হবিগঞ্জের ডিসি আ.লীগের দোসর: এনসিপি

হবিগঞ্জ প্রতিনিধি
বুধবার রাতে হবিগঞ্জ সদরে সংবাদ সম্মেলন করে স্থানীয় এনসিপি। ছবি: সংগৃহীত

হবিগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে সমাবেশের অনুমতি না পাওয়ায় হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ড. মো. ফরিদুর রহমানকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর বলে অভিহিত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (২৩ জুলাই) রাতে এনসিপি হবিগঞ্জ সদর উপজেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কথা বলেন এনসিপির পদযাত্রা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল। এ সময় তিনি জানান, শহিদ মিনারের পরিবর্তে বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে পৌরসভা প্রাঙ্গণে তাদের সমাবেশ হবে।

আবু হেনা মোস্তফা কামাল সংবাদ সম্মেলনে বলেন, আমাদের কাছে মনে হয়েছে, জেলা প্রশাসক চান না আমাদের প্রোগ্রামটা সুন্দর হোক। অত্যান্ত ঠান্ডা মাথায় কারও প্ররোচনায় বা কোনো হীন উদ্দেশ্যে তিনি হবিগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে এনসিপির প্রোগ্রামের অনুমতি দেননি।

এ আচরণের মাধ্যমে জেলা প্রশাসক ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর হিসাবে কাজ করছেন বলে মনে করেন আবু হেনা মোস্তফা কামাল। বলেন, তিনি ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর ছিলেন বলে আমি মনে করি। আমরা যেন সুন্দর একটা প্রোগ্রাম না করতে পারি সেজন্য তিনি বাধা দিচ্ছেন।

এনসিপির এই নেতা আরও বলেন, শেখ হাসিনা পালানোর পর অনেক কর্মকর্তা বদলি হয়েছেন কিংবা জেলে গেছেন। যারা আছেন তারা অনেকে এখন বিএনপি, জামায়াত কিংবা এনসিপি সেজেছেন। কিন্তু আমি মনে করি পর্দার অন্তরালে তারা শেখ হাসিনা দোসর।

তবে হবিগঞ্জ জেলা প্রশাসন সূত্র বলছে, শহিদ মিনার প্রাঙ্গণের জেলা প্রশাসনের মাঠটি সংরক্ষিত এলাকা। বৃহস্পতিবার কর্মদিবসে সেখানে রাজনৈতিক দলের সভা-সমাবেশ করা হলে জেলা প্রশাসন ও আদালতের কাজ বিঘ্নিত হতে পারে। এমন আশঙ্কা থেকে এনসিপিকে সেখানে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি।

দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে ২৪তম দিনে আজ বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জে সমাবেশ করবে এনসিপি।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

আলোচিত ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম এখন সিলেটের ডিসি

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা সারোয়ার আলমকে সিলেট জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি ও পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

১৫ ঘণ্টা আগে

৩ দাবিতে অবস্থান কর্মসূচি ৪৩তম নন-ক্যাডারদের

প্রার্থীরা জানান, শিক্ষা, স্বাস্থ্য, যুব উন্নয়ন, স্থানীয় সরকার ও প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে বিপুলসংখ্যক শূন্য পদ রয়েছে। অথচ সরকারি উদাসীনতার কারণে ৪৩তম বিসিএস নন-ক্যাডার সুপারিশপ্রাপ্তরা নিয়োগ থেকে বঞ্চিত হচ্ছেন। এর ফলে দেশের সামগ্রিক প্রশাসনিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে। একদিকে শূন্যপদ বাড়ছে, অন্যদি

১৬ ঘণ্টা আগে

১১ এনজিও'র ঋণের চাপ সহ্য করতে না পেরে রাজশাহীতে এবার কৃষকের আত্মহত্যা

এনজিও ও স্থানীয় সুদকারবারিদের ঋণের চাপ সহ্য করতে না পেরে রাজশাহীতে এবার আকবর হোসেন (৫০) নামে এক কৃষক আত্মহত্যা করেছেন।

১৭ ঘণ্টা আগে

৩ দিন ভাসছিলেন সাগরে, ৮ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, ‘গত ১৪ আগস্ট ‘এফবি মায়ের দোয়া’ নামক ফিশিং বোটটি মাছ ধরার উদ্দেশ্যে ৮ জন জেলেসহ সমুদ্রে গমন করে। অতঃপর যান্ত্রিক ত্রুটির কারণে শ্যাফট বিকল হয়ে গেলে বোটটি সমুদ্রে ভাসতে থাকে।’

১৮ ঘণ্টা আগে