প্রতিবেদক, রাজনীতি ডটকম
আসন্ন ইদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। যেসব যাত্রী আগামী ৩ জুন ভ্রমণ করতে চান তাদের আজ শনিবার (২৪ মে) টিকিট কাটতে হবে। রেলওয়ের নির্ধারিত সময়সূচি অনুযায়ী সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলগামী ট্রেনের, দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলগামী ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়েছে।
এই টিকিট কেবলমাত্র রেলওয়ের অনলাইন প্ল্যাটফর্ম — রেলসেবা অ্যাপ ও ওয়েবসাইট (eticket.railway.gov.bd) — এর মাধ্যমে সংগ্রহ করা যাবে। স্টেশনে গিয়ে লাইনে দাঁড়িয়ে টিকিট কেনার কোনো সুযোগ থাকছে না।
ঈদের আগাম টিকিটের সময়সূচি: বাংলাদেশ রেলওয়ের পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী—
২১ মে: ৩১ মে’র টিকিট
২২ মে: ১ জুনের টিকিট
২৩ মে: ২ জুনের টিকিট
২৪ মে: ৩ জুনের টিকিট
২৫ মে: ৪ জুনের টিকিট
২৬ মে: ৫ জুনের টিকিট
২৭ মে: ৬ জুনের টিকিট
প্রতিদিনের টিকিট নির্ধারিত তারিখেই অনলাইনে উন্মুক্ত করা হচ্ছে।
রেলওয়ের সূত্র বলছে, ঈদ উপলক্ষে ঢাকা থেকে দেশের বিভিন্ন রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের জন্য মোট ৩৩ হাজার ৩১৫টি আসন বরাদ্দ রাখা হয়েছে। যাত্রীদের ভিড় ও হয়রানি এড়াতে এবার শতভাগ টিকিট অনলাইনে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
একজন যাত্রী সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। তবে এই আগাম টিকিট ফেরতযোগ্য নয়, অর্থাৎ কিনে নিলে তা বাতিল বা রিফান্ড করা যাবে না।
বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে যাত্রীদের অনুরোধ জানানো হয়েছে, কেউ যেন অপ্রয়োজনে স্টেশনে ভিড় না করেন। বরং নির্ধারিত সময়ে অনলাইনে প্রবেশ করে নিজের প্রয়োজন অনুযায়ী টিকিট কেটে যাত্রা নিশ্চিত করুন।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদযাত্রায় ভ্রমণ নিরাপদ ও আরামদায়ক করতে পর্যাপ্ত নিরাপত্তা, ভ্রাম্যমাণ দল ও তথ্যসেবা নিশ্চিত করা হবে। পাশাপাশি ট্রেনসমূহ সময়মতো পরিচালনার জন্যও বিশেষ নজরদারি থাকবে।
দ্রুত টিকিট পেতে ভিজিট করুন: eticket.railway.gov.bd অথবা ‘রেলসেবা’ মোবাইল অ্যাপ।
আসন্ন ইদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। যেসব যাত্রী আগামী ৩ জুন ভ্রমণ করতে চান তাদের আজ শনিবার (২৪ মে) টিকিট কাটতে হবে। রেলওয়ের নির্ধারিত সময়সূচি অনুযায়ী সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলগামী ট্রেনের, দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলগামী ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়েছে।
এই টিকিট কেবলমাত্র রেলওয়ের অনলাইন প্ল্যাটফর্ম — রেলসেবা অ্যাপ ও ওয়েবসাইট (eticket.railway.gov.bd) — এর মাধ্যমে সংগ্রহ করা যাবে। স্টেশনে গিয়ে লাইনে দাঁড়িয়ে টিকিট কেনার কোনো সুযোগ থাকছে না।
ঈদের আগাম টিকিটের সময়সূচি: বাংলাদেশ রেলওয়ের পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী—
২১ মে: ৩১ মে’র টিকিট
২২ মে: ১ জুনের টিকিট
২৩ মে: ২ জুনের টিকিট
২৪ মে: ৩ জুনের টিকিট
২৫ মে: ৪ জুনের টিকিট
২৬ মে: ৫ জুনের টিকিট
২৭ মে: ৬ জুনের টিকিট
প্রতিদিনের টিকিট নির্ধারিত তারিখেই অনলাইনে উন্মুক্ত করা হচ্ছে।
রেলওয়ের সূত্র বলছে, ঈদ উপলক্ষে ঢাকা থেকে দেশের বিভিন্ন রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের জন্য মোট ৩৩ হাজার ৩১৫টি আসন বরাদ্দ রাখা হয়েছে। যাত্রীদের ভিড় ও হয়রানি এড়াতে এবার শতভাগ টিকিট অনলাইনে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
একজন যাত্রী সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। তবে এই আগাম টিকিট ফেরতযোগ্য নয়, অর্থাৎ কিনে নিলে তা বাতিল বা রিফান্ড করা যাবে না।
বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে যাত্রীদের অনুরোধ জানানো হয়েছে, কেউ যেন অপ্রয়োজনে স্টেশনে ভিড় না করেন। বরং নির্ধারিত সময়ে অনলাইনে প্রবেশ করে নিজের প্রয়োজন অনুযায়ী টিকিট কেটে যাত্রা নিশ্চিত করুন।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদযাত্রায় ভ্রমণ নিরাপদ ও আরামদায়ক করতে পর্যাপ্ত নিরাপত্তা, ভ্রাম্যমাণ দল ও তথ্যসেবা নিশ্চিত করা হবে। পাশাপাশি ট্রেনসমূহ সময়মতো পরিচালনার জন্যও বিশেষ নজরদারি থাকবে।
দ্রুত টিকিট পেতে ভিজিট করুন: eticket.railway.gov.bd অথবা ‘রেলসেবা’ মোবাইল অ্যাপ।
গত ২১ মে (বুধবার) দুপুর ১২টা ৩০ মিনিটে উপাচার্যের বাসভবনের সামনে আমরণ অনশনে বসেন তিন শিক্ষার্থী-বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, একই সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাহতাব ইসলাম এবং স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের আহ্বায়ক জামালুদ্দীন খালিদ।
১৯ ঘণ্টা আগেএতে বলা হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ-পশ্চিম অথবা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যে
২১ ঘণ্টা আগেস্ট্যাটাসে স্ট্যাটাসে তিনি লেখেন, ১/১১-এর পুনরাবৃত্তি দেখতে চাই না, দেশের অপূরণীয় ক্ষতি হবে। এরূপ অসাংবিধানিক কর্মকাণ্ডে সেনাবাহিনী অতীতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন করে আরও ভোগান্তি ডেকে আনা ঠিক হবে না।
২১ ঘণ্টা আগে