মেয়েদের মোহরানা কমিয়ে বিয়ে সহজ করা উচিত : রাজশাহী বিভাগীয় কমিশনার

রাজশাহী ব্যুরো
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১৭: ১৬

রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেছেন, ৫ আগস্টের পরে বিশ্ববিদ্যালয়ে গণবিবাহের আয়োজনই বলে দেয় বিয়ে করাটা কত কঠিন হয়ে গেছে। মেয়েদের মোহরানা কমিয়ে বিয়ে করাটা সহজ করা উচিত।

আজ সোমবার দুপুরে রাজশাহী বিভাগীয় পরিবার পরিকল্পনা ভবনের স্পেকট্রাম কনফারেন্স রুমে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিভাগীয় পরিবার পরিকল্পনা দপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

খোন্দকার আজিম আহমেদ বলেন, এখন প্রায় সবারই একটা করে সন্তান হচ্ছে। দুইটা মানুষের একটা সন্তান, এটা অনেকটাই কম। এটাকে বাড়ানো উচিত। স্কুলের তুলনায় বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে পরিবার পরিকল্পনা বিষয়ক সচেতনতা বাড়ানো জরুরি। কিশোর-কিশোরীদের নিয়ে ক্রিকেট, ফুটবল এবং পরিবেশ বিষয়ে ক্লাব করতে হবে। ওরা বিভিন্ন জায়গায় বেড়াতে যাবে, জ্ঞান আহরণ করবে এবং জনস্বার্থে কাজ করবে। এসময় সন্তানদের ন্যায্যতা ও সম্ভাবনা শেখানোর পরামর্শ দেন বিভাগীয় কমিশনার।

বিভাগীয় পরিবার পরিকল্পনা দপ্তরের পরিচালক ড. কস্তুরী আমিনা কুইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. মো. হাবিবুর রহমান, জেলা প্রশাসক আফিয়া আখতার, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. বায়েজীদ-উল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা দপ্তরের উপপরিচালক মো. আব্দুর রাজ্জাক। অনুষ্ঠান শেষে বিভাগ পর্যায়ে শ্রেষ্ঠ ৪ জন কর্মী ও ৬টি প্রতিষ্ঠান, জেলা পর্যায়ে ৪ জন কর্মী ও ৫টি প্রতিষ্ঠান এবং থানা পর্যায়ে ২ জন কর্মীকে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রাজশাহীতে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাদকসহ গ্রেপ্তার

রাজশাহীতে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাদকসহ গ্রেপ্তার রাজশাহী ব্যুরো রাজশাহীতে অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামি মোহাম্মদ সোহেল বাবু ওরফে বাবুল ওরফে বাবলুকে (৩৫) মাদকসহ গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ সোমবার র‌্যাব-৫–এর পাঠানো এক সংবাদ বিজ্ঞ

৬ ঘণ্টা আগে

ভাড়া বাসায় মা-মেয়ে ও ছেলেকে গলা কেটে হত্যা

২০১৭ সালে রফিকুলের সাথে ময়নার বিয়ে হয়। তারপর থেকে রফিকুল স্ত্রী-সন্তানকে নিয়ে ভালুকায় বসবাস করতেন। গত দেড় মাস আগে পৌর শহরের টিঅ্যান্ডটি রোডের হাইয়ুমের বাসায় ভাড়া উঠেন তারা। একই বাসায় বসবাস করতেন রফিকুলের ভাই নজরুল ইসলাম।

৮ ঘণ্টা আগে

এক টানেই জালে প্রায় ৪০ লাখ টাকার ইলিশ

আড়তের খান ফিসের ম্যানেজার মো.সাগর ইসলাম বলেন, মাছগুলো তাদের আড়তে নিয়ে আসার পর ৩টি আকারে আলাদা করা হয়। ৯০০ গ্রাম ১কেজি ওজনের মাছ মণ প্রতি ৯৫ হাজার টাকা, ৬০০ গ্রাম থেকে ৮০০ গ্রাম ওজনের মাছ প্রতি মণ ৭০ হাজার টাকা, ৪০০ গ্রাম থেকে ৫০০ গ্রাম ওজনের প্রতি মণ মাছ ৫৬ হাজার টাকা দরে বিক্রি হয়েছে। এছাড়াও অন্য

১ দিন আগে

পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে পলাতক শ্বশুর গ্রেপ্তার

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার তরুণীর বয়স ১৮ বছর। প্রায় পাঁচ বছর আগে তার বিয়ে হয় টুলু আলীর ছেলে মো. মাসুদ রানার সঙ্গে। বিয়ের পর থেকেই শ্বশুর টুলু আলী তরুণীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন এবং কুপ্রস্তাব দিতেন। তরুণী বিষয়টি তার স্বামী ও পরিবারের সদস্যদের জানালে আসামির আচরণ আরও আক

১ দিন আগে