top ad image
top ad image
home iconarrow iconখবরাখবর

ওআইসিভুক্ত ১৯ দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠকে ইসি

ওআইসিভুক্ত ১৯ দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠকে ইসি

ঢাকায় অরগানাইজেশন অব ইসলামিক কনফারেন্সের (ওআইসি) সদস্য ১৯টি দেশের মিশনপ্রধানদের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বৈঠকে ইসির পক্ষে নেতৃত্ব দিচ্ছেন।

সোমবার (১৭ মার্চ) সকাল ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়। সিইসির সঙ্গে চার নির্বাচন কমিশনার, ইসি সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত রয়েছেন।

ইসি সূত্র জানিয়েছে, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের অগ্রগতি ও প্রস্তুতি এ বৈঠকের অন্যতম আলোচ্যসূচি। সম্প্রতি কয়েকটি রাজনৈতিক দল ও ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা বর্তমান কমিশনের সঙ্গে একই ইস্যুতে দেখা করেছেন।

কূটনীতিকরা জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ দেখতে চান তারা। কমিশনের পক্ষ থেকেও বরাবরই জানানো হচ্ছে, একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে তারা বদ্ধপরিকর। বৈঠক শেষে উভয়পক্ষই ব্রিফ করার কথা রয়েছে।

r1 ad
top ad image