সুনামগঞ্জে ফেসবুক পোস্ট নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৪০\n
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার নোয়াগড় গ্রামের আওয়ামী লীগ নেতা শাহ জাহান মেম্বার ও একই গ্রামের লতিফুর মেম্বারের মধ্যে গ্রামের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ রয়েছে। এর জের ধরে দুজনের অনুসারীরা শুক্রবার সকালে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় দুই ঘণ্টার সংঘর্ষে নারী-পুরুষসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে স্থানীয় মুরুব্বিদের সঙ্গে নিয়ে সংঘর্ঘ নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।