top ad image
top ad image
home iconarrow iconমাঠের রাজনীতি

হবিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত অর্ধশতাধিক

হবিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত অর্ধশতাধিক
শুক্রবার সকালে গ্রামের দুপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ছবি: সংগৃহীত

হবিগঞ্জের আজমিরীগঞ্জে গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে জড়িয়েছে দুপক্ষ। এতে দুপক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে গুরুতর আহত অবস্থায় দুজনকে সিলেট ও ২০ জনকে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ৯টা থেকে ১১টা পর্যান্ত দু্পক্ষের মধ্যে টেঁটা ও বল্লমসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ হয় দুপক্ষের মধ্যে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার নোয়াগড় গ্রামের আওয়ামী লীগ নেতা শাহ জাহান মেম্বার ও একই গ্রামের লতিফুর মেম্বারের মধ্যে গ্রামের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ রয়েছে। এর জের ধরে দুজনের অনুসারীরা শুক্রবার সকালে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় দুই ঘণ্টার সংঘর্ষে নারী-পুরুষসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে স্থানীয় মুরুব্বিদের সঙ্গে নিয়ে সংঘর্ঘ নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

r1 ad
top ad image