এইচএসসির প্রথম দিনে রাজশাহীতে অনুপস্থিত ১ হাজার ৮৬৭, বহিষ্কার ১

রাজশাহী ব্যুরো
প্রকাশ: ২৬ জুন ২০২৫, ১৭: ৪৩

রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে ১ হাজার ৮৬৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। বগুড়ায় অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছেন একজন পরীক্ষার্থী। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলা (আবশ্যিক) প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বিভাগের আট জেলায় ২০৭টি কেন্দ্রে একযোগে এইচএসসির প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মোট পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ১৯ হাজার ৮৫৮ জন। এর মধ্যে অংশ নিয়েছেন ১ লাখ ১৭ হাজার ৯৯১ জন। অনুপস্থিতির হার ১ দশমিক ৫৬ শতাংশ।

পরীক্ষার প্রথম দিনে সবচেয়ে বেশি অনুপস্থিত ছিলেন রাজশাহীতে—৪৪৬ জন। চাঁপাইনবাবগঞ্জে ১৩৪, নাটোরে ১৮২, নওগাঁয় ২১৪, পাবনায় ২১৭, সিরাজগঞ্জে ৩২৮, বগুড়ায় ২৪৯ এবং জয়পুরহাটে ৯৭ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

বগুড়ার মনসুর হোসেন ডিগ্রি কলেজের শিক্ষার্থী ফিরোজ আহম্মেদ নন্দীগ্রাম সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষার সময় এমসিকিউর উত্তরপত্র জমা দিতে দেরি করেন এবং দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এ কারণে তাঁকে বহিষ্কার করা হয়েছে।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন ছিল। প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে বলে জানিয়েছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রাজশাহীতে প্রস্তুত করা হচ্ছে পাইলট সাগরের কবর

তৌকির ইসলামের নানা আজিজুর রহমান জানান, আজ মঙ্গলবার ঢাকা সেনানিবাসে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে বিমানবাহিনীর ব্যবস্থাপনায় তার মরদেহ রাজশাহীতে আনা হবে দুপুর আড়াইটার দিকে। বিকেলে নগরীর জেলা মুক্তিযোদ্ধা স্টেডিয়ামে দ্বিতীয় জানাজা শেষে সপুরা গোরস্থানে তাকে দাফন করা হবে। এ লক্ষ্যে কবর প্রস্তুত করা

১ দিন আগে

রাজশাহীতে চিরনিদ্রায় শায়িত হবেন পাইলট সাগর

বিমান বিধ্বস্তে মারা যাওয়া ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের মরদেহ রাজশাহীতে সমাহিত হবে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় রাজশাহী মুক্তিযুদ্ধ স্টেডিয়ামে জানাজা শেষে নগরীর সপুরা গোরস্তানে তার মরদেহ দাফন করা হবে।

১ দিন আগে

চট্টগ্রামে মধ্যরাতে সংঘর্ষে জড়াল ছাত্রদল-শিবির

প্রত্যক্ষদর্শীরা বলছেন, ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীরা উত্তেজনার একপর্যায়ে থানা প্রাঙ্গনে ঢুকে পুলিশের সামনে মারামারি শুরু করে। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়। পরে তাদের মধ্যে ধাওয়া-পালটা হয়, সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই সংগঠনের নেতাকর্মী। সংঘর্ষ ছড়িয়ে পড়ে থানার দুই পাশে চানমারী রোড থেকে গ

১ দিন আগে

নিহত পাইলট সাগরের রাজশাহীর বাড়িতে শোকের মাতম

রাজধানীর উত্তরায় দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট তৌফিক ইসলাম সাগরের মৃত্যুতে রাজশাহীর উপশহরের তিন নম্বর সেক্টরের বাসায় চলছে শোকের মাতম।

২ দিন আগে