক হয়। তবে বৈঠক শেষে উভয় পক্ষ কোনো মতানৈক্যে পৌঁছাতে পারেনি।

আজ শুক্রবার (১১ জুলাই) ওয়াশিংটন সময় সকাল ৯টায় তৃতীয় দিনের আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।

আলোচনার দ্বিতীয় দিনে, বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন একান্তে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ অ‍্যাম্বাসেডর জেমিসন গ্রিয়ারের সঙ্গে বৈঠক করেন। ট্রাম্প প্রশাসনে মন্ত্রী পদমর্যাদার গুরুত্বপূর্ণ ব‍্যক্তি গ্রিয়ারের সঙ্গে শুল্কবিষয়ক আলোচনার পাশাপাশি দুই দেশের বাণিজ্য ও স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন বশির উদ্দিন। আলোচনায় বাণিজ্য উপদেষ্টা বাংলাদেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন।

বাংলাদেশ যুক্তরাষ্ট্রে রপ্তানির পাশাপাশি আমদানির পরিমাণও বৃদ্ধি করতে প্রতিশ্রুতিবদ্ধ। এরই মধ্যে বাংলাদেশ সেই কাজ শুরুও করেছে বলে জানান উপদেষ্টা বশির। এ সময় শুল্কের ক্ষেত্রে বাংলাদেশ ন্যায্যতা পাবে বলে আশা প্রকাশ করেন তিনি। তিনি বলেন, বাণিজ্যের পরিবেশ যেন বাংলাদেশের জন্য প্রতিযোগিতামূলক থাকে।

বৈঠকে গ্রিয়ার এ বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

দ্বিতীয় দিনের আলোচনায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাণিজ্যসচিব মাহবুবুর রহমান, অতিরিক্ত সচিব ড. নাজনীন কাওসার চৌধুরী। ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশেষজ্ঞরা।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দুদকের মামলায় গ্রেপ্তার জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত

দুর্নীতির মামলায় রাষ্ট্রীয় জনতা ব্যাংক পিএলসির সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. আবুল বারকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

৭ ঘণ্টা আগে

এবার সূত্রাপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী ও শিশুসহ দগ্ধ ৫

এবার রাজধানীর সূত্রাপুরের কাগজিটোলা এলাকায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন।

৭ ঘণ্টা আগে

একযোগে ১৮ বিচারককে অবসরে পাঠাল সরকার

আইন মন্ত্রণালয়ের উপসচিব মো. আজিজুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের নিম্নবর্ণিত সদস্যগণের চাকরির মেয়াদ ২৫ বৎসর পূর্ণ হওয়ায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে জনস্বার্থে তাদেরকে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারার বিধান মতে চাকরি থেকে অবসর প্রদান করা হলো।

১৮ ঘণ্টা আগে

বাংলাদেশের বিশ্বাসযোগ্য বন্ধু হতে চায় চীন

বৈঠকে তিনি বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তির কথা উল্লেখ করে বলেন, এটি দুই দেশের পুরোনো ইতিহাস এবং ভবিষ্যত পরিকল্পনার জন্য গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, বাংলাদেশ ও এশিয়ার অন্যান্য দেশকে আধুনিক এবং উন্নত করতে চীন কাজ করতে চায়।

১৮ ঘণ্টা আগে